টুকরো খবর |
একশো দিনের প্রকল্পে প্রথম গড়বেতা ২ ব্লক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
একশো দিনের প্রকল্পে গতি আনতে পুরস্কার চালু করল জেলা প্রশাসন। শুক্রবার তার সূচনা হয়। এ দিন জেলার উন্নয়ন নিয়ে জেলা পরিষদ হলে বৈঠক ডাকে প্রশাসন। বৈঠক শেষে পুরস্কারের বিষয়টি ঘোষণা করা হয়। জানানো হয়, চলতি অর্থবর্ষের গোড়া থেকে গত ১৫ জানুয়ারি পর্যন্ত হিসাবে নিরিখে প্রথম হয়েছে গড়বেতা-২ ব্লক। দ্বিতীয় নয়াগ্রাম ও তৃতীয় সাঁকরাইল। বিডিও ও সভাপতিদের মঞ্চে ডেকে স্মারকও দেওয়া হয়। জেলাশাসক গুলাম আলি আনসারি, জানান, পুরস্কারের মাধ্যমে স্বাস্থ্যকর প্রতিযোগিতা শুরু করা হল। এর ফলে কাজে গতি বাড়বে।
|
সুবিচারের আবেদন
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
মিথ্যে অভিযোগে বাবা-মাকে গ্রেফতার করা হয়েছে। এই দাবি জানিয়ে সম্প্রতি খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ জানিয়েছিলেন পিংলার টুঙ্গুর গ্রামের বাসিন্দা শেখ ওলির মেয়ে সাবেদা খাতুন ও তাঁর বোন। দুই বোনের অভিযোগে গুরুত্ব দিয়ে শুক্রবার খড়্গপুরের এসডিপিও দেখা করলেন তাঁদের সঙ্গে। সাবেদা বলেন, “এসডিপিও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।” এসডিপিও সন্তোষকুমার মণ্ডল বলেন, “বিস্তারিত শোনা হয়েছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।”
|
মন বুঝতে ভোট
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
চাকরি সংক্রান্ত নানা দাবিতে ধর্মঘট ডাকতে চলেছে ন্যাশনাল ফেডারেশন ফর ইন্ডিয়ান রেলওয়ে মেন্স। তার আগে রেলকর্মীদের মন বুঝতে শুক্রবার খড়্গপুর রেল ডিভিশন ও ওয়ার্কশপে গোপন ব্যালটে রায় নিল মেনস্ কংগ্রেস। এ দিন খড়্গপুর রেলের বিভাগীয় কার্যালয়, রেল কারখানার ডিজেল গেট, ওয়াগন গেট, সিএমই গেট ও মূল গেটের সামনে শিবির করে ভোট নেয় তারা। আজ, শনিবারও চলবে ভোট গ্রহণ। রেল কারখানার সামনে কর্মসূচিতে ছিলেন কারখানার মেন্স কংগ্রেসের আহ্বায়ক রণধীশ চক্রবর্তী, কংগ্রেস শ্রমিক সংগঠনের জেলা সভাপতি প্রদীপ পাল প্রমুখ।
|
বহু লোকাল ট্রেন বাতিল
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
টিকিয়াপাড়ায় সিগন্যালিং ব্যবস্থার কাজের জন্য আজ শনিবার ও কাল রবিবার হাওড়া-খড়্গপুর শাখায় বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। খড়্গপুরের ডিআরএম গৌতম বন্দ্যোপাধ্যায় বলেন, “সাঁতরাগাছি ও টিকিয়াপাড়ার মধ্যে চতুর্থ লাইনের কাজ শেষ। বাকি শুধু টিকিয়াপাড়ার সিগন্যালিং ব্যবস্থার কাজটুকু। তবে এ জন্য এক্সপ্রেস ও মেল ট্রেন বাতিল করা হচ্ছে না।”
|
পথ নিরাপত্তা সপ্তাহ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর ও খড়্গপুর |
শহরে পথ নিরাপত্তা সপ্তাহ পালন |
২৫ তম জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ট্রাফিক পুলিশের উদ্যোগে শুক্রবার মেদিনীপুর এলআইসি মোড়ে সচেতনতামূলক কর্মসূচি হয়। ছিলেন জেলার পুলিশ সুপার ভারতী ঘোষ, বিধায়ক মৃগেন মাইতি, পুরপ্রধান প্রণব বসু। র্যালিও বেরোয়। খড়্গপুরের ইন্দা মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত পদযাত্রায় সামিল হয় বিভিন্ন স্কুলের পড়ুয়ারা।
|
উদ্বোধন |
সাঁকরাইল ব্লকে ভারত নির্মাণ রাজীব গাঁধী সেবা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হল শুক্রবার। উদ্বোধন করেন একশো দিনের কাজের প্রকল্পের কমিশনার দিব্যেন্দু সরকার। উপস্থিত ছিলেন ব্লকের বিডিও সৌরভ চট্টোপাধ্যায়। কমিশনারের পরামর্শ, “পরিকল্পনা তৈরির আগে কোন কাজে কত মানুষের উপকার হবে সে সমীক্ষা করা প্রয়োজন।”
|
কোথায় কী |
শনিবার
সম্মেলন: জীবিকা সেবক কর্মচারী ফেডারেশন-এর
পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলন। শহরের জেলা পরিষদ হলে।
সভা: চেম্বার অফ মাইনরিটির উদ্যোগে বিশ্ব নবি দিবস উপলক্ষে সভা। শহরের স্পোটর্স কমপ্লেক্সে।
পাঠ্যপুস্তক বিতরণ: খড়্গপুরের সাউথসাইড প্রাথমিক বিদ্যালয়ে ১৪০জন দু:স্থ পড়ুয়াকে
পাঠ্যপুস্তক দেওয়া হবে। দুপুর ৩টেয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর ঠিকানার’ উদ্যোগে।
রবিবার
ক্রীড়া: এবিটিএ’র জেলা ক্রীড়া। মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়ামে।
প্রতিযোগিতার উদ্বোধন হবে সকালে।
শিবির: বধিরতা নিয়ে আলোচনা সভা ও মূল্যায়ন শিবির। মেদিনীপুর
কলেজিয়েট স্কুলে। সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত। |
|