কোর্টের যুদ্ধে হেশকে হারালেন লিয়েন্ডার
সংবাদ সংস্থা • মেলবোর্ন |
ভারতীয় টেনিসের অলিন্দের সম্প্রতি সবচেয়ে আলোচিত বিষয়লিয়েন্ডার-শিবিরকে দূরে ঠেলে দিয়ে মহেশ-শিবিরের এআইটিএ-তে ক্ষমতাবান হয়ে ওঠার চেষ্টা। এ বছরটা জাতীয় দল থেকে লিয়েন্ডারের সরে দাঁড়ানোর সিদ্ধান্তের পিছনে নাকি সেটা একটা কারণ। তবে কোর্টের বাইরে না হোক, কোর্টের ভেতরের যুদ্ধে কিন্তু মহেশ ভূপতির বিরুদ্ধে এখনও অপ্রতিরোধ্য লিয়েন্ডার পেজ। সোমবার অস্ট্রেলীয় ওপেনের মিক্সড ডাবলসে লিয়েন্ডার-হান্টুকোভা জুটির বিরুদ্ধে প্রথম সেট ‘লাভ গেম’-এ জিতেও মহেশ-ভেসনিনা জুড়ি শেষ পর্যন্ত ম্যাচ হারল ৬-০, ২-৬, ১০-৬। সুপার টাইব্রেকে অষ্টম বাছাই মহেশদের বিরুদ্ধে অবাছাই লিয়েন্ডাররা স্নায়ু নিয়ন্ত্রণে রেখে বেশ কিছু বিগ পয়েন্ট জিতে ম্যাচ বার করে নেন। |
রণনীতি। হান্টুকোভার সঙ্গে আলোচনায় লিয়েন্ডার। সোমবার। ছবি: এএফপি। |
এ দিন মিক্সড ডাবলসের শেষ আটে ভারতীয়দের তিনটি জুটি ওঠায় এ দেশে আরও একটা গ্র্যান্ড স্ল্যাম খেতাব আসার আশা উজ্জ্বল। লিয়েন্ডাররা ছাড়াও আজ জেতেন সানিয়া-তেকাউ জুটি এবং দ্বিতীয় বাছাই বোপান্না-স্রেবোটনিক। ভারতীয়দের মধ্যে মেলবোর্ন পার্কে দিনটা অবশ্য সানিয়ার। মিক্সড ডাবলসের মতো ডাবলসেও তিনি শেষ আটে উঠেছেন। যদিও সানিয়া-কারা ব্ল্যাকের ষষ্ঠ বাছাই জুটি এ বার শীর্ষ বাছাই এবং বিশ্বের এক নম্বর ইতালীয় জুড়ি সারা ইরানি-রবার্তা ভিঞ্চির সামনে পড়েছেন। পুরুষ ডাবলসে বিশ্বসেরা এবং শীর্ষ বাছাই বব ও মাইক ব্রায়ানকে এ দিন তৃতীয় রাউন্ডে হারিয়ে মহাঅঘটন ঘটান অবাছাই মার্কিন-দক্ষিণ আফ্রিকান জুটি বুটোরাক-ক্লাসেন। ৭-৬ (১১-৯), ৬-৪। এর ফলে লিয়েন্ডারের ডাবলসেও খেতাবের আশা বাড়ল। পঞ্চম বাছাই লিয়েন্ডার-স্টেপানেকই এখন কোয়ার্টার ফাইনালে সর্বোচ্চ বাছাই। |
|