আরবিআইয়ের নির্দেশ
সংবাদসংস্থা • মুম্বই
২০ জানুয়ারি |
স্বর্ণঋণ প্রকল্পে সোনার গয়নার দর নির্ধারণে সব ব্যাঙ্ককে নির্দিষ্ট নীতি মেনে চলার নির্দেশ দিল রিজার্ভ ব্যাঙ্ক। ২২ ক্যারাটের সোনার ক্ষেত্রে, যে দিন ঋণ নেওয়া হবে, তার আগের ৩০ দিন মিলিয়ে ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের যে গড় দাম দাঁড়াবে, সেই অনুসারে বন্ধকী সোনার দর স্থির হবে। দামের ৭৫% পর্যন্ত ঋণ দেওয়া যাবে।
|
হিন্দুস্তান জিঙ্কে কেন্দ্রের হাতে থাকা বাকি ২৯.৫% শেয়ার বিক্রিতে সায় দিল মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটি। বর্তমানে যার বাজার মূল্য ১৬,৫০০ কোটি টাকারও বেশি। ২০০২ সালে বেদান্ত রিসোর্সকে নিজেদের শেয়ারের বেশির ভাগটাই বেচে কেন্দ্র।
|
• আলট্রাটেক সিমেন্ট তৃতীয় (অক্টোবর-ডিসেম্বর) ত্রৈমাসিকে আলট্রাটেক সিমেন্টের নিট মুনাফা কমেছে ৩৮.৪৩%। দাঁড়িয়েছে ৩৭০ কোটিতে। এই সময় আদিত্য বিড়লা গোষ্ঠীর সংস্থাটির মোট বিক্রিও ৪,৮৫৭ কোটি টাকা থেকে কমে হয়েছে ৪,৭৮৬ কোটি। চাহিদার অভাবের কারণেই এ বার বিক্রি কমেছে বলে জানিয়েছে তারা। তবে দীর্ঘ মেয়াদে আবাসন এবং পরিকাঠামো শিল্পের হাত ধরে ব্যবসা ৮% বাড়বে বলেই আশা করছে তারা।
• ইমামি তৃতীয় ত্রৈমাসিকে ইমামির নিট মুনাফা ৩১% বেড়ে হয়েছে ১৫০.৬৮ কোটি টাকা। মোট বিক্রিও ৫৪৮.৪৪ কোটি থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫৮৪.৬৭ কোটি টাকায়।
• ভি-গার্ড অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে বৈদ্যুতিন সংস্থা ভি-গার্ডের নিট মুনাফা ১৪% বেড়ে দাঁড়িয়েছে ১৭.৫৩ কোটি টাকায়। অন্য দিকে ব্যবসা থেকে নিট আয়ও সামান্য বেড়ে হয়েছে ৩৫২.৯৩ কোটি। |