বোয়িং ড্রিমলাইনার বিমান কিনতে ১,৪১৫ কোটি টাকা ঋণ নেওয়ার কথা জানাল এয়ার ইন্ডিয়া (এআই)। আগামী দু’মাসে দু’টি ড্রিমলাইনার হাতে পাওয়ার কথা রয়েছে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটির। যার অর্থ জোগাড় করতেই ওই ঋণ নেওয়ার কথা জানিয়েছে তারা।
ঋণ নিতে বিমান দু’টিকে বন্ধক হিসেবে রাখার কথা জানিয়েছে এআই। কিন্তু এ জন্য কোনও সরকারি গ্যারান্টি দেয়নি তারা। বদলে আগামী ৬-১২ মাসের মধ্যে বিমান দু’টি বিক্রি করে ফের লিজ নিয়ে ওই ঋণ মেটানো হবে বলেই তাদের দাবি। ২০১৯-’২০ সালের মধ্যে রাষ্ট্রায়ত্ত সংস্থাটিকে ত্রাণ প্রকল্পের অংশ হিসেবে ৩০ হাজার কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্র। কিন্তু চলতি বছরে সেই টাকার কোনও অংশ দেওয়া হবে না বলে জানিয়েছে সরকার। যে কারণে ড্রিমলাইনার দু’টি হাতে নিতে আপাতত ঋণ নেওয়ার পথেই হাঁটছে এয়ার ইন্ডিয়া।
উল্লেখ্য, ইতিমধ্যেই সব মিলিয়ে বিমান পরিষেবা সংস্থাটির ঘাড়ে প্রায় ৩৫ হাজার কোটি টাকার ঋণ এবং ২৭ হাজার কোটির লোকসানের বোঝা রয়েছে। চলতি অর্থবর্ষেও লোকসানের অঙ্ক ৩,৯০০ কোটি টাকা ছোঁবে বলেও মনে করা হচ্ছে। তবে তা গত বছরের তুলনায় (৫,৪০০ কোটি) অনেকটাই কম।
এ দিকে, চলতি বছরের মধ্যেই বিশ্বের ২৮টি আন্তর্জাতিক বিমানসংস্থাকে নিয়ে তৈরি গোষ্ঠী স্টার অ্যালায়েন্স-এর সদস্য হতে চলেছে এয়ার ইন্ডিয়া। ফলে ওই গোষ্ঠীর সদস্য হিসেবে বিভিন্ন সুবিধা পাবেন এআইয়ের যাত্রীরাও। মিলবে উন্নত পরিষেবাও। প্রসঙ্গত, বহু দিন ধরেই ওই গোষ্ঠীর সদস্য হিসেবে এয়ার ইন্ডিয়ার অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা চলছিল। এর আগে সংস্থার গুণগত মান নিয়ে আপত্তি তুলেছিল ওই গোষ্ঠী। কিন্তু পরে সেই আপত্তি তুলে নেওয়া হয় এবং ডিসেম্বরেই স্টার অ্যালায়েন্সে যোগ দিতে এয়ার ইন্ডিয়াকে আমন্ত্রণ জানানো হয়। |