হাতে উজ্জ্বল ডিগ্রি। কিন্তু হাতে-কলমে কাজের প্রশিক্ষণের অভাবে চাকরি অধরা।
এই অবস্থার অবসান ঘটাতে ফিনিশিং স্কুল খুলছে কলকাতা বিশ্ববিদ্যালয়। স্নাতকোত্তরের পরে বিজ্ঞান ও প্রযুক্তি শাখার ছাত্রছাত্রীদের কাজের বাজারের উপযুক্ত করে গড়ে তোলা হবে ওই স্কুলে। বিভিন্ন শিল্প সংস্থার প্রতিনিধিরাও প্রশিক্ষণ দেবেন। তথ্যপ্রযুক্তি সংস্থা আইবিএম এই ব্যাপারে হাত বাড়িয়েছে বলে উপাচার্য সুরঞ্জন দাস সোমবার জানান। পরে কলা, বাণিজ্য শাখার জন্যও এমন স্কুল খোলা হতে পারে।
পরীক্ষায় ভাল ফল করার পরেও এ রাজ্যের ছাত্রছাত্রীদের বড় অংশই কর্মক্ষেত্রে নিযুক্ত হওয়ার উপযোগী হয়ে ওঠেন না বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে শিল্পমহল। শিল্পমহল মনে করে, কর্মক্ষেত্রে যে-দক্ষতা দরকার, তা পেতে হলে সেই প্রয়োজনটার সঙ্গে পাঠ্যক্রমের যোগ গড়ে তুলতে হবে এবং তার জন্য চাই বিশ্ববিদ্যালয় ও শিল্প সংস্থার ঘনিষ্ঠ যোগাযোগ। কিন্তু এই ব্যাপারে অনেক ক্ষেত্রেই শিক্ষা প্রতিষ্ঠানগুলির উদ্যোগ খুব উল্লেখযোগ্য নয়। গত সেপ্টেম্বরেই ক্যাম্পাসিংয়ের দাবিতে রাজাবাজার বিজ্ঞান কলেজের এক দল পড়ুয়া উপাচার্য ও শিক্ষক-শিক্ষিকাদের ঘেরাও করেন। সম্ভবত তার পরেই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পাশের পরেও কাজের বাজারের জন্য তৈরি হতে পড়ুয়াদের সাহায্য করার প্রসঙ্গ ওঠে।
সুরঞ্জনবাবু বলেন, “এ বছর রাজাবাজার বিজ্ঞান কলেজের ১০০ বছর পূর্তি। সেটা মাথায় রেখে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্প সংস্থার যোগাযোগ গড়ে তোলার উপরে জোর দেওয়া হচ্ছে। ফিনিশিং স্কুল তারই অংশ।” বালিগঞ্জ ও রাজাবাজার বিজ্ঞান কলেজের এমএসসি এবং এমটেক পাশ পড়ুয়ারা ওই স্কুলে ভর্তি হতে পারবেন। উপাচার্য জানান, আপাতত ফি ছাড়া বা খুবই সামান্য ফি-তে ফিনিশিং স্কুলে পড়ানো বা প্রশিক্ষণের ব্যবস্থা করার চেষ্টা চলছে।
ফিনিশিং স্কুল খোলার উদ্যোগকে স্বাগত জানাচ্ছে বণিকসভাগুলিও। বেঙ্গল চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট অম্বরীষ দাশগুপ্ত বলেন, “কর্পোরেটের চাহিদা আর বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের মধ্যে সংযোগ স্থাপনের ক্ষেত্রে ফিনিশিং স্কুল কাজে আসে। তবে তিনটি বিষয় খেয়াল রাখতে হবে। সেগুলো হল খরচ, প্রশিক্ষণের গুণগত মান এবং চাকরির নিশ্চয়তা।” তিনি জানান, প্রশিক্ষণ খাতে বিভিন্ন সংস্থার বরাদ্দ অর্থ এই কাজে লাগানো যেতে পারে। তাদের সঙ্গে গাঁটছড়া বাঁধলে চাকরির নিশ্চয়তার সঙ্গে প্রশিক্ষণের মান বজায় থাকবে। সংস্থাগুলিও তৈরি কর্মী পেয়ে যাবে। সিআইআই-এর ভাইস প্রেসিডেন্ট সুমিত মজুমদারের বক্তব্য, চাকরির যোগ্য করে তোলার জন্য ফিনিশিং স্কুলের বড় ভূমিকা থাকে।
উপাচার্য জানান, কাল, বুধবার থেকে রবার ও পলিমার বিজ্ঞান-প্রযুক্তি নিয়ে আলোচনাচক্রের ব্যবস্থা হয়েছে প্রযুক্তি ক্যাম্পাসে। শিল্প সংস্থার সঙ্গে সংযোগ গড়ার উদ্দেশ্যেই এমন আলোচনাচক্রের আয়োজন। |