বাড়িছাড়া পুলিশদের নিয়ে মানবিক মমতা
রাজ্য পুলিশের কোনও কর্মী টানা ১৫ বছর বাড়ির বাইরে থেকে চাকরি করলে তিনি নিজের জেলায় বদলি চাইতে পারেন। বছরখানেক আগে সরকার খাতায়-কলমে এই বিধি চালু করলেও তা কার্যকর হয়নি। নবান্ন সূত্রের খবর, এ বার তা হতে চলেছে। তবে আর্জি মঞ্জুরের আগে সেটি কতটা যুক্তিযুক্ত, খতিয়ে দেখবে প্রশাসন। একই সঙ্গে কলকাতা পুলিশের কর্মীদেরও সেই সুযোগ দেওয়া যায় কি না, তা রাজ্য প্রশাসনের বিবেচনায় রয়েছে।
শনিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা পুলিশের পদক-প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, পুলিশে অনেকে আছেন যাঁদের পরিবার-পরিজন দূরের জেলায় বাস করেন। বাড়িতে বৃদ্ধ বা অসুস্থ বাবা-মা রয়েছেন।
সাহসিনী। ট্যাক্সি থেকে নেমে ধাওয়া করে এক ছিনতাইকারীকে হাতেনাতে ধরে ফেলেছিলেন
শামিমা আনসারি। তাঁকে শনিবার পুরস্কৃত করলেন মুখ্যমন্ত্রী মমতী বন্দ্যোপাধ্যায়। নেতাজি
ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা পুলিশের এক অনুষ্ঠানে। —নিজস্ব চিত্র।
পরিবারের প্রতি নজর দেওয়ার পাশাপাশি তাঁরা যাতে চাকরিটাও করতে পারেন, সরকার সে ব্যাপারে নীতিগত ভাবে সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে কলকাতা পুলিশের কোনও কর্তা মুখ খোলেননি। তবে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠমহলের ব্যাখ্যা, ‘পুলিশ’ বলতে যা বোঝায়, সবাইকেই বুঝিয়েছেন তিনি। যার অর্থ, কলকাতা পুলিশের কর্মীরাও ওই বিধির আওতায় চলে আসবেন।
মুখ্যমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানিয়েছেন রাজ্যের পুলিশকর্তারা। তাঁদেরই এক জন বলেন, “বাহিনীর শৃঙ্খলার স্বার্থে সাধারণ ভাবে পুলিশকর্মীদের নিজের জেলায় বদলি করা হয় না। কিন্তু অনেকেরই বাড়িতে এমন কিছু সমস্যা থাকে যেগুলো অন্যত্র চাকরি করে মেটানো যায় না।” স্বরাষ্ট্র দফতরের কর্তারা বলছেন, মূলত মানবিক কারণেই মুখ্যমন্ত্রী এমন সিদ্ধান্ত নিয়েছেন। এখন কলকাতা পুলিশে যোগ দিলে চাকরির শেষ দিন পর্যন্ত কলকাতা পুলিশেই থেকে যেতে হয়। কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের আইনই বলছে, কলকাতা পুলিশে কর্মরত কোনও কর্মীকে জেলায় বদলি করতে বাধা নেই। সেই আইন মেনে বেশ কিছু ক্ষেত্রে কলকাতা পুলিশের কর্মীদের জেলায় বদলি করা হয়েছে। তবে তা কখনওই সাধারণ নিয়মে পরিণত হয়নি। এ ক্ষেত্রেও আবেদনকারীর আর্জি যাচাইয়ের পাশাপাশি সংশ্লিষ্ট জেলা পুলিশে শূন্যপদের বিষয়টি দেখা জরুরি।
মুখ্যমন্ত্রী এ দিন জানান, কলকাতার পুলিশকর্মীদের জন্য মডেল স্কুল, আইন শিক্ষা প্রতিষ্ঠান ও নিজস্ব বাড়ির ব্যবস্থা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজ্য পুলিশের কর্মীরাও ওই সুবিধে পাবেন। মমতার বক্তব্য, সরকার ইতিমধ্যেই ১ লক্ষ ৩০ হাজার সিভিক পুলিশ নিয়োগ করেছে। এর বাইরে আরও ৪০ হাজার ছেলেমেয়েকে পুলিশে নেওয়া হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.