পরিচয় মিলল
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
রায়গঞ্জে ক্যানেল থেকে দেহ উদ্ধারের পর তার পরিচয় জানতে পেরেছে পুলিশ। সোমবার পুলিশ জানিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম বীরেন দাস (৩৫)। তিনি রায়গঞ্জের খাদিমপুরের কমলা বাড়ি এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ওই যুবককে খুন করেই ক্যানেলে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। ওই যুবকের ভাই নিতাই দাস রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।. রায়গঞ্জ থানার আইসি পুরণ রাই বলেন, “লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে।” পুলিশ জানিয়েছে, গত রবিবার রায়গঞ্জের ছটপড়ুয়া এলাকাতে ক্যানেলের মাটি খুঁড়ে এক যুবকের দেহ উদ্ধার করা হয়। নিহতের ভাইয়ের অভিযোগ, গত শুক্রবার বাড়িতে খাওয়ার সময় বীরেনবাবুর মোবাইলে একটি ফোন আসে। তিনি মেহেন্দি গ্রামে যাওয়ার নাম করেই বাড়ি থেকে বের হয়েছিলেন।.তার পর থেকে তাঁর খোঁজ মেলেনি বলে পরিবার সূত্রে জানানো হয়েছে।
|
ভারত তথ্য সম্প্রচার ও জন সংযোগ বিভাগের উদ্যোগে মেলা শুরু হল রায়গঞ্জে। সোমবার দুপুরে রায়গঞ্জের কর্ণজোড়া হাইস্কুল মাঠে ওই মেলা উদ্বোধন করেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নগর উন্নয়ন প্রতিমন্ত্রী দীপা দাশমুন্সি। উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত, কালিয়াগঞ্জ বিধায়ক প্রমথনাথ রায় প্রমুখ। উদ্যোক্তারা জানিয়েছে, মেলায় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদের ২০টি স্টল রয়েছে।
|
ডিএসওর কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠল টিএমসিপি-র নামে। সোমবার বালুরঘাট পশু হাসপাতালের সামনে ঘটনা। ডিএসওর অভিযোগ, এ দিন বালুরঘাট কো এড কলেজে তারা ৫টি আসনে মনোনয়ন দাখিল করে চলে যাওয়ার সময় তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা হামলা করে। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।
|
এক যুবককে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার সকালে ইসলামপুর থানার রামগঞ্জ এলাকাতে ঘটনাটি ঘটেছে। এদিন রামগঞ্জের বাগেশ্বরী এলাকায় এক যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ ওই যুবককে হাসপাতালে ভর্তি করে। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ওই ব্যক্তির নাম মহম্মদ খাইরুদ্দিন। |