আর্থিক মন্দার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ৮০ লক্ষেরও বেশি নতুন চাকরি তৈরি হয়েছে। সম্প্রতি এই দাবিই করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মন্দার ফলে মুখ থুবড়ে পড়া গাড়ি এবং উৎপাদন শিল্প ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। আর তার হাত ধরেই আমেরিকায় আবার চাকরি ফিরছে বলে জানিয়েছেন তিনি।
নতুন কর্মসংস্থান তৈরির পিছনে তাঁর সরকারের নীতিও অনেকটা সাহায্য করেছে বলেও মন্তব্য করেন ওবামা। মূলত শিল্প ক্ষেত্রে নতুন প্রযুক্তি ব্যবহার, কম খরচে বিদ্যুৎ এবং স্বাস্থ্য বিমার মতো বিভিন্ন সুবিধা দিতে আরও বেশি খরচের পথে হেঁটেছে মার্কিন প্রশাসন। আর এই সব সুবিধা সংস্থাগুলিকে ফের মার্কিন মুলুকে লগ্নি করতে আগ্রহী করে তুলেছে বলে তাঁর দাবি। প্রতিযোগিতার বাজারেও ফের তাঁদের কদর বাড়ছে। ফলে মন্দার পর উৎপাদন শিল্পের যে সমস্ত চাকরি অন্যান্য দেশে চলে গিয়েছিল, সেগুলি আবার ফিরে আসছে।
চলতি বছরে আরও বেশি সংখ্যক চাকরি তৈরি হবে বলেও আশা প্রকাশ করেছেন ওবামা। যার বেশির ভাগটাই আসবে বিভিন্ন ক্ষুদ্রশিল্পের হাত ধরে। ক্ষুদ্রশিল্প যে দেশের উন্নতির অন্যতম সহায়ক, তা-ও স্পষ্ট করে দিয়েছেন তিনি। দেশকে আর্থিক দিক থেকে আরও মজবুত করতে সকলকে নিয়ে চলার কথাই বার বার বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। সে জন্য বেতনের মতো আর্থিক এবং সামাজিক ক্ষেত্রগুলিতে আরও সুবিধা দিতে হবে। উল্লেখ্য, ক্ষুদ্রশিল্পে জোর দিতে সম্প্রতি ওই শিল্প সংক্রান্ত আধিকারিকের পদটিকে ক্যাবিনেট পর্যায়ে তুলে আনার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছেন ওবামা। শুধুমাত্র ক্ষুদ্রশিল্পই নয়, উৎপাদন শিল্পে গবেষণায় আরও জোর দেওয়ার পক্ষেও সওয়াল করেন তিনি। ওই শিল্পে গবেষণা বাড়াতে ইতিমধ্যেই একটি ‘ম্যানুফ্যাকচারিং হাব’ তৈরি করেছে সরকার।
তবে, এক দিনেই সব কিছু করে ওঠা যাবে না বলে আগাম সতর্কও করেছেন তিনি। জানিয়েছেন, ধৈর্য, ঝুঁকি নেওয়ার ইচ্ছে আপনা থেকেই সেই কাজে সাহায্য করবে। যার ফল মিলতে কিছু দিন সময় লাগবে। |