টুকরো খবর
অসন্তোষ বর্জ্য প্রক্রিয়াকরণের কাজ দেখে
পুরসভার কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ কাজের অগ্রগতি ঘুরে দেখলেন পুর ও নগরোন্নোয়ন মন্ত্রকের বিধানসভা স্থায়ী কমিটির চেয়ারম্যান প্রবোধ সিংহ। সোমবার এই স্থায়ী কমিটি আসানসোল পুরসভার নানা কাজকর্মের অগ্রগতি দেখতে এসেছিলেন। এ দিন কঠিনবর্জ্য প্রক্রিয়াকরণের কাজ দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রবোধবাবু। বাকি কাজগুলি মোটের উপর ভাল বলে জানান তিনি। কমিটির সদস্যেরা বিভিন্ন রাস্তা, শহরে গরিব নাগরিকদের জন্য তৈরি সরকারি বাড়ি, পানীয় জলের কাজের অগ্রগতিও ঘুরে দেখেন। আসানসোল পুরসভার ডেপুটি মেয়র অমরনাথ চট্টোপাধ্যায় সোমবার জানান, পুরসভা এলাকায় কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণের কাজ দ্রুত শুরু করা হবে। তিনি আরও জানান, এই কাজ শুরুর আগে বেশ কিছু প্রাথমিক প্রক্রিয়া শেষ করতে সময় চলে গিয়েছে। গত জুন মাসে আসানসোলে এসে রাজ্যের পুর ও নগরোন্নোয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, আসানসোলে খুব দ্রুত কঠিনবর্জ্য প্রক্রিয়াকরণের কাজ শুরু করা হবে।

ট্যাঙ্কারের ধাক্কায় মৃত শিশু, ক্ষোভ
ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হয়েছে এক শিশুর। সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ কাঁকসার পানাগড় বাজারে জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম কিরণ রায়, বয়স সাড়ে তিন বছর। পুলিশ জানিয়েছে, এ দিন বাবার হাত ধরে রাস্তায় বেরিয়েছিল কিরণ। আচমকা বাবার হাত ছাড়িয়ে রাস্তার ওপারে দৌড় লাগায়। তখনই দুর্গাপুরের দিক থেকে আসা একটি গ্যাসের ট্যাঙ্কার তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। এরপরেই ক্ষুব্ধ বাসিন্দারা ট্যাঙ্কারটিকে ঘিরে ফেলেন। বেশ কিছুক্ষণ যানজটও হয়। তবে ওই ট্যাঙ্কারের চালক ও খালাসি পালিয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। পানাগড় গ্রামের বাসিন্দা কল্যাণী প্রসাদ চট্টোপাধ্যায়ের দাবি, গত এক বছরে ২৬টি দুর্ঘটনা ঘটেছে পানাগড় বাজার এলাকায়।

স্কুলের ৭৫ বছরে উৎসব
দোমোহানি-কেলেজোড়া উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উৎসব শেষ হল রবিবার। শনিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকা পরিক্রমা করে। বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন পড়ুয়াদের সঙ্গে শোভাযাত্রায় পা মেলান এলাকার বিভিন্ন স্তরের মানুষ। এর পরে বিদ্যালয়ে পতাকা উত্তোলন করেন প্রাক্তন প্রধান শিক্ষক শ্রীকান্ত বন্দ্যোপাধ্যয়। উৎসবের প্রদীপ জ্বালেন করেন আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী সুখানন্দ। ছিলেন আসানসোল দুর্গাপুর কমিশনারেটের এডিসিপি সুব্রত গঙ্গোপাধ্যায়। প্রথম দিন প্রাক্তনীদের স্মৃতিচারণের পরে রাতে বাউল গানের আসর বসে। শেষ দিন সকালে সিনেমার মাধ্যমে পড়ুয়াদের মিশরীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করানোর চেষ্টা করা হয়। এ ছাড়াও নানা অনুষ্ঠান হয়। স্কুলের উৎসব কমিটির যুগ্ম আহ্বায়ক দীপঙ্কর মজুমদার জানান, ১৯৩৮ সালে কেলেজোড়ায় এই স্কুল চালু হয় গ্রামের রায়বাড়ির দান করা জমিতে। পরে স্কুল স্থানান্তর হয় দোমোহানি বাজার লাগোয়া বিনোদডাঙায় রায়, গড়াই, গোপ পরিবারের দেওয়া জমিতে। ২০১২ সালে এই স্কুল উচ্চমাধ্যমিক স্তরে উন্নীত হয়।

লরির ধাক্কায় মৃত্যু যুবকের
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে দু’নম্বর জাতীয় সড়কে রানিগঞ্জের মঙ্গলপুরের কাছে। পুলিশ জানায়, মৃতের নাম সুখেন বাউরি (২৩)। তাঁর এক সঙ্গী স্বজন বাউরি আশঙ্কাজনক অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে ভর্তি। দু’জনেরই বাড়ি তপসির উপর ধাওড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে তাঁরা একটি মোটরবাইকে চেপে দুর্গাপুর যাচ্ছিলেন। মঙ্গলপুরের কাছে একটি লরি ধাক্কা মেরে পালিয়ে যায়। দুজন লুটিয়ে পড়েন। পুলিশ তাঁদের আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে সুখেনবাবুর মৃত্যু হয়।

জলের দাবিতে বিক্ষোভ খনিতে
পানীয় জলের দাবিতে উৎপাদন বন্ধ করে ইসিএল-এর পাটমোহনা কোলিয়ারিতে বিক্ষোভ দেখালেন সিটু সমর্থিত শ্রমিক কর্মীরা। সোমবার বিক্ষোভ চলে প্রায় পাঁচ ঘণ্টা। কর্তৃপক্ষ সমস্যা সমাধানের আশ্বাস দিলে তুলে নেওয়া হয় বিক্ষোভ। কোলিয়ারির সিটু সংগঠনের সম্পাদক রামকেশ গোপের অভিযোগ, প্রায় চার মাস ধরে তাঁরা পানীয় জলের সমস্যায় ভুগছেন। কর্তৃপক্ষকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। এ দিনের বিক্ষোভের জেরে খনির উৎপাদন ব্যাহত হয়নি বলে দাবি করেছেন কর্তৃপক্ষ।

সাংস্কৃতিক উৎসব
দু’দিনের শিশু সাংস্কৃতিক উৎসব শেষ হল রবিবার। পশ্চিম রাঙামাটিয়া সাংস্কৃতিক চক্রের উদ্যোগে রূপনারায়ণপুর সুভায মঞ্চে এই উৎসব হয়। বসে আঁকো, আবৃত্তি, প্রশ্নোত্তর, যেমন খুশি সাজো ইত্যাদি প্রতিযোগিতা হয়। প্রথম দিন হেপাটাইটিস-বি এবং শিশুরোগ নিয়ে আলোচনাচক্রে যোগ দেন চিকিৎসকেরা। এ ছাড়া চারটি সংগঠন নৃত্যানুষ্ঠান করে।

যুবকের দেহ
রেললাইন থেকে এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। সোমবার ভোরে পূর্বরেলের আসানসোল ডিভিশনের কালিপাহাড়ি স্টেশনের কাছে লাইন থেকে দেহটি উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম দীপক থাপা (২৭)। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, লাইন পেরোতে গিয়ে কোনও ভাবে এই ঘটনা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.