তৃণমূল-সিপিএম সংঘর্ষ, গ্রেফতার সাত রানিগঞ্জে
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
সিপিএম-তৃণমূল সংঘর্ষে উত্তেজনা ছড়াল রানিগঞ্জের বল্লভপুরে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় রাত ১০টা পর্যন্ত দুই দলের সাত জনকে গ্রেফতার করা হয়েছে। সিপিএমের রানিগঞ্জ জোনাল সম্পাদক রুনু দত্ত জানান, ১৯ জানুয়ারি সিপিএম নেতা রবিন সেনের স্মরণ সভা রয়েছে। সে কারণে তাঁদের সদস্য আজাদি প্রসাদ-সহ অন্যান্য কর্মীরা পোস্টার লাগাচ্ছিলেন। সেই সময় তৃণমূলের লালু চৌবে-সহ কয়েক জন সিপিএম কর্মীদের মারধর করেন। এর পরে সিপিএম কর্মীরা বল্লভপুর পুলিশ আউট পোস্টে অভিযোগ জানাতে যান। তখনই আজাদি প্রসাদের বাড়ির সামনে বোমা মারা হয় বলে অভিযোগ। তৃণমূলের রানিগঞ্জ ব্লক সভাপতি সেনাপতি মণ্ডল বলেন, “সিপিএম পোস্টার মারার সময় আমাদের এক কর্মীর বাড়িতে পোস্টার মারে। তখন ওই কর্মী প্রতিবাদ করেন। তখন সিপিএম কর্মীরা আমাদের কর্মীদের মারধর করে। এতে সুনীল গড়াই নামে আমাদের এক কর্মীর মাথা ফেটেছে। রানিগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, একটি গণ্ডগোলের ঘটনা ঘটে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।
|
মাটি খুঁড়ে কঙ্কাল মিলল জামুড়িয়ায়
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
মন্দির সংস্কারের সময়ে মাটি খুঁড়তে গিয়ে কঙ্কাল মিলল জামুড়িয়ার সত্তর গ্রামে। বুধবার গ্রামের গোঁসাই মন্দির সংস্কারের জন্য মাটি খুঁড়তে গিয়ে এই ঘটনা ঘটে। পুলিশ কাজ বন্ধ করে দেয়। এলাকার বাসিন্দারা জানান, তাঁদের গ্রামে প্রাচীন গোঁসাই মন্দিরের চাল নেই। সেটি সংস্কারের জন্য বুধবার বেদী খোঁড়ার কাজ শুরু হয়। কিছুটা খুঁড়তেই কঙ্কাল বেরিয়ে আসে। গ্রামবাসীরা পুলিশে ফোন করে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ কঙ্কাল উদ্ধার করে নিয়ে যায়। পুলিশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মন্দির সংস্কারের কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। জামুড়িয়া থানা জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
|
কেব্ল চুরিতে ধৃত ৭
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
খনিতে কাজ করতে নেমে কেব্ল চুরি করে পালানোর চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হল ৭ জন ঠিকাকর্মীকে। ঘটনাটি ঘটেছে ইসিএলের সাতগ্রাম প্রজেক্টে। কোলিয়ারি সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতের পালিতে কাজে নামে ওই ঠিকাকর্মীরা। বুধবার সকালে তারা কেব্ল চুরি করে পালানোর সময়ে নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়ে যায় বলে অভিযোগ। জামুড়িয়ার শ্রীপুর ফাঁড়ির পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হবে।
|
নর্দমা নিয়ে বিপাক
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
একটি নর্দমার সংস্কার শুরুর পরে শেষ না করেই কাজ বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন এলাকার বাসিন্দারা। জামুড়িয়ার ১২ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর এলাকার ঘটনা। প্রতিকারের দাবিতে বাসিন্দারা বুধবার জামুড়িয়া পুরসভায় পুরপ্রধানকে বেশ কিছুক্ষণ ঘেরাও করে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, এলাকায় একটি নর্দমা সংস্কার শুরু করার পরে মাঝপথে তা বন্ধ করে ফেলে রেখেছে পুরসভা। তাতে নিকাশি ঠিক মতো হচ্ছে না। এই আর্বজনা জলের সঙ্গে নর্দমায় উপচে পড়ছে। পুরপ্রধান ভাস্কর গঙ্গোপাধ্যায় জানান, ওই নর্দমা সংস্কারের কাজে পাশের জমি নিয়ে কিছু সমস্যা দেখা দিয়েছে। শীঘ্রই আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর চেষ্টা চলছে। |