টুকরো খবর
রসুলদের কোচিং করাবেন সচিন
আও হুজুর তুমকো...

আশা ভোঁসলের সঙ্গে মুম্বই পুলিশের অনুষ্ঠানে সচিন। ছবি: পিটিআই।
অবসরের পর আড়াই মাসও ক্রিকেট ছেড়ে থাকতে পারলেন না। সচিন তেন্ডুলকর মাঠে ফিরছেন। তবে এ বার মেন্টর হিসেবে। পরভেজ রসুল, উন্মুক্ত চন্দের মতো দেশের ১১ জন উঠতি তারকাকে তৈরি করার দায়িত্ব নিয়েছেন মাস্টার-ব্লাস্টার। এক বহুজাতিক ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থার উদ্যোগে। বছর দু’য়েক আগের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন উন্মুক্ত আর জম্মু ও কাশ্মীরের প্রথম ক্রিকেটার হিসেবে ‘টিম ইন্ডিয়া’র প্রতিনিধিত্ব করা রসুল ছাড়াও সচিনের ‘ছাত্রের’ তালিকায় আছেন বিজয় জোল, মনন ভোহরা, মনপ্রীত জুনেজা, রাশ কালারিয়া, চিরাগ খুরানা, আকাশদীপ নাথ, বিকাশ মিশ্র, সরফরাজ খান ও বাবা অপরাজিত। শুধু রসুলরাই নয়, মেন্টর নিজেও এই উদ্যোগে খুব খুশি। “ক্রিকেটের ভবিষ্যৎ আরও উজ্জ্বল করে তুলতে অ্যাডিডাসের খুব ভাল উদ্যোগ। এতে যারা খেলাধুলোয় আসতে চায় তারা আরও উদ্বুদ্ধ হবে। এই প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের মেন্টরের দায়িত্ব নিয়ে আমি ক্রিকেটের কাছাকাছি থাকতে পারব, যেটা আমার প্রথম ভালবাসা। একই সঙ্গে খেলাটা থেকে যা পেয়েছি তার কিছুটা ফিরিয়ে দিতে পারব,” বলে দেন সচিন।

বিদায় মহমেডানের
দশ বছর পর ফেড কাপের সেমিফাইনালে ওঠার সুযোগ ছিল মহমেডানের। কিন্তু নবি-পেন-জোসিমাররা ব্যর্থ হলেন। গ্রুপের সব ম্যাচ অপরাজিত থেকেও বিদায় নিতে হল তাদের। শেষ চারে যেতে মহমেডানকে জিততেই হত আর্থার পাপাসের ডেম্পোর বিরুদ্ধে। কারণ দু’টো করে ম্যাচ জিতে দুই ক্লাবেরই পয়েন্ট ছিল একই ছয়। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হল। মহমেডানের (+৩) চেয়ে ভাল গোল পার্থক্যে শেষ চারে চলে গেল ডেম্পো (+৪)। স্বপ্ন সফল হল না সঞ্জয় সেনের। ম্যাচের পর সাদা-কালো কোচ বলে গেলেন, “হয়তো আমরা সেমিফাইনালে যেতে পারলাম না। কিন্তু কলকাতায় ফিরছি ভাল ফল নিয়েই। তিনটি ম্যাচের একটিতেও কিন্তু আমরা হারিনি।” এ দিন মঞ্জেরিতে নবি-নির্মলদের ম্যাচ দেখতে স্টেডিয়াম ভর্তি হয়ে গিয়েছিল। প্রথমার্ধে কিছুটা সাবধানী ফুটবল খেললেও পরের অর্ধে ম্যাচ মুঠোয় পুরে নিয়েছিল মহমেডানই। দু’দলের সামনেই এসেছিল গোলের সুযোগ। একেবারে শেষ মুহূর্তে নবির একটি ক্রস জোসিমার হেড করলে তা ঝাঁপিয়ে বাঁচান ডেম্পো কিপার। দিনের অন্য ম্যাচে ভবানীপুর ১-০ হারায় সিকিম ইউনাইটেডকে। হেরে গেল কলকাতার আর একটি দল র্যান্টি মার্টিন্সের ইউনাইটেড। ঈগল এফ সি ২-০ হারায় তাদের। কোচির আর একটি ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর চার্চিল ব্রাদার্স ৩-২ হারায় পুণেকে।

