টুকরো খবর
কান্দির কলেজে সব আসনে প্রার্থী দিতে পারল না তৃণমূল
ছাত্র সংসদ নির্বাচনে সব আসনে প্রার্থী দিতে পারল না রাজ্যের শাসক দল পরিচালিত ছাত্র সংগঠন। আগামী ২০ জানুয়ারি মুর্শিদাবাদের কলেজ ছাত্র নির্বাচনের দিন নির্ধারিত হয়েছে। বুধবার ছিল কান্দির রাজ কলেজ ও রাজা বীরেন্দ্র চন্দ্র কলেজে ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের দিন। দু’টি কলেজেই শান্তিপূর্ণ ভাবে মনোনয়ন পত্র দাখিল করে দু’টি ছাত্র সংগঠন। কান্দির রাজা বীরেন্দ্র চন্দ্র কলেজে দীর্ঘ দিন ধরেই ক্ষমতায় রয়েছে ছাত্র পরিষদ। ওই কলেজে আসন সংখ্যা ১২। ছাত্র পরিষদ সব আসনে প্রার্থী দিতে পারলেও, তৃণমূল ছাত্র পরিষদ সব আসনে প্রার্থী দিতে পারেনি। তৃণমূল ছাত্র পরিষদ ৭টি আসনে প্রার্থী দিয়েছে। ফলে পাঁচটি আসনে বিনা প্রতিদ্বন্দিতায় জিতেছে ছাত্র পরিষদ। অন্য দিকে কান্দি রাজ কলেজে ২৪টি আসনের মধ্যে ১৩টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ। ওই কলেজে টানা পাঁচ বছর ক্ষমতায় রয়েছে ছাত্র পরিষদ। তার মধ্যে তিন বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে ছাত্র পরিষদ। এ বছর ১১টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল ছাত্র পরিষদ। ছাত্র পরিষদের জেলার মুখ্য উপদেষ্টা শাশ্বত মুখোপাধ্যায় বলেন, “তৃণমূল ছাত্র পরিষদ প্রার্থী দিয়েছে মানে আমাদের সংগঠন দুর্বল হয়েছে এমন ভাবার কারণ নেই।” তৃণমূল ছাত্র পরিষদের কান্দি মহকুমার সভাপতি সুব্রত শুকুল বলেন, “সব আসনে প্রার্থী না দিতে পারার জন্য আমরাই দায়ী। আমাদের কিছু নেতৃত্বের গাফিলতির জন্যই এই অবস্থা।”

কংগ্রেস ছেড়ে তৃণমূলে
নওদা এলাকার প্রায় দেড় হাজার কর্মী-সমর্থক কংগ্রেস ছেড়ে বুধবার তৃণমূলে যোগ দিলেন। এ দিন বহরমপুরের গোরাবাজারে তৃণমূল জেলা কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ওই কংগ্রেসের কর্মী-সমর্থকরা তৃণমূলে যোগ দেন। ওই অনুষ্ঠানে তৃণমূলের জেলা সভাপতি মহম্মদ আলি, তৃণমূলের কার্যকরী সভাপতি হুমায়ুন কবীর-সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। আগামী লোকসভা নির্বাচনে তৃণমূলের হুমায়ুন কবীর, নিয়ামত শেখ ও রঞ্জন ভট্টাচার্যকে যথাক্রমে বহরমপুর, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর কেন্দ্রের আহ্বায়ক করা হয়েছে। গত ১০ জানুয়ারি কলকাতার তৃণমূল ভবনে সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় মুর্শিদাবাদের জেলা তৃণমূলের শীর্ষস্তরের নেতাদের সঙ্গে বৈঠকে করেন। তৃণমূলের জেলা সভাপতি মহম্মদ আলি বলেন, “ওই বৈঠকে মুর্শিদাবাদের তিনটি লোকভা কেন্দ্রের জন্য দলীয় ওই তিন নেতৃত্বকে আহ্বায়ক করার কথা সিদ্ধান্ত হয়।”

