বাংলাদেশের জেল থেকে মুক্তি, ফিরলেন ট্রাকচালক
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
দুই বছর তিন মাস বাংলাদেশের জেলে বন্দি জীবন কাটাতে হয়েছে মালদহের মঙ্গলবাড়ির ট্রাকচালক বাবুরাম রায়কে। মালদহ মার্চেন্ট চেম্বার অব কামার্সের প্রচেষ্টায় শুক্রবার সকালে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেল থেকে ছাড়া পান ট্রাকচালক বাবুরাম রায়। এরপরই দুপুর ১২টা’য় মহদিপুর সীমান্তে বর্ডার গার্ড অফ বাংলাদেশের জওয়ানরা বাবুরামকে বিএসএফ জওয়াদের হাতে তুলে দেয়। দীর্ঘদিন পর মালদহে ফিরতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন ওই ট্রাকচালক। এদিন মহদিপুর সীমান্তে দুই নাবালক ছেলেকে নিয়ে হাজির ছিলেন বাবুরামের স্ত্রী দীপালিদেবীও। তিনি স্বামীকে দেখে কান্নায় ভেঙে পড়েন। পুলিশ সূত্রের খবর, ২০১১ সালে ৩০ অক্টোবর ডালখোলা থেকে পেঁয়াজ ভর্তি ট্রাক নিয়ে বাবুরাম রায় বাংলাদেশের সোনামসজিদ এলাকায় যান। স্থলবন্দরের বাইরে চলে যাওয়ায় তাঁকে গ্রেফতার করা হয়।
|
কুয়াশার জন্য শুক্রবার ছ’ঘণ্টা দেরিতে নিউ জলপাইগুড়ি পৌঁছল দার্জিলিং মেল। রেল সূত্রের খবর, মালদহের পর বিহারের অংশে প্রবল কুয়াশার জন্য কামরূপ এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস-সহ একাধিক ট্রেন ২-৫ ঘণ্টা দেরিতে চলে। গুয়াগাটিগামী দু’টি রাজধানী এক্সপ্রেসও আড়াই থেকে তিন ঘণ্টা দেরিতে চলেছে। এনজেপির স্টেশন ম্যানেজার অজিতেশ দাস বলেন, “ঘন কুয়াশার জন্যই এই দেরি হচ্ছে।” |
এক কিশোরীকে ধর্ষণের দায়ে শুক্রবার দুপুরে এক যুবককে ৭ বছরের কারাদণ্ড দিল ইসলামপুরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত (ফাস্ট ট্র্যাক সেকেন্ড) আদালত। সাজাপ্রাপ্তের নাম ইনাদুল আলম। বাড়ি চাকুলিয়ার বিলাতপুর এলাকায়। ২০১০ সালের ২৪ নভেম্বর সন্ধ্যায় ওই এলাকায় বাড়ির পাশ থেকে ওই কিশোরীকে ধারাল অস্ত্র দেখিয়ে পাশের ধানখেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। |