|
|
|
|
চ্যাপেলের আমলে পরীক্ষা হত, এই ভারতীয় দলে হয় না: ধোনি
চেতন নারুলা • নেপিয়ার |
রবিবার নেপিয়ারে শুরু পাঁচ ম্যাচের সিরিজে বিশ্বসেরারা যে ক্রিকেট বিশ্বের আট নম্বর দেশের মুখোমুখি হচ্ছে, তাকে পিছনে ফেলে সামনে চলে আসছে দ্বিমুখী যুদ্ধ। এক নম্বর লড়াই, নিউজিল্যান্ড ব্যাটসম্যান বনাম ভারতীয় স্পিনার। আর দু’নম্বর লড়াই, ভারতীয় ব্যাটসম্যান বনাম কিউয়ি পেস ব্যাটারি।
ক্রিকেটমহলের ধারণা, কিউয়ি পিচে ভারতীয় স্পিনাররা খুব সাহায্য পাবে না। তার উপর সেখানকার মাঠ ছোট, বাউন্ডারি লাইনও ছোট। এই পরিস্থিতিতে স্টুয়ার্ট বিনিকে অনিয়মিত বোলার হিসেবে খেলানোর পরীক্ষা করাই যায়। বিশেষ করে যেখানে এক বছর পরেই বিশ্বকাপ। কিন্তু মহেন্দ্র সিংহ ধোনি পরীক্ষানিরীক্ষার পক্ষপাতী নন। তাঁর বক্তব্য, “গ্রেগ চ্যাপেল যুগে পরীক্ষানিরীক্ষা হত। এই ভারতীয় দলে ও সব আর হয় না। কিছু প্লেয়ারকে আমরা সুযোগ দিয়ে দেখব ওরা চাপটা সামলাতে পারে কি না।”
যার মানে দাঁড়ায়, পাঁচ বোলারেই যাবে ভারত। অজিঙ্ক রাহানে চারে ও সুরেশ রায়না ছ’নম্বরে নামবেন। মনে করা হচ্ছে তৃতীয় সিমার হিসেবে দলে থাকবেন ভুবনেশ্বর কুমার। তবে বরুণ অ্যারনও খেলতে পারেন রবিবার। কারণ ধোনি বলেছেন, “চোট সারিয়ে ফেরার পরেও অ্যারনের বলের গতি একটুও কমেনি।”
দক্ষিণ আফ্রিকায় ওয়ান ডে সিরিজের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় যুদ্ধটা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কিউয়ি অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম হুঙ্কার দিয়ে রেখেছেন, বল হাতে তাঁরা যতটা সম্ভব নির্মম হতে চলেছেন। বিপক্ষের বোলিং পরামর্শদাতা শেন বন্ড যেমন দুই ভারতীয় ব্যাটসম্যান শিখর ধবন ও রোহিত শর্মা নিয়ে বলেছেন, “ডেল স্টেইন ওদের দু’জনকেই সমস্যায় ফেলে দিয়েছিল। আমাদের টিমেও পেসার আছে, বিশেষ করে তরুণ অ্যাডাম মিলনে। ওরা স্টেইনের মতো অভিজ্ঞ নয় ঠিকই, কিন্তু ভাববেন না আমরা ভারতীয়দের ভয় দেখাব না।” |
|
|
|
|
|