|
|
|
|
ঝাড়গ্রামে এ বার ধর্নায় আইনজীবীরা
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
শূন্যপদে কর্মী নিয়োগ, নতুন এজলাস চালু-সহ বেশ কিছু দাবিতে দিন দশেক আগে কর্মবিরতি শুরু করেছিলেন ঝাড়গ্রাম মহকুমা আদালতের আইনজীবী এবং মুহুরিরা। তারপরও দাবি না মানায় বুধবার থেকে ধর্না শুরু করলেন আইনজীবীরা। ইতিমধ্যে ‘ঝাড়গ্রাম আইনজীবী ও মুহুরি জয়েন্ট অ্যাকশন কমিটি’ গড়ে উঠেছে। ওই কমিটির ডাকেই এই ধর্নার সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। কমিটির তরফে শতীন্দ্রনাথ পতি চৌধুরী জানান, “আমরা বাধ্য হয়ে চরম পদক্ষেপ নিয়েছি।” তবে তিনি মানছেন এতে সমস্যায় পড়েছেন বিচারপ্রার্থীরা। তাঁর কথায়, “সাধারণ মানুষের স্বার্থেই আমাদের এই আন্দোলন।” |
কর্মরত আইনজীবীদের ধর্না ঝাড়গ্রাম আদালতে। —নিজস্ব চিত্র। |
কমিটির পক্ষে প্রবীণ আইনজীবী সতীন্দ্রনাথ পতিচৌধুরী বলেন, “দাবিপূরণ না-হওয়া পর্যন্ত আমাদের এই ধর্না চলবে।” এর জেরে, সমস্যায় পড়েছেন বিচারপ্রার্থীরা। বিভিন্ন মামলার বিচার বিলম্ব হচ্ছে। প্রায় পাঁচ হাজার মামলা স্থগিত রয়েছে বলে জানা গিয়েছে। বন্ধ রয়েছে আদালতের সমস্ত রকমের কাজ। কর্মচারী সংখ্যা কম থাকার ফলে নানা কাজ ব্যাহত হয়। আদালতের জেরক্স মেশিনও অচল হয়ে পড়ে রয়েছে। মেরামত করা হয়নি। ফলে, রায়ের সার্টিফায়েড কপি মেলে না। অন্য দিকে, ঝাড়গ্রাম মহকুমা আদালতে নতুন অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকের এজলাস এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাস চালুর দাবি দীর্ঘদিনের। সেই দাবিও পূরণ হয়নি। |
|
|
|
|
|