|
|
|
|
অঙ্কিতার পর ঐশ্বর্য, টিটিতে ফের সোনা দিল শিলিগুড়িই
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ির অঙ্কিতা দাস জাতীয় টেবল টেনিসে সদ্য সোনা জিতেছেন। এ বার জুনিয়র জাতীয় টেবল টেনিসে ব্যক্তিগত বিভাগে সোনা জিতলেন শিলিগুড়ির আরেক মেয়ে ঐশ্বর্য দেব। সোমবার গুয়াহাটিতে ফাইনালে তিনি উত্তরবঙ্গেরই প্রতিদ্বন্দ্বী সাগরিকা মুখোপাধ্যায়কে ৪-০ গেমে হারিয়ে দিয়েছেন। জাতীয় টেবল টেনিসের আসর থেকে ঐশ্বর্যর এটাই প্রথম সোনা জয়। সেমি ফাইনালে তামিলনাড়ুর প্রতিযোগী অমৃতা পুষ্পককে তিনি ৪-০ গেমে হারিয়ে দিয়েছেন। অমৃতা এবং সাগরিকা তার সামনে এ দিন দাঁড়াতেই পারেননি। তবে কোয়ার্টার ফাইনালে রাজ্য টেবল টেনিস সংস্থার সুমনা সাহাকে হারাতে ঐশ্বর্যকে বেগ পেতে হয়েছে। কোয়ার্টার ফাইনালে সুমনাকে তিনি হারান ৪-৩ গেমে। গত কয়েক বছর কোয়ার্টার ফাইনালেই তিনি আটকে যাচ্ছিলেন।
জুনিয়র ব্যক্তিগত বিভাগেই শুধু নয়, ঐশ্বর্য-সাগরিকা জুটি ডাবলসেও ওই বিভাগে এ দিন সোনা জিতে নেন। ডাবলসের ফাইনালে ঐশ্বর্যরা হারান রাজ্য টেবল টেনিস সংস্থার প্রিয়দর্শিনী দাস-সুমনা সাহা জুটিকে। এ দিন ৩-১ গেমে তাঁদের হারিয়ে ডাবলসে উত্তরবঙ্গের ঝুলিতে আরেকটি সোনা আনেন তাঁরা। ঐশ্বর্য বলেন, “জাতীয় প্রতিযোগিতা থেকে সোনা জিততে পেরে ভাল লাগছে। এর আগে ক্যাডেটে ফাইনালে উঠলেও রানার্স হয়েছিলাম। জুনিয়র বিভাগে কোয়ার্টার ফাইনালেই বারবার আটকে যাচ্ছিলাম। এ বারই শেষ জুনিয়র বিভাগে খেলছি। আগের চেয়ে তাই বেশি গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিয়েছিলাম। সেটাই কাজে দিয়েছে।” |
জয়ের পরে।—নিজস্ব চিত্র। |
শিলিগুড়ির সুভাষপল্লির বাসিন্দা ঐশ্বর্য কলেজের মাটিগাড়ার আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কলেজের প্রথমবর্ষের ছাত্রী। বরাবরই তিনি ওয়াইএমএ ক্লাবে খেলেন। মান্তু ঘোষের কাছেই তাঁর টেবল টেনিসের হাতেখড়ি। নর্থ বেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি তথা টেবল টেনিস ফেডারেশন অব ইন্ডিয়ার অন্যতম কর্মকর্তা মান্তু বলেন, “কিছু ক্ষেত্রে ঐশ্বর্যর সমস্যা হচ্ছিল। সে সব কাটাতে অনুশীলনে জোর দিতে বলেছিলাম। তাতে ও নিজেকে অনেকটাই শুধরে নিতে পেরেছে। আশাকরি ভবিষ্যতে আরও ভাল খেলবে।” অঙ্কিতার পর ঐশ্বর্যর সোনা জয় জুনিয়র, সাবজুনিয়র, ক্যাডেটের মতো বিভাগের খেলোয়াড়দের উৎসাহী করবে বলে মনে করেন মান্তু। ঐশ্বর্যর সোনা জয়ে উত্তরবঙ্গের টেবল টেনিস মহলও উচ্ছ্বসিত। গুয়াহাটি থেকে আজ, মঙ্গলবারই শহরে ফিরছেন ঐশ্বর্য। নিউ জলপাইগুড়ি স্টেশনে তাঁকে সমবর্ধনা জানাতে তোড়জোড় শুরু করেছেন উৎসাহীরা।
জাতীয় জুনিয়র এবং যুব টেবল টেনিস প্রতিযোগিতা থেকে ২ টি সোনা ছাড়াও ৩ টি রুপো এবং ১টি ব্রোঞ্জ এসেছে উত্তরবঙ্গের ঝুলিতে। যুব বিভাগে ঐশ্বর্য-সাগরিকা জুটি ফাইনালে ৪-২ গেমে হেরে গিয়েছে রাজ্য টেবল টেনিস সংস্থার কৃত্তিকা সিংহ রায়-ঐকা মুখোপাধ্যায় জুটির কাছে। ফাইনালে হেরে রানার্স হওয়ায় একটি রুপো এসেছে। ব্যক্তিগত বিভাগে সাগরিকা ফাইনালে ঐশ্বর্যের কাছে হেরে যাওয়ায় সে ক্ষেত্রেও একটি রুপো এসেছে। দলগত বিভাগে একটি রুপো এনেছেন ঐশ্বর্য, সাগরিকারা। ছেলেদের যুব বিভাগে ডাবলসে উত্তরবঙ্গের অভীক দাস-রাজীব সরকার জুটি রাজ্য টেবল টেনিস সংস্থার অনির্বাণ ঘোষ-অর্জুন ঘোষ জুটির কাছে হেরে গিয়েছে। যুব বিভাগে ব্যক্তিগত প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালেই হেরে যান ঐশ্বর্য, সাগরিকা, অনুষ্কা দত্ত, সায়নি বসুরা। যুব বিভাগে ব্যক্তিগত স্তরে অভীকরাও সাফল্য আনতে পারেননি। |
|
|
|
|
|