ধৃত পলাতক বন্দি
নিজস্ব সংবাদদাতা • কালনা |
প্যারোলে মুক্তির সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও সংশোধনাগারে ফেরত না আসায় এক সাজাপ্রাপ্তকে গ্রেফতার করল কালনা থানার পুলিশ। ধৃতের নাম তাপস মাঝি। বাড়ি শ্যামগঞ্জ পাড়ায়। পুলিশ জানিয়েছে, ২০০৮ সালে খুনের ঘটনায় যাবজ্জীবন সাজা হয় তাপসের। আলিপুর সেন্ট্রাল জেল থেকে ২০১৩ সালের ৩০ অক্টোবর ১৫ দিনের জন্য প্যারোলে ছাড়া পায় সে। কিন্তু বাড়িতে ফেরার পরে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও জেলে না ফেরায় আলিপুর সেন্ট্রাল জেল কর্তৃপক্ষ কালনা থানায় একটি অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ পাণ্ডুয়া রেল গেট এলাকা থেকে তাপসকে গ্রেফতার করে। মহকুমা পুলিশ আধিকারিক ইন্দ্রজিৎ সরকার জানান, সাজাপ্রাপ্ত ওই যুবক বাংলাদেশ পালিয়ে যাওয়ার ছক কষছিল।
|
এনআরজিএস দিবস পূর্বস্থলীতে
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
স্বয়ম্ভরতা ও এনআরজিএস দিবস পালিত হল পূর্বস্থলী ১ ব্লকের লোক সংস্কৃতি উৎসব, কৃষি, হস্তশিল্প ও আদিবাসী মেলায়। বুধবার ওই অনুষ্ঠানে এনআরজিএস প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীর ভূমিকা নিয়ে আলোচনা হয়। যোগ দেন মন্ত্রী শান্তিরাম মাহাতো, অতিরিক্ত জেলাশাসক রুমেলা দে প্রমুখ। শান্তিরামবাবু জানান, এনআরজিএস প্রকল্পে মহিলাদের যোগ দান বাড়াতে হবে। রুমেলাদেবী জানান, পূর্বস্থলী এলাকায় স্বয়ম্ভর গোষ্ঠীর সদস্যদের নাসার্রি তৈরি করে ভাল আয়ের সুযোগ রয়েছে। কারণ পঞ্চায়েতগুলিতে এবং খোলা বাজারে চারাগাছের ভাল চাহিদা রয়েছে।
|
মন্তেশ্বরে কৃষিমেলা
নিজস্ব সংবাদদাতা • কালনা |
কৃষি মেলার আসর বসল মন্তেশ্বরের ভাগরা ফুটবল মাঠে। বুধবার বিকেলে ওই মেলার উদ্বোধন করেন জেলা সভাধিপতি দেবু টুডু। ছিলেন পূর্বস্থলী উত্তর কেন্দ্রের বিধায়ক তপন চট্টোপাধ্যায়, বিডিও শাশ্বত দাঁ, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি গুঘরুনা ইয়াসমিন ও ব্লক কৃষি আধিকারিক রঞ্জন মুখোপাধ্যায়ও। মেলা উপলক্ষে কৃষি, প্রাণিসম্পদ, মৎস্য, সমবায় সমিতি, স্বনির্ভর গোষ্ঠী এমনকী রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের প্রায় ১৫টি স্টল বসেছে। তিনদিনের মেলায় আয়োজন রয়েছে পুতুল নাচেরও। এছাড়া শীতের দুপুরে মেলার মাঠে রকমারি পিঠেপুলিও বিক্রি করছেন অনেকে। রোজই বসছে আলোচনাসভাও।
|
খনিতে কাজ করতে নেমে কেব্ল চুরি করে পালানোর চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হল সাত ঠিকাকর্মীকে। ঘটনাটি ঘটেছে ইসিএলের সাতগ্রাম প্রজেক্টে। কোলিয়ারি সূত্রে খবর, মঙ্গলবার রাতের পালিতে কাজে নামে ওই ঠিকাকর্মীরা। বুধবার সকালে কেব্ল চুরি করে পালানোর সময়ে নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়ে যায় তারা। |