খাদ্যশস্যের উৎপাদন বাড়ানোর জন্য কেন্দ্রের কাছ থেকে কৃষি-সম্মান পাচ্ছে রাজ্য সরকার। সম্প্রতি কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শরদ পওয়ার রাজ্যের কৃষিমন্ত্রী মলয় ঘটককে চিঠি দিয়ে এই কথা জানিয়েছেন। শনিবার নবান্নে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব অত্রি ভট্টাচার্য জানান, আগামী ১০ ফেব্রুয়ারি দিল্লিতে একটি বিশেষ অনুষ্ঠানে রাজ্যের হাতে এই ‘কৃষিকর্মন’ সম্মান তুলে দেওয়া হবে। কৃষিক্ষেত্রে সাফল্যের জন্য প্রতি বছরই কেন্দ্র এই সম্মান দিয়ে থাকে। ২০১২-’১৩ অর্থবর্ষে রাজ্যে সব ধরনের খাদ্যশস্যের উৎপাদন ভাল হওয়ায় এ বছর পশ্চিমবঙ্গকে বেছে নেওয়া হয়েছে। |
মাঘেও সরছে না শীতের পথের কাঁটা। ঘূর্ণাবর্ত-উচ্চচাপের পর এ বার উত্তুরে হাওয়ার পথে পাঁচিল তুলছে নিম্নচাপ অক্ষরেখা। ফলে কয়েক দিনে রাজ্যে শীত কমবে, বলছে হাওয়া অফিস। রাজস্থান থেকে বিহার, নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। তাই রাজ্যের বাতাসে জলীয় বাষ্প বাড়বে। বাড়বে তাপমাত্রাও। উত্তরবঙ্গের কিছু জেলা এবং বীরভূম-মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে। শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। |