দুটো মাথা থাকার
দশটা মারকাটারি সুবিধে



ফাঁসি হলেও নো চিন্তা!
আর একটা মাথা তো রয়েছে।

হেড করতে লাফালে গোলকি বুঝতেই
পারবে না, কোন মাথা দিয়ে করবেন।

একটার গলা ব্যথা হলেও
দিব্যি আইসক্রিম খাওয়া যাবে।

২৪x৭ কাজ। পালা করে একটা ঘুমোবে, আর একটা জেগে থাকবে।

নিতবর দরকার নেই।
আর একটা মাথায় ছোট টোপর পরিয়ে দিন।

রিয়ার-ভিউ মিরর বাতিল।
অন্য মাথাটাকে ঘুরিয়ে রাখুন ।


খুব সহজেই টুকলি করুন।
সময়ও নষ্ট হবে না।


নিজের হাতেই বউ সাজুন।
আয়নারও দরকার নেই।

একাই ব্যান্ড।
সোলো, ডুয়েট, হারমোনি, যা চাই।

১০

একাকিত্ব আবার কী! নিজের সঙ্গেই তো নিজের সারা দিন গল্প চলবে।


অবশেষে সাধারণ মানুষের নাগালে এল ‘বেবি বাব্ল’। এই সুপার-জেট যুগে, বেশির ভাগ মানুষেরই নিজের শরীরে সন্তানধারণের সময় ও ইচ্ছে নেই। মায়েরা তো কেরিয়ার-পার্টিলাইফ অবহেলা করে ন-দশ মাস কাটাতে চাইছেনই না। তা ছাড়া, মা হওয়ার ফলে চেহারায় যে পরিবর্তন আসে, সেটাও আধুনিকাদের নাপসন্দ। বাবারা বলছেন, অফিসের কাজ, ক্লাব-আড্ডা ছেড়ে স্ত্রীর দিকে মাসের পর মাস এত মনোযোগ দিতে যথেষ্ট অসুবিধা হয়। এই সব সমস্যার সমাধান করেছে বেবি বাব্ল। স্বামী-স্ত্রী বা প্রেমিকযুগল নিজের নিজের সময়মত ল্যাবে গিয়ে ডিম্বাণু ও শুক্রাণু জমা করে আসছেন। ভ্রূণ বড় হচ্ছে কৃত্রিম প্রজনন-বুদ্বুদ’এ। তার পর, সময় হলে, মা-বাবা ক্লিনিকে গিয়ে রসিদ দেখিয়ে বাচ্চা ডেলিভারি নিয়ে আসছেন। ক্লিনিকগুলোতে গেলে দেখা যায়, এসি ঘরে সার সার রাখা এই বাব্ল। দেখতে অনেকটা পেটমোটা পটলের মতো। ভেতরে রাসায়নিকে ভাসছে ছোট্ট বাচ্চা। বাব্লগুলোয় ছোট ছোট ক্যামেরা ফিট করা। সেগুলো ওয়্যারলেস প্রযুক্তিতে কম্পিউটারের সঙ্গে জোড়া। ফলে, মা-বাবা বাড়িতে বসেই স্কাইপ বা অন্যান্য ভিডিয়ো-ফোন অ্যাপ্স-এ বাচ্চার বড় হওয়া, তার পাশ-ঘোরা ও হাত-পা ছোড়া দেখতে পাচ্ছেন। তবে, এত দিন এই বাব্ল-এর দাম ছিল আকাশছোঁয়া। চিত্রতারকা, শিল্পপতি ও রাজনৈতিক নেতা-নেত্রীরাই কিনতে পারতেন। তার পর দশ মাস আরামে শুটিং, শো, মিছিল করে বা ঘুরে বেড়িয়ে এসে যথাসময়ে বাচ্চা নিয়ে যেতেন। সম্প্রতি, এক জাপানি কোম্পানি সিলিকন দিয়ে প্লাসেন্টা তৈরি করেছে। ফলে বাজারে এসেছে স্মার্ট ও সস্তা বেবি বাব্ল। তবু, আজও এটি কেনা একটা স্টেটাস সিম্বল। মানবাধিকার সংগঠনগুলি আবিষ্কারটিকে স্বাগত জানিয়ে বলেছে, সন্তানধারণের প্রবল পরিশ্রমটি লাঘব হওয়ায়, এত দিনে, সত্যিই সমান আরামদায়ক হবে নারী ও পুরুষের জীবন। দেশের উত্‌পাদনও বাড়বে।



সন্ধের দিকে ফুল টান্টু
হাঁন্টু টলমলিয়ে প্রোপোজে
Try to be human! Cant U?
শুনে কাঁদে, ‘এত ঝাড়, জানটুম?’

• মানুষ যদি যুক্তি মানে, তাকে মাতাল হতেই হবে, কারণ সেটাই জীবনের শ্রেষ্ঠ অভিজ্ঞতা।
লর্ড বায়রন

• মাতালকে অনেকে শ্রদ্ধা করে যার অন্তরের দড়িদড়া খসে পড়েছে, তাকে দেখে সমীহ জাগতে বাধ্য।
এফ স্কট ফিত্‌জেরাল্ড

• নববর্ষে মানুষ এত মাতাল হয়ে যায়, যাকে বিয়ে করেছে তাকেই চুমু খায়!
পি জে ও’রুর্ক

• যে কোনও এক বছরের বাচ্চাই একটা মিনি-মাতাল, চলতে-ফিরতে ঠোক্কর খায়, যখন খুশি হাসে-কাঁদে, যেখানে-সেখানে হিসি করে দেয়!
জনি ডেপ

There was a young man from Tacoma
Whose breath had a whisky aroma
So to alter the smell
He swallowed Chanel
And went off in a heavenly coma

The kings of Peru were the Incas
Who were known far and wide as great drincas
They worshipped the sun
And had lots of fun
But the peons all thought them great stincas.

• প্রঃ মাতাল ভাল?
গর্গরেফ: বাস্তবে মহা বিরক্তিকর, বমির থ্রেট আছে, কিন্তু নাটক বা ফিল্মে সাংঘাতিক ভাল। কারণ অনেকটা মদ খেলে চরিত্রটা খসিয়ে ফেলে ভণ্ডামির খোলস আর হয়ে ওঠে আকাঁড়া ও বেপরোয়া সন্ত। তখন, যে কথাগুলো এত ক্ষণ সূক্ষ্ম ইশারায় সারতে হচ্ছিল, সেগুলো বিকট গোদা গোদা করে ডায়ালগে লিখে দেওয়া যায়। অভিনেতাও ওভার-অ্যাক্টিং’এর লাইসেন্স পেয়ে আটখানা।







First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.