টুকরো খবর |
তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে ক্ষীরপাইয়ে জখম আট
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হল ক্ষীরপাই ব্লকের বামারিয়া এলাকা। রবিবার রাতের এই ঘটনায় আট জন জখম হয়ে ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে পাঁচ জনের আঘাত গুরুতর। দু’পক্ষই চন্দ্রকোনা থানায় অভিযোগ দায়ের করেছে। এলাকায় পুলিশি টহল চলছে। তৃণমূলের ব্লক সভাপতি চিত্ত পাল বলেন, “একটি জমিকে কেন্দ্র করে দলের সমর্থকের মধ্যে প্রথমে বচসা বাধে। পরে মারামারিও হয়। আমি পুলিশে জানিয়েছি। এই নিয়ে দলে আলোচনা করা হবে।” ক্ষীরপাইয়ে তৃণমূলের গোষ্ঠীকোন্দল নতুন কিছু নয়। মাঝেমধ্যেই একাধিক গোষ্ঠীর মধ্যে মারপিট হয়। সমস্যা মেটাতে দলের জেলা সভাপতি দীনেন রায় থেকে জেলার অধিকাংশ বিধায়ক একাধিক বার বৈঠক করেছেন। গত সপ্তাহেই ঘাটালের বিধায়ক তথা পরিষদীয় সচিব শঙ্কর দোলইও বৈঠক করে জোটবদ্ধ হওয়ার আর্জি জানিয়েছিলেন। সম্প্রতি জেলা সভাপতি দীনেন রায় দু’পক্ষের নেতাকেই দল থেকে বহিষ্কার করার হুমকি দেন। কিছু দিন চুপচাপ থাকার পর ফের গণ্ডগোল বাধে রবিবার। তৃণমূল সূত্রের খবর, বামারিয়ার একটি জমি নিয়ে দীর্ঘ দিন ধরে দলেরই দু’টি গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল চলছিল। রবিবার একটি পক্ষ জমি দখলের চেষ্টা করলে অন্য পক্ষ বাধা দেয়। চন্দ্রকোনা-১ ব্লকের (ক্ষীরপাই) দুই তৃণমূল নেতা সুজয় পাত্র এবং গৌতম ভট্টাচাযের্র অনুগামীরা জমায়েত করে এলাকায়। লাঠি-লোহার রড নিয়ে রাত পর্যন্ত চলে মারামারি। আট জন জখম হন।
|
কেশিয়াড়িতেও গোষ্ঠী সংঘর্ষ
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
তৃণমূলের দু’পক্ষের হাতাহাতিতে জখম হলেন উপ প্রধান-সহ ৮ জন। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে কেশিয়াড়ি গ্রাম পঞ্চায়েত অফিসে। প্রতিবাদে তৃণমূলের কর্মী-সমর্থকদের একাংশ কেশিয়াড়ি মোড় অবরোধ করেন। তৃণমূলের ব্লক সভাপতি জগদীশ দাস ও জেলা নেতা বিষ্ণুপদ দে-র বিবাদ নতুন নয়। এ দিন জগদীশ অনুগামী পিরোট গ্রামের পঞ্চায়েত সদস্য সুনীল হাঁসদা, বুথ সভাপতি অজিত করণ-সহ বেশ কিছু তৃণমূল কর্মী বিষ্ণুপদ ঘনিষ্ঠ উপ প্রধান শেফালি পাহাড়ির কাছে যান। পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে কথাবার্তা হতেই প্রথমে বচসা, পরে হাতাহাতি বাধে। জখম হন শেফালি-সহ দু’পক্ষের ৮ জন। রাতেই এলাকায় যান বিডিও অসীমকুমার নিয়োগী। ব্লক সভাপতি জগদীশ দাসের অভিযোগ, “পঞ্চায়েত সদস্য-কর্মীরা পঞ্চায়েতের একশো দিনের কাজ নিয়ে আলোচনা করতে গিয়েছিলেন। কিন্তু কিছু তৃণমূল কর্মী তাঁদের ওপর চড়াও হয়।” অভিযোগ অস্বীকার করে বিষ্ণুপদ দে-র কটাক্ষ, “লাঠি, তির-ধনুক নিয়ে কেউ আলোচনা করতে আসেন বলে কখনও শুনিনি!”
