দিল্লি সফরে হাসিনার বাণিজ্যমন্ত্রী
শেখ হাসিনা বাংলাদেশে নতুন সরকার গড়ার পর এই প্রথম তাঁর এক প্রতিনিধি ভারতে আসছেন। বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আনুষ্ঠানিক ভাবে পঞ্চম ‘সাউথ এশিয়ান বিজনেস লিডার্স কনফারেন্স’-এ যোগ দিতে কাল দিল্লি আসছেন। কিন্তু এই সরকারি উপলক্ষের পাশাপাশি তাঁর সফরের আর একটি উদ্দেশ্য হাসিনার তরফে বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে নয়াদিল্লিকে অবহিত করা। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেননের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর। সূত্রের খবর, প্রধানমন্ত্রীরও সময় চেয়েছেন তিনি।
আওয়ামি লিগের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রবীণ নেতা তোফায়েল আহমেদ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব ছিলেন। ১৯৯৬ সালে হাসিনা সরকারের তিনি ছিলেন বাণিজ্যমন্ত্রী। বস্ত্রশিল্পে বাংলাদেশের অগ্রগতির অন্যতম পুরোধা তিনি। ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই এগোতে চান তোফায়েল। স্বাভাবিক ভাবেই চলতি সফরে হাসিনার নতুন সরকার বাণিজ্য ক্ষেত্রে কী ভাবে ভারতের সঙ্গে এগিয়ে চলবে, সে ব্যাপারেও তাঁর কথা হবে সাউথ ব্লকের সঙ্গে।
বাংলাদেশ নির্বাচনের পর জামাতের তাণ্ডবের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে যে বিষয়টি নিয়ে ঢাকার সঙ্গে কথা বলা হবে। এই অত্যাচার বন্ধ করার প্রাথমিক দায়িত্ব যে বাংলাদেশ সরকারের সে কথাও মনে করিয়ে দিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র সৈয়দ আকবরুদ্দিন। তোফায়েলের কাছ সাম্প্রতিকম পরিস্থিতি নিয়ে বিশদে খোঁজে নেওয়া হবে। সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ রুখতে কী ব্যবস্থার কথা ভেবেছে ঢাকা, সে ব্যাপারেও খোঁজ নেওয়া হবে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.