টুকরো খবর
দেহ উদ্ধার কৃষি আধিকারিকের
বাড়ির অদূরে জঙ্গলের গাছে দড়ির ফাঁসে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল ব্লক সহ-কৃষি আধিকারিকের দেহ। মৃতের নাম ভীমচরণ হেমব্রম (৪৮)। সোমবার নয়াগ্রামের খড়িকামাথানি গ্রাম পঞ্চায়েতের পাঁচকোনিয়ার ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। কেশিয়াড়ি ব্লকে কর্মরত ছিলেন ওই কৃষি আধিকারিক। বছর দশেক ধরেই সহ-কৃষি আধিকারিক হিসেবে তফশিলি উপজাতি ভুক্ত ভীমচরণবাবু কেশিয়াড়ি ব্লকে কর্মরত ছিলেন। প্রতিদিনই তিনি নিয়ম করে স্ত্রীর সঙ্গে প্রাতঃভ্রমণে বের হতেন। এ দিন তাড়াতাড়ি বেরোতে হবে বলে স্ত্রীকে রান্না করতে বলে ভীমচরণবাবু একাই বাড়ি থেকে বের হন। কিন্তু, অন্য দিনের মতো নির্ধারিত সময়ে বাড়ি ফেরেননি। খোঁজ শুরু হতেই স্থানীয়রা এক গাছে তাঁর দেহটি ঝুলতে দেখেন। ব্লক প্রশাসন সূত্রে খবর, কিছু দিন আগেই কেশিয়াড়িতে অনুষ্ঠিত হওয়া ব্লক কৃষি মেলা নিয়ে উদ্বেগে ছিলেন বরাবরের শান্ত মেজাজের ভীমচরণবাবু। যদিও কৃষি মেলা হয় সুষ্ঠুভাবেই। পুলিশের অনুমান কোনও কারণে অবসাদের ফলে তিনি আত্মঘাতী হয়েছেন। বিডিও অসীমকুমার নিয়োগী বলেন, “কৃষি মেলা নিয়ে ভীমচরণবাবু চিন্তিত থাকায় আরও একজনকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তাঁর মৃত্যুর কারণ আমার কাছে পরিষ্কার নয়।” নয়াগ্রাম থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম মহকুমা হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত হয়েছে।

প্রতিবন্ধকতা নির্ণয় শিবির
শহরে প্রতিবন্ধকতা নির্ণয় শিবির হল সোমবার। মেদিনীপুর টাউন হ্যান্ডিক্যাপ্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিকাশ বিদ্যালয় চত্বরে এই শিবির হয়। এ দিন প্রতিবন্ধীদের আবাসনেরও দ্বারোদ্ঘাটন হয়। পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের টাকায় ওই আবাসন তৈরি হয়েছে। এ দিন উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা, মেদিনীপুরের পুরপ্রধান প্রণব বসু। ‘বিশ্ব প্রতিবন্ধী দিবস’ও উদ্যাপন করা হয়। সোসাইটির উদ্যোগে সকালে শোভাযাত্রা বেরোয়। হ্যান্ডিক্যাপড্ ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক অলোককুমার ঘোষ বলেন, “প্রতিবন্ধী মানুষজন ও তাঁদের অভিভাবকেরা এই সোসাইটি পরিচালনা করেন। প্রতি বছরই এমন শিবিরের আয়োজন করা হয়।”

ধর্ষণে গ্রেফতার
বিবাহ বিচ্ছিন্না এক যুবতীকে ধর্ষণের অভিযোগে ধৃত যুবককে ১৪ দিনের জেল হাজতে পাঠাল আদালত। রবিবার রাতে খড়্গপুর গ্রামীণ থানার গোপালীর সামেশ্বরপুরের বছর সাতাশের ওই যুবতী নিজেই ধর্ষণের অভিযোগ দায়ের করেন। গোপালী বাজার থেকে বছর পঁচিশের মানু সেনকে ধরে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই যুবতী মায়ের কাছে থাকেন। পরিচারিকার কাজে তাঁকে সালুয়া যেতে হয়। অভিযোগ, কিছু দিন ধরেই স্থানীয় সব্জি ব্যবসায়ী মানু তাঁকে উত্ত্যক্ত করত। শনিবার রাতে সাইকেলে বাড়ি ফেরার সময় পথ আটকায় মানু। তার পর হিজলি বন-বিভাগের পশ্চিমপাত্রী জঙ্গলের দিকে টেনে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করা হয়।