ক্লাস বয়কট শিক্ষিকাদের
বেশ কিছু দাবিদাওয়া তুলে ক্লাস বয়কট করলেন ভাবতা হাসিনা মেমোরিয়াল গার্লস উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকারা। বুধবার ওই ঘটনায় শিকেয় ওঠে স্কুলের পঠনপাঠন। ওই শিক্ষিকাদের অভিযোগ, নিয়ম অনুযায়ী যোগ্যতা বাড়ানোর পরেও বেতন বাড়ছে না। স্কুলে মিড ডে মিল অনিয়মিত। পোশাক ও বইয়ের জন্য বরাদ্দ টাকা ঠিক সময়ে ছাত্রীদের দেওয়া হচ্ছে না। পরে স্কুলের প্রধান শিক্ষিকা কিছু দাবি মেনে নিলে বয়কট উঠে যায়। জেলার সহকারী বিদ্যালয় পরিদর্শক প্রশান্ত মণ্ডল বলেন, ‘‘ওই স্কুলে ঠিক কী হয়েছে তা দেখে পদক্ষেপ করা হবে।”

সড়ক অবরোধ
বাসের ধাক্কায় দুই ছাত্রী জখম হওয়ার প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। বুধবার সকালে রানাঘাটের হবিবপুর এলাকা থেকে সাইকেলে চেপে মিলনবাগানে স্কুলে যাছিল দুই ছাত্রী। হঠাৎই সামনের দিক থেকে আসা একটি বাসের ধাক্কায় তারা ছিটকে পড়ে রাস্তায়। জখম দুই ছাত্রীকে উদ্ধার করে ভর্তি করানো হয় রানাঘাট মহকুমা হাসপাতালে। ঘটনার জেরে উত্তেজিত জনতা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। ফলে ঘণ্টা খানেক জাতীয় সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে পুলিশ পরিস্থিতি সামাল দেয়। তদন্ত শুরু করেছে পুলিশ।

দুর্ঘটনায় মৃত্যু
ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। বুধবার দুপুরে বড়ঞার ডাকবাংলা-পানুটিয়া রাজ্য সড়কের এই ঘটনায় মৃতের নাম সুকুমার হাঁসদা (৪৫)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন রাইহাট গ্রামের ওই বাসিন্দা রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন। নারায়ণপুর মোড় সংলগ্ন এলাকায় একটি ট্রাক তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। ট্রাকটিকে ধরতে তল্লাশি চলছে।

মকর-স্নানে স্ত্রীকে ডুবিয়ে খুন
মকর সংক্রান্তিতে স্ত্রীকে প্রায় জোর করেই স্নান করাতে নিয়ে গিয়েছিলেন চূর্ণী নদীতে। কিন্তু অভিসন্ধি ছিল অন্য। সেখানে সুযোগ বুঝে স্ত্রী সোমা বিশ্বাসকে ডুবিয়ে খুন করে ঘাট পারাপারের চলন্ত নৌকায় উঠে পড়ে শঙ্কর বিশ্বাস। বুধবার সকালে ঘাটে দাঁড়িয়ে ওই ঘটনা দেখে জনতা অন্য একটি নৌকা নিয়ে তাড়া করে তাকে ধরে ফেলেন। মারধর করে তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।

নিত্যানন্দকে নিয়ে
বহরমপুরে তিন মহিলা খুনে ধৃত জ্যোতিষী নিত্যানন্দ দাসকে নিয়ে শিলিগুড়ি ঘুরে গেল পুলিশ। পুলিশ জানায়, নিত্যানন্দ জানায়, ইংরেজবাজারের হরিজনপাড়ায় রাজু নামে এক যুবককে সে ওই তিন মহিলার চারটি মোবাইল বিক্রি করে। তাকে নিয়ে বহরমপুর থানার পুলিশ মঙ্গলবার মালদহে আসে। তবে খোঁজ মেলেনি রাজুর।

কোথায় কী

প্রাক্তনী সমাবেশ

নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তনীদের ছাত্র সম্মিলনী শুরু হচ্ছে আগামী ২৪জানুয়ারি। চলবে তিন দিন।
শতাব্দী প্রাচীন ওই স্কুলের মূল ভবনের লাগোয়া জমিতেই প্রাক্তনী ভবন। সেখানে নিয়মিত ক্লাস হচ্ছে রবীন্দ্র
মুক্ত বিদ্যালয়ের। আছে বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থাও। যুব কল্যাণ দফতর অনুমোদিত কম্পিউটার শিক্ষা,
ইন্টিরিয়র, ফ্যাশন ডিজাইনিং মাল্টি জিমের পাশাপাশি আছে চৈতন্য গবেষণা কেন্দ্রও। প্রাক্তনীদের
সম্মিলনীতে দেশ বিদেশের প্রাক্তনীরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.