সারা মরসুম নির্বাসনে ক্রিকেটার
সিএবি-র প্রথম ডিভিশন লিগে খেলা চলাকালীন ব্যাট হাতে বোলারের দিকে তেড়ে গিয়েছিলেন। সেই অপরাধে পুরো মরসুমের জন্য সাসপেন্ড হলেন সাবার্বান ক্লাবের সানি শোকেন। যাঁর দিকে তেড়ে গিয়েছিলেন সানি, সেই বাবলু গোস্বামীকে এক ম্যাচের জন্য সাসপেন্ড করল সিএবি। গত ২ জানুয়ারি প্রথম ডিভিশন লিগ ম্যাচে দু’জনের মধ্যে বচসা হয়। ব্যাট করছিলেন সানি ও বোলার বাবলু। বাবলু তাঁর উদ্দেশে কটূক্তি করায় সানি এতটাই উত্তেজিত হয়ে ওঠেন যে, ব্যাট দিয়ে তাঁকে মারতে যান। গন্ডগোলের জেরে কিছুক্ষণ খেলা বন্ধ ছিল। ম্যাচটা ইয়ং বেঙ্গল জেতে ৭৭ রানে। বাবলু ৭৬ রান দিয়ে পাঁচ উইকেট পান। সোমবার সিএবি-র টুর্নামেন্ট কমিটির বৈঠকে ঠিক হয় সানিকে পুরো মরসুম ও বাবলুকে এক ম্যাচের নির্বাসন দেওয়া হবে। কিন্তু পুরো মরসুম নির্বাসনের মতো এত কঠোর শাস্তি কেন? টুর্নামেন্ট কমিটির এক সদস্য বলেন, “কারণ, এর আগেও সানির আচরণ সম্পর্কে একাধিক বার নেতিবাচক রিপোর্ট এসেছে সিএবি-তে। মাঠে ও মাঠের বাইরেও ওর আচরণ ভাল নয়। সে জন্যই ওকে এমন কঠোর শাস্তি দেওয়া হল।” দুই শাস্তিপ্রাপ্ত ক্রিকেটারের সামনেই অবশ্য এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করার রাস্তা খোলা আছে।

শিল্ডে নেই লাজং
আইএফএ শিল্ড থেকে এ বার নাম তুলে নিল লাজং এফসি। কলকাতার চার প্রধান ছাড়া লাজং-ই একমাত্র আই লিগ খেলা দল ছিল। লাজংয়ের পরিবর্তে ভাইচুংয়ের সিকিম ইউনাইটেডের সঙ্গে কথা বলেছেন আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়। কিন্তু ক্রীড়াসূচি ঘোষণা হয়ে যাওয়ার পর হঠাৎ কেন নাম তুলে নিল লাজং? আইএফএ সচিব বললেন, “জাতীয় ক্যাম্পের জন্য লাজংকে ফুটবলার ছেড়ে দিতে হচ্ছে। তার ওপর চোট-আঘাত রয়েছে। তাই ওরা আসতে পারছে না বলে জানিয়েছে। ওদের বদলে সিকিম ইউনাইটেডের সঙ্গে কথা বলেছি।”

জয়ী পলাশডিহা

বীজনগর গ্রামে ফুটবল প্রতিযোগিতার একটি মুহূর্ত।—নিজস্ব চিত্র।
স্থানীয় বীজনগর তালবাগান ফুটবল ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতা জিতল দুর্গাপুরের পলাশডিহা আদিবাসী ক্লাব। এ দিন ২-১ গোলে তারা হুগলির কোন্নগর অলিম্পিক ইনস্টিটিউটকে হারিয়ে দেয়। বুদ্ধদেব মাঝি প্রথম গোল করে কোন্নগরকে এগিয়ে দিলেও পরে দু’টি অর্ধে পরপর গোল করে পলাশডিহাকে জিতিয়ে দেন ফুরগল মান্ডি। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়েছেন পলাশডিহার ধনঞ্জয় হেমব্রম। ফাইনালের সেরা হয়েছেন ফুরগল মান্ডি। বিজয়ীদের হাতে পুরস্কারগুলি তুলে দেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বর্ধমানের সভাধিপতি দেবু টুডু প্রমুখ।

৭ উইকেটে জয়
আন্তঃজেলা অনুর্ধ্ব ১৯ ক্রিকেট প্রতিযোগিতায় জলপাইগুড়ি জেলা দল ৭ উইকেটে জিতল। সোমবার কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে তারা কোচবিহার দলকে হারায়। টসে প্রথমে ব্যাট করতে নেমে কোচবিহার জেলা দল ৪০ ওভারে ৮ উইকেটে ১১১ রান করে। ব্যাট করতে নেমে জলপাইগুড়ি ৩৬ ওভার ৪ বল খেলে ৩ উইকেটে জয়ের রান তুলে নেয়।

