টুকরো খবর |
আইডিএফসি এমএফ-এর নয়া প্রকল্প |
‘ইক্যুইটি অপারচুনিটি সিরিজ-২’ নামের একটি মিউচুয়াল ফান্ড এনেছে আইডিএফসি মিউচুয়াল ফান্ড। এটি একটি ক্লোজ এন্ডেড ফান্ড। সংস্থার দাবি, কোনও নির্দিষ্ট প্রকল্প বা শেয়ারে লগ্নি না-করে, বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ ছড়িয়ে দেওয়াই ফান্ডটির লক্ষ্য। ২৪ জানুয়ারি পর্যন্ত এর নতুন ইস্যু খোলা থাকবে বলে জানিয়েছে সংস্থা।
|
বাজারে এসবিআইয়ের মিউচুয়াল ফান্ড |
বাজারে ‘ডুয়াল অ্যাডভান্টেজ ফান্ড সিরিজ-১’ নামে একটি প্রকল্প আনল এসবিআই মিউচুয়াল ফান্ড। সংস্থা জানিয়েছে, ক্লোজ এন্ডেড এই ফান্ডে ন্যূনতম ৩৬ মাসের জন্য লগ্নি করতে হবে। এটি মাঝারি ঝুঁকির ফান্ড, নথিভুক্ত হবে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে। ফান্ডের মোট অর্থের ১০-২০% লগ্নি করা হবে শেয়ার বাজারে, বাকি টাকা খাটবে ঋণপত্র নির্ভর প্রকল্পে। প্রাথমিক ভাবে লগ্নি করা যাবে ২০ জানুয়ারি পর্যন্ত।
|
এলআইসি হাউসিং ফিনান্সের উদ্যোগ |
হাওড়ায় মন্দিরতলায় নয়া শাখা খুলল এলআইসি হাউসিং ফিনান্স। সংস্থা জানিয়েছে, গ্রাহকের হাতের কাছে গৃহঋণ সংক্রান্ত নানা পরিষেবা পৌঁছে দিতেই এই অফিস খুলেছে তারা। |
|