সিএবি-র আন্তঃজেলা টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে উঠল শিলিগুড়ি বিকাশ। বুধবার রাজবাড়ি স্টেডিয়ামে তারা জলপাইগুড়ি রাইনোসার্সকে ৮ উইকেটে হারিয়েছে। ২০ ওভারে জলপাইগুড়ি রাইনোসার্স ৭ উইকেটে ৮৩ রান করে। শিলিগুড়ি বিকাশের রাজকুমার রায় ৪ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে শিলিগুড়ি বিকাশ ১৫ ওভার ৫ বলে দুই উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয়। রুপম দাস সর্বাধিক ৪২ রান করে অপরাজিত ছিলেন। এ দিন শিলিগুড়ি ও জলপাইগুড়ি দলের ম্যাচ দেখতে সিএবির সচিব সুবীর গঙ্গোপাধ্যায় ও কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে কোচবিহারে জেলা ক্রীড়া সংস্থার কর্তাদের সঙ্গে বৈঠকও করেন।
|
নাগরিক-মত মাথায় রেখে বেসরকারি সংস্থার সঙ্গে সাগরদিঘি উন্নয়ন প্রকল্পে কাজ তদারকিতে কমিটি গড়ছে জেলা প্রশাসন। বুধবার জেলাশাসক দফতর চত্বরের ল্যান্সডাউন হলে সাগরদিঘির প্রস্তাবিত সৌন্দর্যায়ন প্রকল্প নিয়ে সভা হয়। বাসিন্দা ও সংগঠনের প্রতিনিধিরা যোগ দেন। সভায় সাগরদিঘি উন্নয়ন নিয়ে গড়া মডেল দেখিয়ে এক সংস্থা কর্তারা প্রকল্প পরিকল্পনা ব্যাখ্যা করেন। এতে সাগরদিঘিতে মাছ ধরার সুযোগ, নৌকা বিহার, সাঁতার কাটার ব্যবস্থা হবে। দিঘি এলাকা সবুজায়ন, অ্যাকোয়ারিয়াম ও আলো ও ধ্বনিতে সাজানোর প্রস্তাব রয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক মোহন গাঁধী। তিনি বলেন, “স্থানীয় বাসিন্দাদের আবেগের কথা মাথায় রেখে আমরা কাজ করতে চাইছি। ” সভায় ন্যাসের সম্পাদক অরূপ গুহ বলেন, “আমরা পর্যটন আকর্ষণ বাড়াতে প্রস্তাবিত প্রকল্পের বিরোধী নই। কিন্তু রাজ আমলের ওই দিঘির জীববৈচিত্র্য যাতে ক্ষতিগ্রস্ত না হয় তা আগে নিশ্চিত করা দরকার।” জেলা ব্যবসায়ী সমিতির সম্পাদক সুব্রত সাহা দিঘির চার দিকে গাছ ও ক্লোজড সার্কিট ক্যামেরা বসানোর প্রস্তাব দেন। রাজবংশী ভাষা অ্যাকাডেমির পক্ষে চেয়ারম্যান প্রসেনজিৎ বর্মন সামগ্রিক কাজের তদারকিতে প্রশাসনের উদ্যোগে কমিটি গড়ার প্রয়োজনীয়তার কথা বলেন। বার অ্যাসোসিয়েশন সদস্য আবদুল জলিল আহমেদ কাজ মাঝপথে যাতে থমকে না যায় তা নিশ্চিত করার প্রতিশ্রুতি চান । পুর-চেয়ারম্যান বীরেন কুণ্ডু প্রকল্পের কাজে যাতে দিঘির জল দূষিত না হয় তা নিয়ে সতর্ক থাকার কথা জানান। এ নিয়ে আপত্তিও ছিল। কোচবিহার হেরিটেজ সোসাইটি সম্পাদক অরূপজ্যোতি মজুমদার বলেন, “এই প্রকল্প সাগরদিঘির ঐতিহ্যের সঙ্গে বেমানান। আমরা অন্য দিঘি ঘিরে এই প্রকল্পের কাজ করার পক্ষে।”
|
মাটি, কৃষি, উদ্যান পালন, মৎস্য ও প্রাণিসম্পদ মেলা শুরু হল মালদহের চাঁচলে। চাঁচল কৃষি ফার্মে বুধবার দুপুরে এর উদ্বোধন করেন মালদহের সহ কৃষি অধিকর্তা (প্রশাসন) জয়ন্ত দাস। মেলা চলবে ৩ দিন। উন্নত প্রযুক্তি ব্যবহার করে চাষিরা যাতে উন্নত ফলন ফলাতে পারে সেই উদ্দেশ্যেই এই মেলার আয়োজন। সহ কৃষি অধিকর্তা জয়ন্ত দাস বলেন, “মাটি, কৃষি, উদ্যান পালন, মৎস্য ও প্রাণিসম্পদ একে অপরের সঙ্গে সম্পর্কিত। ফলে মেলায় চাষিদের মধ্যে সব ক’টি বিষয়ে সচেতন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।” মেলায় রয়েছে ১২টি স্টল। এলাকার চাষিদের ফসল ও সবজির প্রদর্শনীর পাশাপাশি রয়েছে সব কটি দফতরেরও স্টল। সেখানে দফতরের কর্মীরা থাকবেন। চাষিকে নানা চাষবাসের বিষয়ে দক্ষ করে তুলতে প্রচার চালাবেন তারা। উদ্বোধনের পর মেলায় অনুষ্ঠিত হয় আদিবাসীদের নাচ।
|
রাহুল গাঁধীর পথে হেঁটে দক্ষিণ দিনাজপুরে লোকসভা ভোটের প্রচারে ‘সাইবার আর্মি শাখা খুলল জেলা কংগ্রেস। ওই বিভাগের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা সুমিত দত্ত বলেন, “সরকারের নেতিবাচক ভূমিকা সমালোচনা, আইন শৃঙ্খলার অবনতি, ঘোষিত তথ্য ও দাবির সত্যতা যাচাই করে পাল্টা তথ্য-পরিসংখ্যান ও সমালোচনা থাকবে ওই সাইটে। কেন্দ্রের উন্নয়নমূলক কর্মকাণ্ড, গুরুত্বপূর্ণ নেতৃত্বের বক্তব্য, সভার মতো দৈ নন্দিন কর্মসূচির ভিডিও ক্লিপিংস থাকবে তাতে। |