|
|
|
|
শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে মৃত্যু ১৮ জনের
সংবাদ সংস্থা • মুম্বই
১৮ জানুয়ারি |
প্রয়াত ধর্মীয় গুরু সৈয়েদনা মহম্মদ বুরহানউদ্দিনকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন ওঁরা। কিন্তু সেখানেই ভিড়ের চাপে মৃত্যু হল অন্তত ১৮ জনের। পদপিষ্ট হয়ে আহত অবস্থায় চিকিৎসাধীন আরও ৪০ জন। পুলিশ সূত্রের খবর, নিহতদের মধ্যে দুই কিশোরও রয়েছে।
শুক্রবার হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান দাউদি বোহরা সম্প্রদায়ের ধর্মীয় গুরু সৈয়েদনা মহম্মদ বুরহানউদ্দিন। বয়স হয়েছিল ১০২ বছর। সেই খবর ছড়িয়ে পড়তেই তাঁর বাড়ির সামনে ঢল নামে ভক্তদের। পুলিশ জানিয়েছে, প্রাথমিক ভাবে বোহরা সম্প্রদায়ের নেতারা পুলিশকে জানিয়েছিলেন, বুরহানউদ্দিনের বাড়ির সামনে কাউকেই শেষ শ্রদ্ধা জানাতে দেওয়া হবে না। পরের দিন দেহ নিয়ে মিছিল বেরোবে। সেখানেই মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।
কিন্তু এই ছবিটা বদলে যায় দ্রুত। পুলিশের দাবি, বাড়িতেই প্রয়াত গুরুকে শেষ শ্রদ্ধা জানানো যাবে বলে সন্ধ্যার পরে কয়েক জন নেতার এসএমএস ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায়। সেই খবর যায় পুলিশের কাছেও। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেও যায়। রাত ৯টার কিছু পর থেকে বুরহানউদ্দিনের মালাবার হিলের বাড়ি সইফি মহলের বাইরে ভিড় বাড়তে থাকে। পুলিশের দাবি, কয়েক ঘণ্টার মধ্যে মুম্বই এবং সংলগ্ন এলাকা থেকে অন্তত ৬০ হাজার ভক্ত চলে আসেন ওখানে। ঘটনাস্থলে হাজির অল্প সংখ্যক পুলিশের পক্ষে ওই ভিড় সামাল দেওয়া ছিল কার্যত অসম্ভব। তার মধ্যে সইফি মহলের গেট বন্ধ থাকায় বাইরে ভিড়ের চাপ বাড়তে থাকে। সরু গলিতে ভিড়ের চাপে শ্বাসরুদ্ধ হয়েই ওই ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকেরা।
মুম্বই পুলিশের দাবি, দাউদি বোহরা সম্প্রদায়ের নেতারা পরিস্থিতির গুরুত্ব বুঝতেই পারেননি। সেটা হলে এই ধরনের ঘটনা এড়ানো যেত বলে দাবি পুলিশের। |
|
|
|
|
|