মেয়াদ ফুরানোর চার মাস আগে বামেদের সরিয়ে মালবাজার পুরসভা দখল করল তৃণমূল কংগ্রেস। বুধবার কংগ্রেসের দুই কাউন্সিলরের সমর্থনে মালবাজার পুরসভার চেয়ারম্যান হয়েছেন তৃণমূল কংগ্রেসের স্বপন সাহা। মালবাজার পুরসভায় মোট আসন সংখ্যা ১৫। ৮টি আসন থাকার সুবাদে পুরবোর্ড বামেদের দখলে ছিল। এক বাম কাউন্সিলর ইস্তফা দেওয়ায় ওই আসনে সম্প্রতি উপনির্বাচন হয়। সেখানে তৃণমূল প্রার্থী জেতেন। তৃণমূলের জয়ী প্রার্থীর সংখ্যা বেড়ে হয় ৪ জন। কংগ্রেসের ২ জন দল ছেড়ে তৃণমূলে যোগ দেন। পরে আরও দু’জন কংগ্রেস কাউন্সিলর বাইরে থেকে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার সিদ্ধান্ত জানান। সেই মতো তৃণমূল কংগ্রেস অনাস্থা পেশ করলে বাম পুরবোর্ডের চেয়ারম্যান সুপ্রতিম সরকার পদ থেকে ইস্তফা দেন। এর পরে বোর্ড গঠনের জন্য সভা ডাকা হয়। সেখানে তৃণমূলের ৬ জন ও কংগ্রেসের ২ জন উপস্থিত ছিলেন। কংগ্রেস কাউন্সিলর তথা প্রাক্তন পুর চেয়ারপার্সন সুলেখা ঘোষ স্বপন সাহার নাম নতুন চেয়ারম্যান হিসেবে প্রস্তাব দেন। সহমত হলে স্বপনবাবু চেয়ারম্যান হিসেবে শপথ নেন।
কংগ্রেসের দুই কাউন্সিলর লীনা দেবী প্রসাদ ও কুন্দন লোহার একই সুরে এই দিন বলেন, “দলের থেকে মানুষ বড়। তাই মানুষের পছন্দ মেনে এবং বামেদের বোর্ড ঠেকাতেই আমরা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছি।” তবে জলপাইগুড়ি জেলা কংগ্রেস সভাপতি নির্মল ঘোষ দস্তিদার অবশ্য এই সমর্থনকে অনৈতিক ও অবৈধ বলে দাবি করেছেন। তিনি বলেন, “দুই কাউন্সিলর দলকে না জানিয়ে তৃণমূল কংগ্রেসকে সমর্থন দিয়ে দল বিরোধী কাজ করেছেন। ওঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ দিকে বামেদের অনুপস্থিতির বিষয়ে প্রাক্তন বামবোর্ডের চেয়ারম্যান সুপ্রতিম সরকার জানান, যে হেতু বর্তমান বোর্ডে সংখ্যালঘু তাই নীতিগত কারণেই বোর্ডের সভায় যাননি। তিনি বলেন, “এখন থেকে আমরা বিরোধী দলের সদর্থক ভূমিকা গ্রহণ করব।”
এ দিকে আগামী মে মাসেই মালবাজার পুরসভার বর্তমান বোর্ডের মেয়াদ শেষ হয়ে যাবে। এই চার মাস সময়ের মধ্যেই মালবাজার পুর সভা এলাকার নিকাশি, জঞ্জাল অপসারণ, সড়ক ও স্বাস্থ্যের বিষয়ে উন্নয়নের কাজ গুরুত্ব দিয়ে করা হবে বলে এই দিন সদ্য মনোনীত হওয়া চেয়ারম্যান স্বপন বাবু জানিয়েছেন। |