|
|
|
|
খড়্গপুরে কারখানায় বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
প্রতিশ্রতির ১৬ মাস পার হলেও দাবি সনদ পূরণ না হওয়ায় বিক্ষোভ দেখালেন ‘গিয়ার বক্স’ কারখানার অস্থায়ী শ্রমিকরা। সোমবার বিকেলে নিমপুরা শিল্প তালুকের ওই কারাখানার গেটের বাইরে এআইটিইউসি (আইটাকের) ও সিটুর নেতৃত্বে বিক্ষোভ সভা আয়োজিত হয়। উল্লেখ্য, ওই কারখানার অস্থায়ী শ্রমিকদের অধিকাংশই আইটাক ও সিটুর সদস্য।
কারখানা সূত্রে জানা গিয়েছে, বছর পনেরো ধরে চলা গিয়ার তৈরির কারখানাটি বছর তিনেক আগে নাম বদল হয়েছে। এত দিন কারখানার অস্থায়ী প্রায় ৫৫ জন শ্রমিকের সঙ্গে কারখানা কর্তৃপক্ষই সরাসরি চুক্তি করত বলে শ্রমিকদের দাবি। যদিও এক ঠিকাদারের মাধ্যমেই শ্রমিকদের বেতন দিত কারখানা কর্তৃপক্ষ। সেই অনুযায়ী ২০০৪ ও ২০০৮ সালে চার বছরের মেয়াদে দাবি সনদ বা (চার্টার অফ ডিম্যান্ড) চুক্তি হয়। ২০০৮-০৯ সালে প্রায় ৮ জন শ্রমিককে স্থায়ীকরণও করা হয়। ওই দাবি সনদের মেয়াদ শেষ হয় ২০১২ সালের ৩০ সেপ্টেম্বর। তারপর ওই বছরের ২ অক্টোবর শ্রমিকদের পক্ষ থেকে শ্রমিকদের মূল বেতন, মেডিক্যাল, মহার্ঘ্য ভাতা বৃদ্ধি, অভিজ্ঞতার নিরিখে স্থায়ীকরণ-সহ ১০ দফা দাবি জানানো হয়। ইতিমধ্যে পেরিয়ে গিয়েছে প্রায় ১৬ মাস। কিন্তু, কথা রাখেনি কারখানা কর্তৃপক্ষ। দাবি সনদ পূরণ না করার অভিযোগ জানানো হয় জেলার শ্রম দফতররের উপ-শ্রম আধিকারিকের কাছেও। ১৫ জানুয়ারি শ্রম দফতরের খড়্গপুরের কার্যালয়ে ত্রিপাক্ষিক বৈঠক হয়। সেখানে ওই সংস্থার প্রতিনিধিকে ৭ দিন সময় দিয়ে বিস্তারিত জানাতে বলেন সহ-শ্রম আধিকারিক সন্দীপ কর্মকার। সোমবার আইটাক জেলা নেতা বিপ্লব ভট্ট অভিযোগ করেন, “কারখানা কর্তৃপক্ষ এখন পাততাড়ি গুটিয়ে নিতে চাইছে। তাই কৌশলে শ্রমিকদের ঠিকাদারের আওতায় রাখতে চাইছে। ১৬ মাস পেরিয়ে গেলেও চার্টার অফ ডিম্যান্ড পূরণ করা হয়নি।” শ্রম আধিকারিকদের নির্দেশও কর্তৃপক্ষ মানছেন না বলে অভিযোগ।
শ্রমিক মনোরঞ্জন মাহাতো, গৌর চক্রবর্তী, সন্টু নাগ বলেন, “দীর্ঘ দিন কাজ করছি। কিন্তু সংস্থা বিমাতৃ সুলভ আচরণ করছে।” উপ-শ্রম আধিকারিক শ্যামল দত্ত জানান, “শ্রমিকদের দাবি নায্য। ওই সংস্থার তরফে সদর্থক ভূমিকা দেখছি না। সময়সীমা পেরিয়ে গেলে পদক্ষেপ করব।” কেন শ্রমিকদের দাবি মানছেন না? মন্তব্য করতে চাননি কারখানার ম্যানেজার (এইচআর) এস শ্যাম। এ দিন কর্মসূচিতে ছিলেন আইটাকের অস্থায়ী শ্রমিক সংগঠনের সভাপতি বিপ্লব ভট্ট, নেতা বাসুদেব বন্দ্যোপাধ্যায়, সিটুর সভাপতি কালী নায়েক, সহ-সভাপতি অনিতবরণ মণ্ডল। |
|
|
|
|
|