চা-এর প্রচারে নজর ৩ রাজ্যে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ভারতের পশ্চিমাঞ্চলে চায়ের কদর বাড়াতে এ বার তিন রাজ্যের দশটি বড় শহর বেছে ভারতীয় চায়ের ব্যাপক প্রচারে নামতে চলেছে ইন্ডিয়ান টি এসোসিয়েশন। প্রবীণ দের তুলনায় নতুন প্রজন্ম প্রয়োজনের তুলনায় কম চা খাচ্ছে বলে সমীক্ষায় তারা জানতে পেরেছেন। সে জন্য শহরে রোড শো করার পাশাপাশি কলেজ ও বিশ্ব বিদ্যালয়ে বিশেষ জোর দেওয়া হবে বলে জানান চা মালিক সংগঠন ইন্ডিয়ান টি এসোসিয়েশনের চেয়ারম্যান অরুণ সিংহ। শনিবার ডুয়ার্সের বিন্নাগুড়িতে ডুয়ার্স ব্রাঞ্চ অব ইন্ডিয়ান টি এসোসিয়েশনের সভায় ভারতীয় চায়ের বাজার ধরতে এই ভাবনার কথা জানানো হয়। তাঁর কথায়, “দেশে চায়ের কদর বাড়ালে চা শিল্প ঘুরে দাঁড়াতে পারবে।” |
চলতি মাসে তিন দিন পর্যন্ত উৎপাদন বন্ধ রাখার কথা জানাল গাড়ি নির্মাতা সংস্থা মহীন্দ্রা অ্যান্ড মহীন্দ্রা। বাজারে চাহিদার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে সংস্থা। |
কলকাতায় মডিউলার কিচেনের নয়া বিপণি খুলল গোদরেজ ইন্টেরিও। সম্প্রতি কলকাতায় মণি স্কোয়ার মলে এই বিপণিটি খুলেছে সংস্থা। এখানে রান্নাঘরের বিভিন্ন সরঞ্জাম মিলবে বলে জানিয়েছে সংস্থা। |
কে এস গোপালকৃষ্ণন এগন রেলিগেয়ার লাইফ ইনশিওরেন্স-এর এমডি-সিইও হয়েছেন। |