|
শিক্ষক সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
স্যাগেশাস টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েসনের দু’দিন ব্যাপী পূর্ব মেদিনীপুর জেলা ৮ম বার্ষিক সম্মেলন হল রামনগর থানার নিমতলা হাইস্কুলে। শনিবার প্রায় দেড় শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে সম্মেলনের উদ্বোধন করেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক তথা বর্তমান তমলুক রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী সত্যাত্মানন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অভ্যর্থনা কমিটির সভাপতি দীপক দাস। রাজ্য সরকারের নতুন শিক্ষানীতি, পাঠক্রম, পঠন-পাঠন ও পরীক্ষা পদ্ধতি নিয়ে বক্তব্য রাখেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সদস্য তথা শিক্ষক নেতা চপল ভট্টাচার্য, কেন্দ্রীয় কমিটির সভাপতি দেবব্রত মুখোপাধ্যায়, রাজ্য সরকারের শিক্ষা কমিশনের সদস্য অশোকেন্দু সেনগুপ্ত ও কল্যান রুদ্র।
|
আগুনে পুড়ে মৃত্যু বধূর
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
আগুনে পুড়ে মৃত্যু হল এক বধূর। মৃতের নাম দীপালি বারিক (৩৫)। নন্দীগ্রাম থানার ভেকুটিয়া এলাকার বাবুখাবাড় গ্রামের ঘটনা। স্বামী বিচ্ছিন্না দীপালিদেবী বাপের বাড়িতে একাই থাকতেন। রবিবার সন্ধ্যায় বাড়িতে রান্না করার সময় লম্ফ পড়ে গিয়ে তাঁর শাড়িতে আগুন ধরে যায়। দীপালিদেবীর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে তাঁকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করেন। তাঁকে প্রথমে রেয়াপাড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতেই তমলুক জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। সোমবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়।
|
তৃণমূলে যোগ
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
সিপিএম ছেড়ে এক পঞ্চায়েত সদস্যা তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন তৃণমূলের গোপীবল্লভপুর-২ ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি স্বপন পাত্র। সোমবার ওই ব্লকের কুলিয়ানা গ্রাম পঞ্চায়েতের বাঁধগড়ায় দলের ব্রিগেড সমাবেশকে সামনে রেখে এক সভার আয়োজন করে তৃণমূল। ছিলেন নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু। স্বপনবাবু জানান, এ দিন আশুই পঞ্চায়েতের সদস্যা সুমিতা দে এবং যুব নেতা দুলাল মহাপাত্র সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন।
|
রেললাইনের ধারে দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
রেল লাইনের ধার থেকে এক অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। সোমবার বিকেলে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়গপুর শাখায় পাঁশকুড়া স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, বছর চল্লিশের ওই মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, লোকাল ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
|
লরির ধাক্কায় মৃত্যু বৃদ্ধের
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। মৃতের নাম ভীম মালিক (৮৫)। বাড়ি ঘাটাল শহরের কৃষ্ণনগরে। সোমবার সকালে ঘাটালের কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের কাছে পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন ভীমবাবু। সেই সময় পাঁশকুড়াগামী একটি লরি তাঁকে পিষে দেয়। পুলিশ লরিটিকে আটক করেছে।
|
নকআউট ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
দাসপুরের রাজনগরে জীবনমৃত্যু ক্লাবের উদ্যোগে দু’দিন ধরে আটদলীয় নকআউট ক্রিকেট প্রতিযোগিতা হল। রবিবার ফাইনাল খেলায় দাসপুর একাদশকে হারিয়ে বকুতলার একটি সংস্থা জয়ী হয়। এই উপলক্ষে অনুষ্ঠানও হয়।
|
আঁকার ক্লাস |
|
ছবি: পার্থপ্রতিম দাস। |
সপ্তাহে সাত দিনের মধ্যে ছয় দিন এখানে ভিড় জমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিচারপ্রার্থী, আইনজীবী, বিচারপতিরা। আর রবিবারের সকালে সেখানে ভিড় জমে রঙ তুলি হাতে কচিকাঁচাদের। এক-দু’সপ্তাহ নয়, গত প্রায় ৩০ বছর ধরে রবিবার পূর্ব মেদিনীপুর জেলা আদালত, মহকুমা ম্যাজিস্ট্রেট ও জেলা ভুমি অধিগ্রহণ দফতরের অফিস ভবনের বারান্দায় শতরঞ্জি পেতে চলে ছবি আঁকার ক্লাস। দু’টি আঁকার স্কুলে তিনশোরও বেশি ছাত্রছাত্রী। একটি স্কুলের প্রিন্সিপ্যাল মৃগেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “১৯৮০ সালে তমলুক রাজবাড়িতে প্রথমে এই আর্ট স্কুল চালু হয়েছিল। কয়েক বছর চলার পর এই জেলা আদালত প্রাঙ্গণে চলে আসে। আদালত কর্তৃপক্ষ ও প্রশাসনের সহযোগিতার ফলেই এত দিন ধরে এই জায়গায় আঁকার স্কুল চালানো সম্ভব হচ্ছে।” |
|