টুকরো খবর
কৃষি মেলার সূচনা মোহনপুরে
ব্লকে ব্লকে কৃষি-প্রাণী-মৎস্য মেলা আয়োজনের উদ্যোগের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন সিপিআই বিধায়ক অরুণ মহাপাত্র। বুধবার মোহনপুর ব্লকের সম্প্রীতি ময়দানে কৃষি মেলার উদ্বোধন করে এমনই মন্তব্য করেন স্থানীয় বিধায়ক অরুণবাবু। তিনদিন ব্যাপী এই মেলা চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। এ বারের মেলায় ১৮টি স্টল বসেছে। মেলা প্রাঙ্গণেই ব্লকের চাষিদের কৃষি-প্রাণী ও মৎস্য বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়াও মেলায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও থাকবে। অনুষ্ঠানে অরুণবাবু বলেন, “রাজ্য ও কেন্দ্র সরকারের কৃষির উন্নয়নের প্রতি নজর দেওয়া প্রয়োজন। তাই মতবিরোধ থাকলেও প্রতিটি ব্লকে কৃষি মেলা আয়োজনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই।”

তৃণমূলে যোগ নির্দল সদস্যের
একাধিক নির্দল পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিলেন। বুধবার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে তৃণমূলের এক কর্মিসভা হয়। উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি তথা সাংসদ সুব্রত বক্সী। এই সভাতেই পঞ্চায়েত সদস্যরা তৃণমূলে যোগ দেন। দলীয় সূত্রে খবর, এঁদের মধ্যে রয়েছেন গড়বেতা-৩ এর রঞ্জিত ঘোষ, মালতী ঘোষ, সলিল প্রধান প্রমুখ। ওই সূত্রে খবর, রঞ্জিতবাবুরা আগে তৃণমূলেই ছিলেন। পঞ্চায়েত ভোটের আগে দলের সঙ্গে মতবিরোধ হয়। তখন দল ছেড়ে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ বলেন, “গড়বেতা- ৩ এর কয়েকজন পঞ্চায়েত সদস্য আমাদের দলে আসতে চেয়ে আবেদন করেছিলেন। তাঁদের দলে নেওয়া হয়েছে।”

যুব সংসদ প্রতিযোগিতা
ব্লক যুব সংসদ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কেশিয়াড়িতে। বুধবার স্থানীয় রবীন্দ্রভবনে ব্লকের ৩টি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ওই প্রতিযোগিতায় যোগ দেয়। এ দিন মূলত ক্যুইজ ও সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন হয়। সংসদীয় বিতর্কে বনদেউলি হাইস্কুল ও ক্যুইজে বাঘাস্তি হরিচরন হাইস্কুল জয়ী হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্লকের বিডিও অসীমকুমার নিয়োগী। এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সোমা দণ্ডপাট, শিক্ষা কর্মাধ্যক্ষ কল্পনা শিট প্রমুখ।

প্রশিক্ষণ শিবির
সমবায়ের পরিচালক মণ্ডলী ও কর্মীদের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল মোহনপুরে। বুধবার পশ্চিম মেদিনীপুর রেঞ্জ সমবায় ইউনিয়নের উদ্যোগে মোহনপুরের বোধন সভাগৃহে ওই শিবিরের আয়োজন হয়। তিনদিনব্যাপী শিবিরের প্রথম দিনে এ দিন ব্লকের ১৮টি সমবায় সমিতির পরিচালক মণ্ডলীর সদস্য ও কর্মীদের সমবায় বিধি, ব্যবস্থাপনা, হিসাব রক্ষণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা সমাবায় সমিতির শিক্ষা নির্দেশক অনুপ মাইতি, রাজ্য সমবায় ইউনিয়নের ডিরেক্টর প্রদীপ পাত্র প্রমুখ।

শহরে মন্দির
বনদেবী ও মহাদেবের মন্দির প্রতিষ্ঠা হল মেদিনীপুর শহরের লাইব্রেরি রোডে। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এই মন্দির তৈরি হয়েছে। এই উপলক্ষে বুধবার এক অনুষ্ঠানও হয়। উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সঙ্ঘের মেদিনীপুর শাখার অধ্যক্ষ স্বামী মিলনানন্দ, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ, মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি প্রমুখ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.