ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বুধবার সকালে রানাঘাট কলেজে মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার সময় বোমাবাজির অভিযোগ উঠল তাদের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে ছাত্র সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ছাত্র পরিষদ।
পুলিশ ও কলেজ সূত্রে জানা গিয়েছে, আগামী ২৮ জানুয়ারি নদিয়ার কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন রয়েছে। বুধ ও বৃহস্পতিবার রানাঘাট কলেজের ৭২টি আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ধার্য করা হয়েছিল। বুধবার বেলা এগারোটা নাগাদ একদল তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন। অভিযোগ, চূর্ণি নদী পার হয়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের কাছে তাদের পথ আটকায় তৃণমূল ছাত্র পরিষদের আরেক দল সমর্থক। শুরু হয় দু’পক্ষের হাতাহাতি। তা গড়ায় বোমাবাজিতেও। ঘটনায় জখম হয়েছেন শিবু বিশ্বাস নামে এক ভ্যানচালক। গুরুতর জখম অবস্থায় রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জেলা ছাত্র পরিষদের সভাপতি নিত্যগোপাল মণ্ডল বলেন, “ওই কলেজে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর লড়াইয়ে আতঙ্ক ছড়িয়েছে। আমরা জেলার সব কলেজের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ” জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অয়ন দত্ত বলেন, “সামান্য গণ্ডগোল হয়েছিল। আমরা মিটিয়ে নিয়েছি।” |
রানাঘাট কলেজে গণ্ডগোলের জেরে পুলিশি তৎপরতা। |
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরূপ মাহতি বলেন, “মনোনয়নপত্র জমা ঘিরে কলেজের মধ্যে গণ্ডগোল হয় নি। শুনেছি বাইরে অশান্তি হয়েছে।” জেলা পুলিস সুপার সব্যসাচীরমণ মিশ্র বলেন, “ছাত্রদের মধ্যে গণ্ডগোরে খবর পেয়েছি। কলেজ চত্বরে পুলিশ মোতায়েন করা হয়েছে।”
অন্য দিকে, এ দিনই চাপড়ার বাঙ্গালঝি রামকৃষ্ণ আশ্রম স্কুলের কাছে বোমা ফাটে। জখম হন বাদশা মণ্ডল নামে এক পথচারী। তিনি চাপড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। এ দিন ছিল চাপড়া বাঙ্গালঝি কলেজের ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বিপক্ষকে ভয় দেখানোর জন্য বোমা ফাটানো হচ্ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সেই বোমার আঘাতেই জখম হন ওই পথচারী। |