সমীর বিশ্বাসের মুক্তি চেয়ে সভা
নিজস্ব প্রতিবেদন |
মাওবাদীদের সঙ্গে যোগাযোগের অভিযোগে ধৃত আসানসোলের চিকিৎসক সমীর বিশ্বাসের মুক্তির দাবিতে সভা করল চিকিৎসক, মানবাধিকার ও নাগরিক অধিকার রক্ষা সংগঠন। শুক্রবার কলকাতার কলেজ স্কোয়ার স্টুডেন্টস হলে এই সভা হয়। সভাপতিত্ব করেন চিকিৎসক সঞ্জীব মুখোপাধ্যায়। আসানসোলের নাগরিক অধিকার সংগঠনও সেখানে যোগ দেয়। ধৃত চিকিৎসককে নিঃশর্ত মুক্তির দাবি ওঠে সভায়। যে সব অভিযোগে ওই চিকিৎসককে ধরা হয়েছে, তা ভিত্তিহীন বলে দাবি করা হয়। এই ধরনের ঘটনায় জঙ্গলমহলের ডাক্তারেরা চিকিৎসা করার ব্যাপারে আতঙ্কে ভুগতে পারেন বলেও মত চিকিৎসকদের ওই সংগঠনের। সভায় আরও অভিযোগ ওঠে, সম্প্রতি সমীরবাবুকে হাতকড়া পরিয়ে লোকাল ট্রেনে বর্ধমান থেকে আসানসোল নিয়ে যাওয়া হয়েছে, যাতে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। গোটা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের দ্বারস্থ হওয়ার কথাও জানানো হয় সভায়। আসানসোল পুলিশ কমিশনারেট ও বর্ধমান জেলা পুলিশ অবশ্য হাতকড়া পরিয়ে ট্রেনে নিয়ে যাওয়ার কথা মানতে চায়নি।
|
অন্ডালে হদিস নেই যুবকের
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
তিন দিন পরেও অন্ডালে দামোদরের জলে তলিয়ে যাওয়া যুবক শুভাশিস ঘোষের দেহ উদ্ধার হল না। বৃহস্পতিবার কলকাতা থেকে আসা ডুবুরি দল শুভাশিসের সঙ্গেই তলিয়ে যাওয়া বন্ধু চিরঞ্জিৎ গোপের মৃতদেহ উদ্ধার করে। সে দিন বিকেল পর্যন্ত খোঁজাখুঁজি করে হদিস মেলেনি শুভাশিসের। সে দিনই দামোদরের পাড়ে দাঁড়িয়ে থাকা শুভাশিসের পরিজন ও বন্ধুরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ তাঁদের বুঝিয়ে পরিস্থিতি আয়ত্তে এনেছিল। শুক্রবার ফের খোঁজ শুরু হয়। কিন্তু বিকেল পর্যন্ত কোনও সন্ধান মেলেনি। উদ্ধারকারী দল জানায়, আবার শনিবার খোঁজ করা হবে। উদ্ধারকারীদলের এক প্রতিনিধি জানান, বালির নীচে চাপা পড়ার সম্ভবনা রয়েছে। মঙ্গলবার দুর্গাপুরের বনগ্রাম থেকে পিকনিক করতে অন্ডালের কুঠিডাঙায় গিয়েছিলেন শুভাশিস ও চিরঞ্জিৎ। দামোদরে নেমে তলিয়ে যান তাঁরা। |
|
স্মরণে সুচিত্রা। কাটোয়ার ঘোষহাটে মহানায়িকাকে শ্রদ্ধা।
ছবিটি তুলেছেন অসিত বন্দ্যোপাধ্যায়।
|
পুলিশের উদ্যোগে বর্ধমানের টাউন হলে হল অঙ্কন প্রতিযোগিতা। |
|
|