এক মহিলাকে খুনের চেষ্টার অভিযোগ উঠল বর্ধমানের ভাতারের কামারপাড়ায়। রবিবার রাতে তাঁর মাথায় টাঙ্গি দিয়ে মারা হয় ও গলায় ব্লেড চালানো হয় বলে পুলিশের কাছে অভিযোগ করেছেন তিনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বামী-বিচ্ছিন্না বছর পঁয়তাল্লিশের ওই মহিলার বাড়ি উত্তর ২৪ পরগনার মিনাখাঁর বামুনগাছি এলাকায়। পুলিশকে তিনি জানিয়েছেন, দু’জন বন্ধুর সঙ্গে রবিবার রাতে তিনি ভাতারের কামারপাড়ার হঠাৎ কলোনিতে এসেছিলেন তিনি। যে বাড়িতে উঠেছিলেন সেটির মালিক শিবম তালুকদার রাতে তাঁকে খুনের চেষ্টা করেন বলে ভাতার থানায় অভিযোগ করেছেন তিনি। চিৎকার শুনে গিয়ে স্থানীয় বাসিন্দারা তাঁকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
সোমবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে শুয়ে ওই মহিলা দাবি করেন, শ্লীলতাহানির চেষ্টায় বাধা দেওয়ার জন্যই তাঁকে টাঙ্গি দিয়ে মারা হয়। যদিও মহিলা তাদের কাছে এরকম কোনও অভিযোগ করেননি বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, কেন ওই মহিলার উপরে হামলা হল, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় সূত্রে পুলিশ জেনেছে, ওই মহিলা কিছু দিন আগে কয়েক জনের সঙ্গে কামারপাড়ায় এসেছিলেন। শিবমের বাড়িতেই উঠেছিলেন। এর পরে রবিবার রাতে দুই বন্ধুর সঙ্গে শিবমের বাড়ি যান। তার পরে ঠিক কী ঘটেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা। মহিলার সঙ্গে কথা বলতে এ দিন বর্ধমান মেডিক্যালে মহিলা পুলিশ আধিকারিকদের পাঠানো হয়। অভিযুক্তের খোঁজ চলছে। |