টুকরো খবর
জামশেদপুরে খুন

২০ জানুয়ারি
দুষ্কৃতীদের ছোঁড়া বোমায় মৃত্যু হল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পূর্ব সিংভূম জেলার সহ-সভাপতি লখাই হাঁসদার। গত রাতে জামশেদপুরের করণডিহি চকে ওই ঘটনা ঘটে। জমি বিবাদকে কেন্দ্র করেই হামলা চালানো হয় বলে প্রাথমিক তদন্তে অনুমান। জেলা পুলিশের এসএসপি অমলবেনুকান্ত হোমকর বলেন, “অপরাধীদের খোঁজা হচ্ছে।” জেএমএম নেতাদের একাংশ জানিয়েছেন, জামশেদপুরের বেড়াডিপাতে একটি সরকারি জমি দখল করতে দলেরই দু’টি গোষ্ঠীর মধ্যে কয়েক মাস ধরেই গোলমাল চলছিল। তারই জেরে লখাইয়ের উপর হামলা চালানো হয়। পুলিশ জানাচ্ছে, করলডিহি চকে দলীয় বৈঠক সেরে নিজের গাড়িতে উঠছিলেন লখাই। তখনই অন্য একটি গাড়ি সেখানে গিয়ে দাঁড়ায়। আচমকা তাঁর দিকে বোমা ছুঁড়ে দ্রুতগতিতে গাড়িটি বের হয়ে যায়। বিস্ফোরণে লখাইয়ের পেট ও কোমর ক্ষতবিক্ষত হয়ে যায়। কিছুক্ষণ ঘটনাস্থলেই পড়েছিলেন ওই জেএমএম নেতা। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পুলিশের এক অফিসার জানান, “ডাক্তার টুডু নামে স্থানীয় এক জেএমএম নেতার সঙ্গে লখাইয়ের গোলমাল চলছিল।” সেই নেতাকে ঘটনার পর থেকে খুঁজছে পুলিশ।

বন্ধ-বিপর্যস্ত কোকরাঝাড়
বড়োল্যান্ড টেরিটোরিয়াল এরিয়া ডিস্ট্রিক (বিটিএডি)-র আলোচনা বিরোধী এনডিএফবি (সংবিজিত) গোষ্ঠীর ধারাবাহিক হামলার প্রতিবাদে ‘সারা বড়োল্যান্ড সংখ্যালঘু ছাত্র সন্থা’ (এবিআমসু)-র ডাকা ২৪ ঘন্টা বিটিএডি বন্ধে কোকরাঝাড়ের জন জীবন বিপর্যস্ত হয়। সোমবার সকাল ৫টা থেকে আজ, মঙ্গলবার সকাল ৫টা পর্যন্ত এই বন্ধ-র ডাক দেওয়া হয়েছে। বন্ধ চলাকালীন কোকরাঝাড় জেলার কোকরাঝাড় ও গোসাইগাঁও মহকুমায় সবরকমের যানবাহন, দোকানপাট-ব্যবসায়ী প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ব্যাঙ্ক বন্ধ ছিল। শালাকাঠি বাজারের সামনে রাজ্য সড়ক ‘অবরোধ’ করে বিক্ষোভ দেখান বন্ধ সমর্থনকারীরা। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ দিকে, গত শুক্রবারে কোকরাঝাড় জেলায় ৫ জন বাস যাত্রীকে গুলি করে মারার ঘটনার পর আলোচনা বিরোধী এনডিএফবি (সংবিজিত) গোষ্ঠীর বিরুদ্ধে সেনা-পুলিশ ও সিআরপিএফ জওয়ানদের যৌথ অভিযান শুরু হয়েছে। জঙ্গিদের গ্রামে আশ্রয় দেওয়ার অভিযোগে কোকরাঝাড় জেলায় আঠিয়াবাড়ি ও ময়নাগুড়ি গ্রাম থেকে এদিন ১০ জন গ্রামবাসীকে ধরা হয় বলে জানান কোকরাঝার জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুরজিত সিং পানেশ্বর।

রক্তাক্ত দেহ মিলল ছাত্রর
দশম শ্রেণির এক ছাত্রের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে গ্রামের ১০টি বাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। খুনের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে ধুবুরির গৌরীপুর থানার শিলাইপার গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহতের নাম আলি হুসেইন (১৬)। তাঁর বাড়ি গ্রামেই। সে শ্যামচরনের কুঠি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। ধৃতদের নাম আবদুল রহমান, সাহাদ আলি, ওমর আলি, ফিরাজুল হক। সকলের বাড়ি শিলাইপার গ্রামে। গত রবিবার রাত ৮টা নাগাদ ওই কিশোরকে বাড়ি থেকে ডেকে গ্রামের কয়েকজন। এ দিন ক্ষতবিক্ষত দেহটি মেলে। উত্তেজিত বাসিন্দারা ১০টি বাড়ির লোকজনকে চিহ্নিত করে তাতে আগুন ধরায় বলে অভিযোগ।

মাদকেই মৃত্যু: রিপোর্ট
সুনন্দা পুষ্করের মৃত্যুর কারণ হিসেবে অতিরিক্ত মাদক সেবনকেই দায়ী করল ময়নাতদন্তের রিপোর্ট। সোমবারই সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অলোক শর্মার কাছে সুনন্দার ময়নাতদন্তের রিপোর্ট দেন চিকিৎসকেরা। তবে তিনি ওই রিপোর্ট নিয়ে কোনও মন্তব্য করেননি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অলোক বলেন, ময়নাতদন্তের রিপোর্ট ছাড়াও এই মামলায় শশী তারুর এবং সুনন্দার ভাইয়ের জবানবন্দিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা ছাড়াও পারিপার্শ্বিক তথ্যপ্রমাণও বিচার করে দেখা হবে।

পুরনো খবর:

তুলোধোনা সিএজি-র
ব্রডব্যান্ড স্পেকট্রামের নিলামের নিয়মকানুন নিয়ে টেলিকম দফতরকে (ডট) তুলোধোনা করল সিএজি। তাদের বক্তব্য, ডটের ভুল নীতির জন্যই ২০১০ সালের নিলামে দেশ জুড়ে সব ক’টি সার্কেলে মাত্র ১২,৭৫০ কোটি টাকায় স্পেকট্রাম জিতেছিল ইনফোটেল ব্রডব্যান্ড সার্ভিসেস। যার ঠিক পরই সংস্থাটিকে কিনে নেয় মুকেশ অম্বানীর রিলায়্যান্স গোষ্ঠী। নাম হয় রিলায়্যান্স জিও। সব মিলিয়ে এর ফলে কেন্দ্রের বিপুল রাজস্ব ক্ষতি হয়েছে বলে দাবি সিএজি-র।

গড়তে সায়
রেলের ভাড়া নির্ধারণ বাজারের হাতে ছাড়তে এক ধাপ এগোল কেন্দ্র। প্রতিশ্রুতি মতোই এ জন্য রেল ভাড়া কমিটি (রেল ট্যারিফ অথরিটি বা আরটিএ) গড়তে সোমবার ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।

কমল মাসুল
দিল্লি হরিয়ানার পর এ বার বিদ্যুতের মাসুল কমানোর রাস্তায় হাঁটতে চলেছে মহারাষ্ট্র সরকারও। সোমবার মহারাষ্ট্রের মন্ত্রিসভা ১৫ থেকে ২০ শতাংশ বিদ্যুৎ মাসুল কমানোর সিদ্ধান্ত নিয়েছে বলে মন্ত্রিসভা সূত্রের খবর। তবে মুম্বই এই সুবিধা পাবে না।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.