বর্তমানে আমি একটি ব্যবসার সঙ্গে যুক্ত। ইচ্ছে আছে রফতানির ব্যবসা শুরুর। তার জন্য যে এক্সপোর্ট লাইসেন্স প্রয়োজন তা জানি। তবে এর বেশি রফতানি ব্যবসা সম্পর্কে বিশেষ কোনও ধারণা আমার নেই। তাই বিশদে একটু জানতে চাই। যেমন
লাইসেন্সের জন্য কোন অফিসে যাব? কী করতে হবে? কী কী তথ্য লাগবে? কত দিন সময় লাগবে? কোন কোন আইনি ছাড়পত্র চাই?

রফতানির ব্যবসা শুরু করলে প্রথমেই ফরেন ট্রেড পলিসি ২০০৯-২০১৪ অনুযায়ী এক্সপোর্ট-ইমপোর্ট কোড বা আইইসি (আমদানি রফতানি কোড)-র জন্য আবেদন করতে হবে। হাতে হাতে ওই আবেদনপত্র বা ফর্ম তুলতে ও জমা দিতে পারেন। এ জন্য ঠিকানা—
অফিস অব দ্য জোনাল জয়েন্ট ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড,
ভারত সরকার, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রক,
৪ এসপ্ল্যানেড ইস্ট, কলকাতা- ৭০০০৬৯।
এ ছাড়া ইন্টারনেট মারফত আবেদন করা যায়। সে জন্য দেখতে হবে ওয়েবসাইট। সেখান থেকে আবেদনপত্র বার করে, পূরণ করে জমা দিতে হবে।
আমদানি রফতানি কোড-এর জন্য আবেদন যে-পদ্ধতিতেই করুন না কেন, জমা দিতে হবে পূরণ করা আবেদনপত্রের দু’টি কপি। সঙ্গে বেশ কয়েকটি নথি। সবগুলি একটি ফাইলের মধ্যে একসঙ্গে পর পর রেখে জমা করতে হবে, যাতে হারিয়ে না-যায়। পাশাপাশি, যে সংস্থা বা ব্যক্তির নামে আবেদন করা হচ্ছে, তার নাম লেখা (লেটারহেড) প্যাডে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্দেশে জানাতে হবে কী কী নথি জমা দেওয়া হচ্ছে। এ বার আসুন কী কী লাগবে সেটা বলি—
প্যান কার্ডের কপি (নিজের সই করা)
ট্রেড লাইসেন্স বা সার্টিফিকেট অব এনলিস্টমেন্টের কপি (নিজের সই করা)
আবেদনকারীর ঠিকানা ও পরিচয়ের প্রমাণের কপি (নিজের সই করা)
দু’টি পাসপোর্ট মাপের ছবি
জয়েন্ট ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেড, ইস্টার্ন রিজিয়ন-এর নামে ২৫০ টাকার একটি ডিমান্ড ড্রাফট
নিজস্ব অ্যাকাউন্টের প্রমাণ হিসেবে এক্সপোর্ট-ইমপোর্ট সংক্রান্ত ব্যবসার জন্য নির্দিষ্ট আবেদনপত্রে ছবি-সহ সংশ্লিষ্ট ব্যাঙ্কের সার্টিফিকেট (ব্যাঙ্ক কর্তৃপক্ষের সই করা)
মেমোর‌্যান্ডাম অব আর্টিক্ল অ্যান্ড অ্যাসোসিয়েশন অব দ্য কোম্পানির কপি
রসিদ-সহ আরওসি ফর্ম নম্বর ১৮ ও ৩২-এর কপি
যৌথ অংশীদারি সংস্থার দলিলের কপি
নিজের নাম-ঠিকানা লেখা খাম, যার উপর ৩০ থেকে ৫০ টাকার (দূরত্ব অনুযায়ী) ডাকটিকিট লাগাতে হবে।
আপনি চিঠিতে উল্লেখ করেননি, কী ধরনের রফতানির ব্যবসা করতে চান। পণ্য না পরিষেবা? পণ্য হলে কী ধরনের পণ্য, পরিষেবা হলেই বা তার ধরন কী? কীসের ব্যবসা করবেন তার উপর নির্ভর করে বাড়তি কিছু লাইসেন্স বা ছাড়পত্র দরকার হতে পারে। তবে রফতানি ব্যবসা শুরু করতে হলে প্রাথমিক ভাবে আইইসি-ই লাগে।
(পরামর্শদাতা: আইনজীবী ও কর বিশেষজ্ঞ সৌরভ চন্দ্র)


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.