|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
দৈনন্দিন জীবন-ছন্দে পশুপাখিও |
মৃণাল ঘোষ |
সম্প্রতি সি-গাল গ্যালারিতে অনুষ্ঠিত হল শান্তিনিকেতনের শিল্পী মামুদ হোসেন লস্করের একক প্রদর্শনী। ফ্যানটাসি বা কল্পরূপ তাঁর আঙ্গিকের প্রধান বৈশিষ্ট্য। উচ্ছ্বসিত বর্ণময় তাঁর ছবিগুলিতে মানুষ ও পশুপাখির সঙ্গে নিরন্তর খেলা চলে। |
|
সমগ্র প্রকৃতি এক ছন্দে স্পন্দিত হয়। প্রকৃতি ও জীবনের এই সমন্বয়ের ভিতর আনন্দ যেমন আছে, তেমনি আছে সংঘাত। আজকের জীবনের বিচ্ছিন্নতার বিরুদ্ধে শিল্পী রচনা করেছেন কল্পরূপাত্মক এক পরিসর। তিনটি চিত্রমালায় বিভাজিত তাঁর ছবিগুলি: ‘রিফ্লেকশন’, ‘সুইট পেন’ ও ‘ডার্ক এজ’। |
প্রদর্শনী
চলছে
সিমা: ‘২০ ট্রানজিশন’ ২৫ জানুয়ারি পর্যন্ত।
আইসিসিআর: অমিত ভড় আজ শেষ।
অ্যাকাডেমি: সুকান্ত সরকার, সুরজিত্ মণ্ডল প্রমুখ ২১ জানুয়ারি পর্যন্ত।
লা মেরে: বার্ষিক প্রদর্শনী ২৫ পর্যন্ত।
বিড়লা অ্যাকাডেমি: বার্ষিক প্রদর্শনী ২ পর্যন্ত।
|
|