রবিবার গভীর রাতে তল্লাশি চালিয়ে কাটোয়া শহরের কেশিয়ার মাঠপাড়া এলাকা থেকে পুলিশ পাঁচজন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে একটা পাইপগান ও তিন রাউন্ড গুলি পাওয়া গিয়েছে। এছাড়াও রবিবার রাতে তল্লাশি চালানোর সময়ে স্থানীয় হরিপুরের মাঠ থেকে উদ্ধার হয়েছে একটা পাইপগান, ১২ রাউন্ড গুলি ও ৫৪টি বোমা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে কাটোয়া ছোটলাইন এলাকার সনজিৎ দাস ও কেতুগ্রামের বাবু শেখের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। এ দিন তাদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক চার দিন দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। ধৃত বাকি তিন জনের নাম হল মিরাজ শেখ, সুরজ শেখ ও রাজিবর শেখ। তারা কেশিয়া মাঠ পাড়ার বাসিন্দা। তাদের বিরুদ্ধে কাটোয়ায় হওয়া রবিবারের গোষ্ঠী সংঘর্ষে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। তাদের ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। রবিবার সকালে কাটোয়ার কেশিয়া মাঠপাড়ায় দু’দল সমাজবিরোধীদের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় পরে পুলিশ নিজেই স্বতঃপ্রণোদিত হয়ে অভিযোগ দায়ের করে। কাটোয়া থানার ওসি পীযূষ লায়েক কেশিয়া মাঠপাড়ার জঙ্গল শেখ গোষ্ঠী ও কুমার শেখ গোষ্ঠীর ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ করেন।
|
সরকারের কাছে জাল নথিপত্র দাখিল করে কলেজ গড়া হয়েছে, এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। সোমবার কালনা ২ ব্লকের আনুখাল পঞ্চায়েতের ভবানন্দপুর গ্রামের বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং কলেজের ঘটনা। বিক্ষোভকারীদের দাবি, বিভিন্ন দফতরের আধিকারিকদের সাক্ষর জাল ও স্ট্যাম্প নকল করে কলেজটির অনুমোদন নেওয়া হয়েছে। কলেজ কর্তৃপক্ষকে গ্রেফতারের দাবিও করেন তাঁরা। দলীয় পতাকা না থাকলেও বিক্ষোভের নেতৃত্ব দিতে দেখা যায় স্থানীয় তৃণমূল নেতা জয়গোপাল ঘোষকে। ব্লক তৃণমূল সভাপতি প্রণব রায় বলেন, “ভুল ও জাল নথিপত্র দাখিল করে কলেজ কর্তৃপক্ষ সরকারকে বিভ্রান্ত করেছে। বিক্ষোভকারীদের প্রতি দলের নৈতিক সমর্থন রয়েছে।” তিনি জানান, বিষয়টি লিখিত ভাবে জেলাশাসক, জেলা সভাধিপতি, কালনার মহকুমাশাসক-সহ বেশ কিছু সরকারি আধিকারিককে জানানো হয়েছে। কলেজ কর্তৃপক্ষের অবশ্য দাবি, অভিযোগ ভিত্তিহীন। কলেজের মালিকপক্ষের একজন সুব্রত পাল জানান, কলেজের অনুমোদনের ব্যাপারে কোনও কারচুপি করা হয়নি। সমস্ত বৈধ নথি আমাদের কাছে রয়েছে। কিছু মানুষ শিক্ষার পরিবেশ নষ্ট করতে পরিকল্পনা মাফিক বিভ্রান্তি ছড়াচ্ছে। ২০০৮-০৯ আর্থিক বছরে কালনা মহারাজা উচ্চ বিদ্যালয় চত্বরে প্রথমে কলেজটি চালু হয়। পরে ২০১১ সালে সেটির নিজস্ব ভবন তৈরি হয় ভবানন্দপুরে।
|
শিল্পতালুকে রাস্তা তৈরির কাজে ফের বাধা দেওয়া হল বর্ধমানের পানাগড়ে। সোমবার কাঁকসার মাধবমাঠে জনা ষাটেক বাসিন্দা নিজেদের খেতমজুর দাবি করে বিক্ষোভ দেখান। লাঠি হাতে কিছু মহিলা ছিলেন পুরোভাগে। তাঁদের দাবি, উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। বুঝিয়েও কাজ না হওয়ায় নির্মাণকর্মীরা ফিরে যান। প্রশাসন সূত্রে খবর, ১৫ জানুয়ারি এক বৈঠকে ঠিক হয়, বর্গাদার-খেতমজুরেরা তাঁদের দাবি লিখিত ভাবে জানালে সমীক্ষা করা হবে। তার মাঝে রাস্তার কাজে কেউ বাধা দেবেন না। কিন্তু এ দিন ফের বাধা দেওয়া হল। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে সমস্যা মেটানো হবে বলে জানান পঞ্চায়েত সমিতির স্থানীয় সদস্য তৃণমূলের পল্লব বন্দ্যোপাধ্যায়।
|
কাটোয়া
বিবেকানন্দ ও নেতাজীর জন্মজয়ন্তী উপলক্ষে পরিক্রমা ও স্বাস্থ্য শিবির। স্কুল মাঠ।
সকাল ১০টা। উদ্যোগ: বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়।
কৃষি মেলা। নিয়ন্ত্রিত বাজার কমপ্লেক্স। দুপুর ২টো। উদ্যোগ: কালনা ২ নম্বর কৃষি দফতর। |