মনোনয়ন তোলায় বাধা, ফলতায় অবরোধ
নিজস্ব সংবাদদাতা • ফলতা |
কলেজের ছাত্র সংসদ নির্বাচনে এসএফআই সমর্থকদের মনোনয়ন তোলায় বাধা দেওয়ার অভিযোগ উঠল টিএমসিপির বিরুদ্ধে। বুধবার দক্ষিণ ২৪ পরগনার ফলতার সাধনচন্দ্র মহাবিদ্যালয়ের ওই ঘটনায় বেলা ১২টা থেকে ঘণ্টাখানেক ফলতার দোস্তপুর রোডের হরিণডাঙা মোড় অবরোধ করে এসএফআই। কলেজের এসএফআই ইউনিটের সদস্য তনুশ্রী মালিকের অভিযোগ, “বুধবার আমরা মনোনয়ন তুলতে গেলে টিএমসিপির সমর্থকেরা বাধা দেয়। আমাদের কলেজে ঢুকতে দেওয়া হয়নি। কয়েক জনকে মারধর করা হয়েছে।” টিএমসিপি ব্লক সভাপতি কৌশিক প্রামাণিকের দাবি, “ওরা কয়েক জন বহিরাগত নিয়ে এসেছিল। মনোনয়ন তোলার জন্য আসেনি। ৩২টি আসনের প্রতিটিতে প্রার্থী দেওয়ার মতো অবস্থা ওদের নেই।” পুলিশ জানিয়েছে, এসএফআইয়ের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবারতি দাস বলেন, “এসএফআইয়ের পক্ষ থেকে কেউ আমার কাছে কোনও অভিযোগ করেনি। আমি বিষয়টি সম্পর্কে জানি না।”
|
দুষ্কৃতী গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
মাদক বিক্রির এক চাঁইকে পাকড়াও করল পুলিশ। বসিরহাটের বড় জিরাফপুরের বাসিন্দা রহিম দাজির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। বুধবার আদালতে তোলা হলে বিচারক তার ১৪ দিনের দেল হেফাজতের নির্দেশ দেন।
|
নৈশপ্রহরীকে বেঁধে রেখে মঙ্গলবার রাতে ডাকাতি হল বারুইপুরে পিয়ালির একটি সোনার দেকানে। পুলিশ জানায়, লক্ষাধিক টাকার ডাকাতি হয়েছে। দোকান মালিক বরুণ মণ্ডলের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। |