প্রীতি ক্রিকেট
ছাত্র-শিক্ষক প্রীতি ক্রিকেট ম্যাচ হল খড়্গপুর শহরের ইন্দা কৃষ্ণলাল শিক্ষা নিকেতনে। দুপুরে স্কুল মাঠে ম্যাচ হয়। একাদশ শ্রেণির ছাত্রদের হারান শিক্ষকরা। প্রধান শিক্ষক পার্থ ঘোষ জানান, বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে এই প্রীতি ম্যাচ। সদর ব্লকের মণিদহ উচ্চ বিদ্যালয় ও ধেড়ুয়া অঞ্চল শতবালা উচ্চবিদ্যালয়ের মধ্যেও প্রীতি ক্রিকেট ম্যাচ হয়। দু’দলেই ছাত্র ও শিক্ষকেরা ছিলেন। শতবালা উচ্চ বিদ্যালয় ৮ উইকেটে জয়ী হয়েছে।

মাদপুরে মিছিল
ব্রিগেড সমাবেশের প্রস্তুতি হিসেবে সোমবার খড়্গপুর-২ ব্লকের মাদপুরে সভা করে যুব তৃণমূল। মিছিলও হয়। ছিলেন জেলা পরিষদের তৃণমূল দলনেতা অজিত মাইতি, যুব তৃণমূলের ব্লক সভাপতি বিশ্বজিৎ মুখোপাধ্যায়। সভায় সিদ্ধান্ত হয়, ব্রিগেড সমাবেশের আগে ব্লকের ২০টি জায়গায় পথসভা করবে যুব তৃণমূল। ব্লক থেকে বহু কর্মী ব্রিগেডে যাবেন বলেও যুব তৃণমূল নেতৃত্ব জানান।

যুব সংসদ
জেলা যুব সংসদ এবং প্রশ্নোত্তর প্রতিযোগিতা শুরু হয়েছে মেদিনীপুরে। চলবে কাল, বুধবার পর্যন্ত। রবিবার প্রতিযোগিতার উদ্বোধনে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা, জেলাশাসক গুলাম আলি আনসারি, জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সঙ্ঘমিত্র মাকুড়। জেলার ২৯টি ব্লক এবং ৮টি পুরসভা এলাকায় প্রথম স্থান পাওয়া স্কুলগুলি জেলা স্তরে এসেছে। এখানে সফলরা রাজ্যস্তরে যাবে।

প্রশিক্ষণ শিবির
শুরু হল রাজ্য সমবায় সমিতির প্রশিক্ষণ শিবির। সোমবার ডেবরার বরাগড় সমবায় সমিতির ব্যবস্থাপনায় সমবায় কর্মী ও স্ব-সহায়ক দলগুলিকে নিয়ে শিবিরের সূচনা হয়। শিবির চলবে ৭ দিন ধরে।

একটি লাইনেই ট্রেন চলাচল

ছবি: রামপ্রসাদ সাউ।
দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের গোকুলপুর থেকে খড়্গপুর পর্যন্ত প্রায় সাত কিলোমিটার রেলপথে ডবল লাইনের কাজ শুরু হয় ২০১২ সালের জানুয়রিতে। গোকুলপুর থেকে গিরিময়দান পর্যন্ত ডবল লাইনের কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। রেল সূত্রে খবর, গিরিময়দান থেকে খড়্গপুর পর্যন্ত বাকি তিন কিলোমিটার রেলপথে ডবল লাইনের কাজ শেষ হলেও খড়্গপুর স্টেশনে সিগন্যাল ব্যবস্থার কাজ বাকি। তাই এখনও ওই পথে একটি লাইনেই ট্রেন চলাচল করছে।

কোথায় কী

সুবর্ণজয়ন্তী: শালবনি ব্লকের পিড়াকাটা হাইস্কুলের সুবর্ণজয়ন্তী বর্ষ উদযাপন। সকালে পদযাত্রা।
তারপর মূল অনুষ্ঠান, বিভিন্ন কর্মসূচি। চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

চক্ষু পরীক্ষা: খড়্গপুরের খরিদা ওয়ার্ড মেমোরিয়াল চার্চ স্কুলে চক্ষু পরীক্ষা শিবির।
স্কুলের ব্যবস্থাপনায় এই শিবির শুরু হবে শিবির সকাল ১০টায়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.