ব্রিগেড সমাবেশের জন্য প্রস্তুতি পার্থর
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
জীবনতলায় পার্থ চট্টোপাধ্যায়।—নিজস্ব চিত্র। |
তৃণমূলের ব্রিগেড সমাবেশ মুজিবর রহমান, ইন্দিরা গাঁধীর সমাবেশকেও ছাপিয়ে যাবে বলে দাবি করলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সেই সমাবেশেরই প্রস্তুতি এবং মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে সোমবার ক্যানিংয়ের জীবনতলায় আয়োজিত এক মহিলা সভায় পার্থবাবু এই দাবি করেন। একইসঙ্গে রাজ্য সরকারের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “বিধানসভা ভোটের আগে তৃণমূল যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পালন করেছে। সেইসঙ্গে আরও নতুন কাজের ক্ষ্য নিয়ে এগোচ্ছে, আর সে জন্যই ব্রিগেডের সমাবেশ।” সভায় উপস্থিত ছিলেন পরিবহণ মন্ত্রী মদন মিত্র, দলের জেলা সভাপতি চৌধুরীমোহন জাটুয়া, ব্লক সভাপতি সওকত মোল্লা প্রমুখ। মদনবাবু বলেন, “এই জীবনতা তৃণমূলের জীবনতলা আর সিপিএমের কাছে মরণতলা। রেজ্জাক মোল্লারও মরণতলা।” পরিবহণ মন্ত্রী জানান, শীঘ্রই ধর্মতলা থেকে জীবনতলা, ভাঙড়, ভোজেরহাট পর্যন্ত বাস চালু করা হবে। বেকার ছেলেমেয়েদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা সকলে দরখাস্ত করুন। বিকেলের মধ্যে লোন-সহ গাড়ি দেব।”
|
বৌদিকে খুনের চেষ্টা, গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
পারিবারিক অশান্তির জেরে বৌদিকে খুনের চেষ্টা করল দেওর। রবিবার দুপুরে হাড়োয়ার ধুতরোপোতা গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, আহত ওই মহিলার নাম স্বর্ণবালা সর্দার। স্বর্ণবালার ছেলে সন্তুর অভিযোগের ভিত্তিতে দেওর অষ্টপদ সর্দারকে সোমবার সকালে গ্রেফতার করা হয়। গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে হাড়োয়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানিয়েছে, একটি পোষা শুয়োর ছিল স্বর্ণবালাদেবীর। রবিবার সকালে বন্ধুদের নিয়ে এই শুয়োরটিকে কেটে খেয়ে নেয় দেওর অষ্টপদ সর্দার। জানতে পেরে মা স্বর্ণবালাকে সমস্ত কিছু জানিয়ে দেয় সন্তু। এই নিয়েই এ দিন দুপুরে অষ্টপদর সঙ্গে বচসা বাধে সন্তুর। অষ্টপদ সন্তুকে মারধর করছে দেখে ছুটে আসেন স্বর্ণবালাদেবী। সেই সময়ে অষ্টপদ চেলা কাঠ দিয়ে বৌদির মাথায় মারে বলে অভিযোগ। ঘটনাস্থলেই জ্ঞান হারান ওই মহিলা।
|
নিখোঁজ মৎস্যজীবীর দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • বকখালি |
নিখোঁজ এক মৎস্যজীবীর পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। রবিবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার বকখালির ফ্রেজারগঞ্জ কোস্টালের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শেখ মাজেদ (৪০)। বাড়ি স্থানীয় লক্ষীপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৪ জানুয়ারি ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দর থেকে তিন মৎস্যজীবী এফ বি মৎস্যকন্যা নামে একটি ট্রলারে সমুদ্রে মাছ ধরার জন্যে বেরিয়েছিলেন। ফেরার কথা ছিল পরের দিনই। কিন্তু শেষপর্যন্ত নিখোঁজ হয়ে যান ওই তিন মৎস্যজীবী। ১৬ জানুয়ারি কোস্টাল থানায় নিখোঁজ ডায়েরি হয়। রবিবার বিকেলে সমুদ্রে উদ্ধার হয় ওই মৎস্যজীবীর দেহ। শনাক্ত করেন পরিবারের লোকজন। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে। বাকি দু’জনেরও খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
|
চোলাই উদ্ধার, ধৃত
নিজস্ব সংবাদদাতা • গাইঘাটা |
দু’হাজার লিটার চোলাই আটক করল গাইঘাটা থানার পুলিশ। রবিবার রাতে স্থানীয় ধর্মরপুর হাসপাতাল মোড় থেকে দু’টি মিনি ট্রাক-সহ এই চোলাই আটক করা হয়। গ্রেফতার করা হয় ৪ জনকে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম অসিত কর, অমিত কর, তুষার মজুমদার এবং অরুণ দাস প্রমুখ। ঘোলা থানার বিলকান্দা থেকে এই চোলাই বনগাঁর দিকে আনা হচ্ছিল।
|
সন্দেশখালিতে বাস দুর্ঘটনা |
রাস্তার পাশের একটি পুকুরে উল্টে পড়ল যাত্রী বোঝাই বেসরকারি বাস। কেউ মারা যাননি। সোমবার সকালে বসিরহাটের ন্যাজাটগামী ৭২ নম্বর রুটের একটি যাত্রীবাহী বাস সন্দেশখালির বয়রামারি দাসপাড়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ে। আহতদের উদ্ধার করে কালিনগরের ঘোষপুর গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে, বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, আহতদের দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
|
এক ছাত্রীকে গণধর্ষণ ও খুনের ঘটনার সূত্রে শিরোনামে আসা কামদুনিকে এ বার বিধাননগর কমিশনারেটের আওতায় আনতে চলেছে রাজ্য সরকার। অর্থাৎ বিধাননগরের সিপি-র হাতে আসছে কামদুনির সামগ্রিক দায়িত্ব। কী ভাবে তা করা যাবে, তার রূপরেখা তৈরি করতে আজ, মঙ্গলবার নবান্নে উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার, জেলাশাসক ও বিধাননগর কমিশনারেটের কর্তাদের সঙ্গে বৈঠক করবেন স্বরাষ্ট্র দফতরের কর্তারা। কেন এই পদক্ষেপ? রাজ্য প্রশাসনের এক কর্তা বলেন, গত জুনে কামদুনিতে এক কলেজছাত্রীকে গণধর্ষণ করে খুনের ঘটনার পরে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বারাসত থানা ভেঙে নতুন তিনটি থানা তৈরি করা হয়েছিল। সেগুলি হল দত্তপুকুর, মধ্যমগ্রাম ও শাসন। কামদুনি পড়েছে শাসনের আওতায়। কিন্তু পরে দেখা যায়, কামদুনি থেকে শাসন থানার দূরত্ব অনেকটাই। তুলনায় রাজারহাট থানা কাছে। তাই কামদুনিকে শাসন থেকে বার করে রাজারহাটে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেই সূত্রেই কামদুনি আসছে কমিশনারেটের অধীনে। |