|
|
|
|
জলপ্রকল্প উৎস খুঁজতে পরিদর্শন
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
জলপ্রকল্প এখনও বাস্তবায়িত না হওয়ায় খড়্গপুর পুরসভার কংগ্রেস বোর্ডের ওপর চাপ বাড়াচ্ছে তৃণমূল। এই পরিস্থিতির মধ্যেই পুরসভার জলপ্রকল্প উৎস খুঁজতে বুধবার ফের পরিদর্শনে এলেন রাজ্য পুর কারিগরি দফতর ও জল অনুসন্ধান দফতরের কর্তারা। এ দিন দফতরের চিফ ইঞ্জিনিয়ার কৌশিক দাসের নেতৃত্বে উপ-পুরপ্রধান চিত্তরঞ্জন মণ্ডল, পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অভিজিৎ চট্টোপাধ্যায় কেশপালের কাছে কংসাবতী নদীর পার্শ্ববর্তী এলাকা ঘুরে দেখেন। পুরসভার ৮৫ দশমিক ৭৯ কোটি টাকার জল প্রকল্পের কাজ কী ভাবে তরান্বিত করা যায় তা দেখতেই ওই পরিদর্শন বলে জানা গিয়েছে।
বস্তুত, গত ৫ অগস্ট অনাস্থা ভোটাভুটির মাধ্যমে তৃণমূল পরিচালিত এই পুরসভায় ক্ষমতা দখল করে কংগ্রেস। আগের তৃণমূল বোর্ড পুর এলাকায় জলের সুনিশ্চিত বন্দোবস্ত করতে জল প্রকল্পের পরিকল্পনা করে কাজ শুরু করেছিল। তবে কিছু দিনের মধ্যেই তা গতি হারায়। কংগ্রেসের অভিযোগ ছিল, অপরিকল্পিত ভাবে ওই প্রকল্পের শুরু করেছিল তৃণমূল। যদিও তৃণমূল নেতৃত্ব সে দাবি নস্যাৎ করেছেন। এর আগেও গত ১৬ ডিসেম্বর পুর কারিগরি দফতরের তরফে ওই জল প্রকল্প পরিদর্শন করা হয়। পুরসভা সূত্রে জানা গিয়েছে, আগে পরিকল্পনা অনুযায়ী নদীর গতিপথ মেদিনীপুরের দিকে হওয়ায় ওই পাম্পিং স্টেশন সেখানেই হওয়ার কথা ছিল। তবে এখন খড়্গপুরের দিকে নদীর গতিপথ বদলেছে। উপ-পুরপ্রধান চিত্তরঞ্জন মণ্ডল অবশ্য এ দিন খড়্গপুরের দিকে কেশপালে গভীর নলকূপগুলি গড়ার কাজ দ্রুত শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন। |
|
|
|
|
|