আধার-এর জন্য কোচবিহার সমেত দেশের পাঁচ জেলায় রান্নার গ্যাসের দোকানেই গ্রাহকদের ছবি তোলা ও বায়োমেট্রিক তথ্য (চোখের মণি ও আঙুলের ছাপ) সংগ্রহের পরীক্ষামূলক শিবির চালু করেছিল কেন্দ্র। সেই ব্যবস্থা আদৌ কতটা কার্যকরী হল, তা খতিয়ে দেখতে আজ মঙ্গলবার দিল্লিতে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর। আগামী দিনে অন্যত্রও এই ব্যবস্থা চালু করা যায় কিনা, তা-ও আলোচনা হওয়ার কথা সেখানে। সে ক্ষেত্রে এ রাজ্যেরই অন্য জেলায় ওই ধরনের শিবির চালুর বিষয়টিও আলোচনা হতে পারে।
সরকারি সূত্রে খবর, ওই পরীক্ষামূলক শিবিরের সাফল্য ও ত্রুটি খতিয়ে দেখতে বৈঠকটি ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়া-র দফতর। সেখানে পেট্রোলিয়াম মন্ত্রক, তিন গ্যাস সংস্থা, জাতীয় জনগণনা দফতর ও নাগরিকদের তথ্য সংগ্রহের দায়িত্বে থাকা রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রতিনিধিরা থাকবেন। পাইলট প্রকল্পের অভিজ্ঞতার ভিত্তিতে বুঝতে চেষ্টা করা হবে যে, অন্য জেলাতেও তা চালু করতে এবং তাতে আরও উন্নতির জন্য কী করা প্রয়োজন।
পশ্চিমবঙ্গ ছাড়াও তামিলনাড়ু, উত্তরাখণ্ড, ওড়িশা ও উত্তরপ্রদেশের একটি করে জেলায় পাইলট প্রকল্প হিসেবে গত মাসে গ্যাসের দোকানেই শুধুমাত্র গ্রাহকদের জন্য ছবি তোলার শিবির চালু করে জাতীয় জনগণনা দফতর। সরকারি সূত্রে খবর, কোচবিহারে তিন গ্যাস সংস্থার ১৯ ডিস্ট্রিবিউটরের দোকানে এখনও পর্যন্ত ২১ হাজারেরও বেশি গ্রাহকের ছবি তোলা ও বায়েমেট্রিক তথ্য নেওয়া হয়েছে। যার ভিত্তিতে তাঁদের আধার নম্বর ও কার্ড তৈরি করবেন কর্তৃপক্ষ। এই ব্যবস্থা কলকাতায় চালুর কথা থাকলেও, তা স্থগিত রাখা হয়। |