মরিয়া সাইনা
গত মরসুমে একটাও খেতাব নেই তাঁর নামের পাশে। বিশ্ব র‌্যাঙ্কিংয়েও দুই থেকে নেমে গিয়েছেন আট নম্বরে। তাই এ বার সৈয়দ মোদী আন্তর্জাতিককে পাখির চোখ করে প্রত্যাবর্তনের লড়াইয়ে নামতে চান সাইনা নেহওয়াল। তেইশ বছরের তারকা নিজেই এ দিন স্বীকার করে নিয়েছেন, একটা জয় পেতে মরিয়া তিনি। সাইনার কথায়, “গত মরসুমটা খুব খারাপ কেটেছে। তাই এই টুর্নামেন্টটা জিততে মরিয়া আমি। এখানে একটা জয় পরের টুর্নামেন্টগুলোয় আমার আত্মবিশ্বাসের জন্য টনিকের কাজ করবে।” এ বছরে এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসের মতো আন্তর্জাতিক মঞ্চ অপেক্ষা করে আছে। সাইনার ইঙ্গিত সে দিকেও। সৈয়দ মোদী টুর্নামেন্টে সাইনাই শীর্ষ বাছাই। যাঁর প্রথম ম্যাচ বুধবার, সুইডেনের মাটিলডা পিটারসেনের বিরুদ্ধে। অন্য দিকে, এই টুর্নামেন্টে গত বারের রানার্স এবং এ বারের দ্বিতীয় বাছাই পুসারলা বেঙ্কট সিন্ধু নিজের প্রথম ম্যাচ খেলবেন মালয়েশিয়ার লি লিয়ান ইয়াং-এর বিরুদ্ধে।

শ্রীলঙ্কার সম্মতি
নিরাপত্তার সুনিশ্চিত আশ্বাস পেয়ে মার্চের এশিয়া কাপের আগে বাংলাদেশ সফরে যেতে অবশেষে রাজি হল শ্রীলঙ্কা। আজ শ্রীলঙ্কা বোর্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, “বাংলাদেশ সফরের জন্য শ্রীলঙ্কা টিম রওনা দেবে ২৪ জানুয়ারি। এবং সে দেশে থেকে যাবে এশিয়া কাপ শেষ হওয়া পর্যন্ত।” এর আগে বাংলাদেশের সদ্য সমাপ্ত সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে হিংসার একাধিক ঘটনার জেরে টিমের নিরাপত্তা নিয়ে উদ্বেগে ছিল শ্রীলঙ্কা বোর্ড। তবে বাংলাদেশ সরকার সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তার আশ্বাস দেওয়ায় এবং বিরোধী দলগুলিও ক্রিকেটকে আঘাত করা হবে না বলে লিখিত আশ্বাস দেওয়ায় শ্রীলঙ্কার ক্রিকেট কর্তারা সন্তুষ্ট। সফরে দু’টি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ ও দু’টি টি-টোয়েন্টি খেলবে শ্রীলঙ্কা। ঢাকায় প্রথম টেস্ট শুরু সোমবার থেকে।

অবসরের দিকে লি চং
বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন তারকা লি চং উই অবসরের ইঙ্গিত দিলেন। কেরিয়ারের দশ নম্বর মালয়েশিয়া ওপেন জেতার পর আবেগাপ্লুত লি বলে দেন এটাই হয়তো তাঁর শেষ বার এখানে নামা। লন্ডন অলিম্পিকে চিনের লিন ড্যানের কাছে মহাকাব্যিক লড়াইয়ে হেরেছিলেন। এ দিন বলেন, “রিও অলিম্পিকে নামার ব্যাপারে নিশ্চিত নই। বহু বছর খেলছি। এ বার পরিবারকে সময় দিতে চাই।” তবে ঠিক কবে তিনি অবসর নিতে চান সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি মালয়েশিয়ার মহাতারকা।

