|
|
|
|
২ নেতাকে নিয়ে আপ অস্বস্তিতে |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
১৫ জানুয়ারি |
সরকার গড়ার দু’সপ্তাহের মধ্যেই আম আদমি পার্টির অন্দরে বিরোধের ছায়া। যার জেরে আজ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে মিথ্যেবাদী বলে আক্রমণ করলেন দলীয় বিধায়ক বিনোদকুমার বিন্নি।
এর আগেও এক বার আপ-এর মন্ত্রিসভায় ঠাঁই না পেয়ে মুখ খোলার হুমকি দিয়েছিলেন বিন্নি। কোনও ভাবে তাঁকে আটকেছিলেন আপ নেতৃত্ব। সম্প্রতি আপ সিদ্ধান্ত নিয়েছে, কোনও বিধায়ককেই লোকসভা ভোটে টিকিট দেওয়া হবে না। দলের বক্তব্য, সেই সিদ্ধান্ত মনঃপূত হয়নি বিন্নির। তাই মুখ খুলতে চাইছেন। বিন্নি জানান, ভোটের আগে দল অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সে সব থেকে আপ কী ভাবে সরে এসেছে, তা জানাতেই কাল সাংবাদিক বৈঠক ডেকেছেন তিনি। পাশাপাশি আজ সরব হন সদ্য দলে যোগ দেওয়া ক্যাপ্টেন গোপীনাথ। বহু ব্র্যান্ডের খুচরো ব্যবসায় বিদেশি লগ্নির প্রশ্নে আপ-এর নেতিবাচক মনোভাব নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এতে বিনিয়োগকারীদের মধ্যে ভুল বার্তা যাবে, মত গোপীনাথের। তিনি চান দল এ নিয়ে পুনর্বিবেচনা করুক ।
কাল বিন্নি সাংবাদিক বৈঠক করবেন শুনে চুপ নেই কেজরিওয়ালও। তিনি বলেন, “বিন্নি এর আগে মন্ত্রিত্ব চেয়ে পাননি। লোকসভার টিকিটও চান তিনি। তা-ও খারিজ করে দিয়েছে দলীয় নেতৃত্ব। সেই ক্ষোভেই বিন্নির এই প্রতিক্রিয়া।” শুনে বিন্নি বলেন, “দু’টি অভিযোগই মিথ্যে। কেজরিওয়াল মিথ্যেবাদী। কালই সব খুলে বলব।” আপ সূত্রের খবর, তিনি যাতে কাল মুখ না খোলেন, তার জন্য আজ গভীর রাত পর্যন্ত বিন্নিকে বোঝানোর পালা চলছে। দায়িত্ব দেওয়া হয়েছে কুমার বিশ্বাসকে।
এফডিআই নিয়ে আপ-এর অবস্থানের সমালোচনা করে গোপীনাথ বলেন, “দেশীয় ব্যবসায়ীদের যখন ছাড়পত্র দেওয়া হচ্ছে, তখন বিদেশি সংস্থাকে কেন দেওয়া হবে না? মনে হয় এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত।” গোপীনাথের মন্তব্য তাঁর ব্যক্তিগত বলে হাত গুটিয়েছে আপ। |
|
|
|
|
|