|
|
|
|
|
২৩৭ জনকে পঞ্চম শ্রেণিতে
ভর্তির নির্দেশ পরিদর্শকের
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
শিক্ষাবর্ষ শুরু হয়েছে। অথচ চতুর্থ শ্রেণি উত্তীর্ণ হয়েও পঞ্চম শ্রেণিতে ভর্তির সুযোগ মেলেনি। পরিস্থিতি খতিয়ে দেখে চতুর্থ শ্রেণি উত্তীর্ণ ২৩৭ জন ছাত্রছাত্রীকে পঞ্চম শ্রেণিতে ভর্তির নির্দেশ দিয়েছেন পশ্চিম মেদিনীপুরের বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সঙ্ঘমিত্র মাকুড়।
জেলা শিক্ষা দফতর সূত্রে খবর, ওই ছাত্রছাত্রীরা কোন কোন স্কুলে ভর্তি হবে, সেই নির্দেশও দিয়েছেন তিনি। সোমবার জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সঙ্ঘমিত্রবাবু বলেন, “অনেকেই ভর্তি হতে না পেরে আবেদন জানিয়েছিল। সেই সব আবেদন খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে।” চতুর্থ শ্রেণি উত্তীর্ণ যে সব ছাত্রছাত্রী পঞ্চম শ্রেণিতে ভর্তির সুযোগ না পেয়ে আবেদন করেছিল, তারা সকলেই মেদিনীপুর শহর এবং শহরতলির বাসিন্দা বলে জেলা শিক্ষা দফতর সূত্রে খবর।
এখন জানুয়ারি মাসের গোড়ায় নতুন শিক্ষাবর্ষ শুরু হয়। রাজ্য সরকারের নির্দেশ রয়েছে, লটারির মাধ্যমেই ছাত্রছাত্রীদের পঞ্চম শ্রেণিতে ভর্তি করতে হবে। আবার যে সব স্কুলে প্রাথমিক ও মাধ্যমিক বিভাগ একই ক্যাম্পাসে রয়েছে, সেখানে চতুর্থ শ্রেণি উত্তীর্ণদের সরাসরি পঞ্চম শ্রেণিতে ভর্তি নিতে হবে। এরপর যে সংখ্যক আসন খালি থাকবে, তার জন্য লটারি হবে। পঞ্চম শ্রেণিতে ভর্তি নিয়ে সমস্যা মূলত মেদিনীপুর শহরেই দেখা দেয়। গত বছরও এই সমস্যা দেখা দিয়েছিল। এর কারণ শহরে বহু বেসরকারি প্রাথমিক স্কুল রয়েছে। ফলে, শহরের স্কুলগুলোতে পঞ্চম শ্রেণির আসন সংখ্যা যত রয়েছে, চতুর্থ শ্রেণি উত্তীর্ণের সংখ্যা হয় তার থেকে বেশি।
জানা গিয়েছে, এ বার পঞ্চম শ্রেণিতে ভর্তির জন্য প্রায় তিনশো ছাত্রছাত্রী জেলা বিদ্যালয় পরিদর্শকের (মাধ্যমিক) দফতরে লিখিত আবেদন জানিয়েছিল। তার আগে দফতর থেকে জানানো হয়েছিল, চতুর্থ শ্রেণি উত্তীর্ণ যে সকল ছাত্রছাত্রী পঞ্চম শ্রেণিতে ভর্তি হতে পারছে না, তারা লিখিত আবেদন করতে পারে। ২৬ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। সেই মতো প্রায় ৩০০ জন আবেদন করে। খতিয়ে দেখে ২৩৭ জনকে পঞ্চম শ্রেণিতে ভর্তির নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা বিদ্যালয় পরিদর্শকের দফতরের এক আধিকারিক বলেন, “যে সব ছাত্রছাত্রী সরাসরি কিংবা লটারির মাধ্যমে কোনও স্কুলে ভর্তি হতে পারেনি, শুধুমাত্র তাদেরই কোনও না কোনও স্কুলে ভর্তির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। যারা কোনও না কোনও স্কুলে ভর্তির সুযোগ পেয়েছে, অথচ স্কুলটি তার পছন্দ নয় বলে আবেদন করেছিল, তাদের আবেদন বাতিল করা হয়েছে। কারণ, দফতর থেকে জানানো হয়েছিল, যারা কোনও স্কুলেই পঞ্চম শ্রেণীতে ভর্তির সুযোগ পাবে না, শুধুমাত্র তাদের আবেদন খতিয়ে দেখেই পদক্ষেপ করা হবে।” |
|
|
|
|
|