মোরিনহোর অস্ত্রোপচার
রবিবারের স্ট্যামফোর্ড ব্রিজে তাঁর লম্ফ-ঝম্ফ দেখে এতটুকু আঁচ করা যায়নি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে তাঁর দল ৩-১ দুরমুশ করার পর তৃপ্তির হাসি মুখে চেলসির কোচ কোনও রকম ইঙ্গিত দেননি নিজের যন্ত্রণার। ম্যাচের পর পঞ্চাশ বছরের পর্তুগিজ বিখ্যাত স্যাভয় হোটেলে ফুটবল লিখিয়েদের অ্যাসোসিয়েশনের নৈশভোজেও যোগ দিয়েছিলেন। তার পরেই পাড়ি দেন প্যারিস। স্কাই স্পোর্টস জানাচ্ছে, প্যারিসের হাসপাতালেই এ দিন চিড় ধরা কনুইয়ে অস্ত্রোপচার হয়েছে হোসে মোরিনহোর। এবং তিনি ভালই আছেন।

নায়ারের দাপটে এগিয়ে কর্নাটক
করুণ নায়ারের (১০৭ ব্যাটিং) অপরাজিত সেঞ্চুরির দাপটে রঞ্জি সেমাফাইনালে পঞ্জাবের বিরুদ্ধে এগিয়ে কর্নাটক। পঞ্জাবের প্রথম ইনিংসে ২৭০ রানের জবাবে কর্নাটক তৃতীয় দিনের শেষে ৩৫১-৫। নায়ারের সঙ্গে ক্রিজে আছেন অমিত বর্মা (৬৫ ব্যাটিং)। রবিন উথাপ্পা (৪৭) একটুর জন্য হাফ সেঞ্চুরি ফসকালেও কর্নাটকের ইনিংস টানেন মণীশ পান্ডে (৬৫) আর সি গৌতমও (৪৮)। পঞ্জাবের কোনও বোলারকই ঘাতক হয়ে ওঠার সুযোগ দেয়নি কর্নাটকের ব্যাটসম্যানরা। হরভজন সিংহ (২-৭৯)।

রোনাল্ডোর সম্মান
ফিফার বর্ষসেরা সম্মানের পর এ বার স্বদেশেও পুরস্কার পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এ দিন লিসবনে প্রেসিডেন্টের প্রাসাদে রিয়াল মাদ্রিদ মহাতারকার হাতে পর্তুগালের সর্বোচ্চ সম্মান, ‘গ্র্যান্ড অফিসার অব দ্য অর্ডার অব প্রিন্স হেনরি দ্য ন্যাভিগেটর’ তুলে দেন পর্তুগালের প্রেসিডেন্ট আনিবাল কাভাকো সিলভা স্বয়ং। এবং বলেন, “গোটা বিশ্বে পর্তুগালের মাথা উঁচু করে দিয়েছে ক্রিশ্চিয়ানো।”

আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়ামের উদ্বোধন

ছবি ও তথ্য: নারায়ণ দে।
শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়ামের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সোমবার পূর্ত দফতরের আধিকারিকরা ইন্ডোর স্টেডিয়ামের টেলিভিশনে মুখ্যমন্ত্রীর ঘোষণা শুনে স্টেডিয়ামটি খুলে দেন। পূর্ত দফতর সূত্রে জানা গিয়েছে, প্রায় ৮ কোটি টাকা ব্যায়ে সাড়ে চার হাজার আসনবিশিষ্ট এই স্টেডিয়ামটি তৈরি হয়েছে। মহকুমা ক্রীড়া সংস্থার তরফে জানানো হয়েছে ইন্ডোর স্টেডিয়ামটির কাজ ১৩ বছর আগে শুরু করা হয়েছিল। মাঝ পথে দীর্ঘ কয়েক বছর কাজ বন্ধ থাকার পরে ফের কাজ শুরু হয়।

প্রয়াত বক্সার
প্রয়াত হলেন বক্সিংয়ে প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন পূর্ণচন্দ্র তালুকদার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। এ দিন বাঁশদ্রোণীর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চাকরি জীবনে পূর্ব রেলের কর্মী পূর্ণচন্দ্রবাবু তাঁর মধুর ব্যবহারের জন্য বেশ জনপ্রিয় ছিলেন ক্রীড়া। পাঁচের দশকের শুরুতে বক্সিংয়ে তিনি জাতীয় সেরা হন। তাঁর মৃত্যুতে শোকাহত বাংলার ক্রীড়াজগত।

আজ ফাইনাল
মঙ্গলবার আন্তঃ স্কুল মেয়র কাপ ক্রিকেটের ফাইনাল ইডেনে। মুখোমুখি হবে লা মার্টিনিয়ার স্কুল ফর বয়েজ ও সেন্ট টমাস বয়েজ স্কুল।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.