শুরু হচ্ছে মোহিনীমোহন মেমোরিয়াল শিল্ড টুর্নামেন্ট। পাঁচ বছর বন্ধ থাকার পর ফের ফুটবলকে স্বাগত জানাতে তৈরি মালদহের হরিশ্চন্দ্রপুর। গোটা হরিশ্চন্দ্রপুর জুড়েই সাজো সাজো রব। বাজার, চায়ের দোকানে আলোচনা সেই ফুটবলকে ঘিরে। রেলস্টেশন থেকে বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড থেকে ফুটবল মাঠবড় বড় ২০টি তোরণ এলাকার প্রাক্তন ফুটবলারদের স্মরণে। ঝুলছে পোস্টার আর ব্যানার। পাঁচ বছর বাদে ফের ফুটবল নিয়ে মেতে উঠেছে মালদহের হরিশ্চন্দ্রপুর।
বৃহস্পতিবার থেকে হরিশ্চন্দ্রপুরের হাইস্কুল মাঠে শুরু হচ্ছে মালদহের পুরনো ও ঐতিহ্যবাহী এই টুর্নামেন্ট। এই হরিশ্চন্দ্রপুরের ভূমিপুত্র, কংগ্রেস আমলের শিক্ষা-মন্ত্রী সৌরীন্দ্রমোহন মিশ্রের বাবা ছিলেন মোহিনীমোহন। তার নামে ১৯৩২ সালে ওই টুর্নামেন্ট চালু হয়। ওই টুর্নামেন্টটি পরিচালনা করে হরিশ্চন্দ্রপুর সংগঠন সমিতি। মাঝে ১৯৯৩ সালে অর্থাভাবে তা বন্ধ হয়ে যায়! এক যুগ বন্ধ থাকার পর ফের তা চালু করতে উঠেপড়ে লাগেন রায়গঞ্জের সাংসদ প্রিয়রঞ্জন দাশমুন্সি। তার উদ্যোগে ও আর্থিক সহায়তায় ফের ২০০৫ সালে ওই টুর্নামেন্ট চালু হয়। প্রিয়বাবু ২০০৮ সালে অসুস্থ হয়ে পড়ার পর ফের ২০০৯ সাল থেকে বন্ধ হয়ে যায় মোহিনীমোহন শিল্ড।
হরিশ্চন্দ্রপুরের সংগঠন সমিতির সভাপতি সুবীর রায়চৌধুরী বলেছেন, “এক যুগ বন্ধ থাকার পরে প্রিয়বাবুর উদ্যোগ, আর্থিক সহায়তায় টুর্নামেন্টটি চালু হয়েছিল। তিনি অসুস্থ হওয়ার পর অর্থাভাবেই তা বন্ধ হয়ে যায়। এর সঙ্গে এলাকাবাসীর আবেগ জড়িয়ে। তাই নানা ভাবে প্রচেষ্টার পর ফের তা শুরু করতে পেরে ভাল লাগছে।”
সংগঠন সমিতি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার টুর্নামেন্ট উদ্বোধন করার কথা উত্তর মালদহের সাংসদ মৌসম বেনজির নুরের। এ বারের নক আউট ওই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে আটটি দল। এর মধ্যে রয়েছে কলকাতা প্রথম ডিভিশনে চার দলখিদিরপুর, ঐক্য সম্মিলনী, ইস্টার্ন রেলওয়ে, শ্যামনগর তরুণ সঙ্ঘ। এ ছাড়া বাকি উত্তরবঙ্গ থেকে আসছে কালিম্পং, বালুরঘাট, রায়গঞ্জ, মালদহের দল। বৃহস্পতিবার প্রথম ম্যাচ মুখোমুখি মালদহ-রায়গঞ্জ। ২৩ জানুয়ারি ফাইনাল খেলা। |