|
|
|
|
মনোনয়ন নিয়ে টিএমসিপি-র গোষ্ঠী-বিবাদ এগরা কলেজে
নিজস্ব সংবাদদাতা • এগরা |
ছাত্র ভোটের মনোনয়ন তোলাকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর বিবাদে বুধবার উত্তেজনা ছড়াল এগরা সারদা শশীভূষণ কলেজে।
বুধ ও বৃহস্পতিবার ছিল কলেজ ভোটের মনোনয়নপত্র তোলার দিন। ২টো পর্যন্ত সময়সীমা ছিল। সকাল ১০টা থেকেই কলেজ চত্বরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। বেলা ১১টায় শুরু হয় মনোনয়ন তোলার পর্ব। শেষবেলায় টিএমসিপি-র দু’টি গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল বেধে যায়।
বিক্ষুব্ধ গোষ্ঠীর প্রার্থী হিসাবে মনোনয়ন দিতে আসা ছাত্র-ছাত্রীরা বলেন, “আমরা ১টা ৫০ মিনিটে মনোনয়ন জমা দিতে যাই। কিন্তু ক্ষমতাসীন গোষ্ঠীর ছেলেরা গেট বন্ধ করে দেয়। পুলিশ সেখানে দাঁড়িয়ে থাকলেও গেট খোলার ব্যবস্থা করেনি। পুলিশের সামনেই আমাদের হুমকি দেওয়া হয়। মারধর করা হয়।” ছাত্রসংসদে ক্ষমতাসীন গোষ্ঠীর নেতা অনুপ শী, উদয় পাল ও জিএস তাপস পালদের অবশ্য দাবি, “কয়েকজন ছাত্র অন্যায় ভাবে সময়ের পরে এসে বিশৃঙ্খলা তৈরি করে। ওরাই আমাদের উপরে চড়াও হয়।”
এগরা কলেজের অধ্যক্ষ দীপক তামিলীও ক্ষমতাসীন গোষ্ঠীর পক্ষ নিয়ে বলেন, “অন্য গোষ্ঠী দু’টোর পরে এসেছিল। দারোয়ান আমার সঙ্গে কথা বলেই গেট লাগিয়ে দিয়েছিল দু’টোয়।”
বিক্ষুব্ধ গোষ্ঠীর ছেলেমেয়েরা পক্ষপাতের অভিযোগ তুলে এরপর বন্ধ কলেজ গেটে তালা ঝুলিয়ে দেয়। পরে তালা খুলে দিলেও বিক্ষোভ চলে। সারে চারটা নাগাদ বিক্ষোভ মিটলে কলেজের ভিতরের শিক্ষক, ছাত্র-ছাত্রীরা বাইরে বেরোতে পারেন। |
|
|
|
|
|