খেলার টুকরো খবর

অ্যাথলেটিক্সে রূপো
৫৯তম জাতীয় স্কুল অ্যাথলেটিক্সে রূপো পেয়েছে বর্ধমানের দু’জন অ্যাথলিট। অনূর্ধ্ব ১৯ বিভাগের ২০০ মিটার দৌড়ে রূপো পেয়েছে সৌমদীপ সাহা। অনূর্ধ্ব ১৭ বিভাগে শটপাটে রূপো পেয়েছে স্মৃতি মণ্ডল। ৭- থেকে ১৩ জানুয়ারি রাঁচিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় রাজ্য ৬৮ জনের একটি দল পাঠিয়েছিল। তাদের সংগ্রহ ৫টি সোনা, ৪টি রূপো ও ৪টি ব্রোঞ্জ। এই প্রতিযোগীদের মধ্যে অনূর্ধ্ব ১৯ বিভাগের জলপাইগুড়ির স্বপ্না বর্মন হাইজাম্পে ১.৭৩ মিটের উচ্চতা অতিক্রম করে নতুন রেকর্ড গড়েছে। এর আগে এই জাতীয় স্কুল প্রতিযোগিতায় হাইজাম্পে তামিলনাড়ুর রেকর্ড ছিল ১.৬৮ মিটার। প্রতিযোগিতায় বাংলার অন্যতম কর্মকর্তা তথা বর্ধমান জেলা শারীর শিক্ষা আধিকারিক গৌরাঙ্গ বিশ্বাস জানান, স্বপ্নার সংগ্রহে এসেছে তিনটি সোনা ও একটি রূপো।

চ্যাম্পিয়ন চিত্তরঞ্জন
পঞ্চম বর্ধমান জেলা ক্যারাটে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চিত্তরঞ্জন এসকেএফআই ক্যারাটে ইনস্টিটিউট। রানার্স হয়েছে বর্ধমানের মার্শাল আর্ট অ্যাকাডেমি। বর্ধমান শহরের শাঁখারীপুকুর অগ্রদূত সঙ্ঘের মাঠে রবিবার অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ব্যক্তিগত বিভাগে সেরা হয়েছে বর্ধমানের দেবনীল মণ্ডল। এতে ৩০টি বিভাগে ১৫০ জন যোগ দেয়।

উখড়ায় ক্রিকেট
উখড়া ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে জয়ী হল দেওঘর পান্থার ক্লাব। তারা উখড়া ক্রিকেট মাঠে হরিপুর সিসিএ-কে ১৯ রানে হারায়। প্রথমে ব্যাট করে দেওঘর ৭ উইকেটে ১৪৭ রান করে। জবাবে হরিপুরের ইনিংস ১২৮ রানে শেষ হয়ে যায়।

আন্তঃক্লাব ক্রীড়া
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত মহকুমা আন্তঃক্লাব অ্যাথলেটিক মিট ও ক্রীড়া প্রতিযোগিতায় দুর্গাপুরে চ্যাম্পিয়ন হল এএসপিএসএ। তারা মোট ৩১৪ পয়েন্ট সংগ্রহ করে। ২৪৯ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ডিএসপিএসএ। ১৩০ পয়েন্ট পেয়ে যৌথ ভাবে তৃতীয় হয়েছে অআকখ ও টাউন ক্লাব। দু’দিনের এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন দুর্গাপুর পুরসভার চেয়ারম্যান সুপ্রভাত মণ্ডল।

হারল ফ্রেন্ডস ক্লাব
কোলফিল্ড ক্লাব আয়োজিত ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বরিশা, কলকাতা। তারা চূড়ান্ত পর্বে রানিগঞ্জ রেল মাঠে অল ফ্রেন্ডস ক্লাব রানিগঞ্জকে টানটান উত্তেজনার খেলায় ২৫-২৪ পয়েন্টে হারিয়ে দেয়।

জয়ী আদিবাসী ক্লাব
থানা গ্রাম রক্ষী কমিটির আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় সোমবার বারাবনিতে জয়ী হয় ভাঙাধাওড়া আদিবাসী ক্লাব। কাপিষ্টা নেতাজি সুভাষ মাঠে তারা সিধাবাড়ি আদিবাসী ক্লাবকে ১-০ গোলে হারিয়ে দেয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.