খাদ্য পরিদর্শক ভবন ১৫টি ব্লকে
ব্লক পর্যায়ে খাদ্য দফতরের নিজস্ব কোনও অফিস নেই। তাই ভরসা বিডিও অফিস। অথচ, প্রতিটি ব্লকেই খাদ্য দফতরের একজন করে পরিদর্শক থাকার কথা। তাঁদের জন্য পুরোদস্তুর একটি অফিসও থাকার কথা। নিজস্ব কোনও অফিস না থাকায় ভরসা বিডিও অফিসের কোনও একটি ঘর। যেখানে অস্থায়ী ভাবে অফিস করেই চলছিল এত দিন। এবার অবশ্য ব্লক স্তরে পরিদর্শকের অফিস করার জন্য উদ্যোগী হল রাজ্য সরকার। প্রথম ধাপে রাজ্যের ১১৫টি ব্লকে এই অফিস করা হবে। তার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলের ১১টি ব্লক-সহ ১৫টি ব্লকে করা হবে অফিস। জেলা খাদ্য নিয়ামক পার্থপ্রতিম রায় বলেন, “অফিস তৈরির কাজ দ্রুত গতিতে শুরু করতে পদক্ষেপ করা হচ্ছে।”
মূলত প্রথম ধাপে মাওবাদী উপদ্রুত ও তফসিলি জাতি, উপজাতি অধ্যুষিত ব্লকে এই অফিস করা হবে। অফিস হবে ব্লক অফিস চত্বরেই। ব্লক অফিসের পড়ে থাকা কোনও জমিতেই দু’টি ঘর সহ খাদ্য দফতরের পরিদর্শকদের অফিস হবে। যেখানে একটি ঘরে অফিসের যাবতীয় নথি থাকবে। অন্য ঘরে পরিদর্শক-সহ অন্যরা বসবেন। প্রতিটি অফিস তৈরির জন্য প্রায় ৪ লক্ষ টাকাও বরাদ্দ হয়েছে।
কিন্তু হঠাৎ কেন ব্লক স্তরেও খাদ্য দফতরের পরিকাঠামো উন্নয়নে জোর? প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অনগ্রসর বা মাওবাদী উপদ্রুত এলাকাগুলিতে গণবণ্টন ব্যবস্থার উপর জোর দিচ্ছে সরকার। যে সব এলাকার বেশিরভাগ মানুষকেই ২ টাকা কেজি দরে চাল দেওয়ার পাশাপাশি রেশনে নানা ধরনের খাদ্য শস্য দেওয়া হচ্ছে। কিন্তু বাস্তবে তা কী তা সাধারণ গরিব মানুষের কাছে পৌঁছেছে? অনেক সময়েই রেশনে কারচুপিরও অভিযোগ ওঠে। যার উপর নজরদারি চালানোর কথা পরিদর্শকদের। বর্তমানে ব্লকে ব্লকে নিজস্ব অফিস না থাকার ফলে নানা সমস্যা দেখা দেয়। পরিদর্শক হঠাৎ পরিদর্শনে বেরোলে কার কাছে অভিযোগকারী অভিযোগ জানাবেন, কিছু জানার থাকলে কার কাছে জানবেন, তার উপায় থাকে না। আবার এই সুযোগে পরিদর্শকেরাও নিয়মিত অফিস যান না বলে অভিযোগ। কিন্তু পুরোদস্তুর অফিস থাকলে সকলেই জানতে পারবেন এটা দফতরের নিজস্ব অফিস। পরিদর্শক পরিদর্শনে গেলেও দফতরে কর্মীরা থাকবেন। দফতরের কর্মীদের দেখেই সকলে বুঝতে পারবেন যে, এঁরা খাদ্য দফতরের কর্মী। দফতরে কাজ হচ্ছে কিনা ব্লক অফিসে গিয়ে জেলার যে কোনও আধিকারিকও খতিয়ে দেখতে পারবেন। এত দিন বিডিও অফিসের বিভিন্ন দফতরের মধ্যে কোথায় খাদ্য দফতরের এক আধিকারিক বসছেন সে দিকে খেয়াল রাখা কঠিন ছিল। তাই প্রথম ধাপে রাজ্যে ১১৫টি ব্লকে অফিস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চলতি আর্থিক বছরের মধ্যেই যাতে অফিস তৈরির কাজ শুরু হয়ে যায় সে জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। যাতে ২০১৪-১৫ আর্থিক বছরের মাঝামাঝি নতুন অফিসে খাদ্য দফতরের কর্মীরা কাজ শুরু করতে পারে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সরকারি নির্দেশ অনুযায়ী দ্রুত নতুন অফিস তৈরির কাজ করতে পদক্ষেপ করা হচ্ছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.