স্কুলে ক্রীড়া কালনায়
নিজস্ব সংবাদদাতা • কালনা |
কালনায় তোলা নিজস্ব চিত্র। |
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল কালনার অ্যাকমে অ্যাকাডেমি স্কুলে। বুধবার এই অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা। এই প্রতিযোগিতার ৪০টি বিভাগে ওই স্কুলের প্রায় সাড়ে তিনশো ছাত্রছাত্রী যোগ দেয়। অনুষ্ঠানে হাজির ছিলেন কালনার এসডিপিও ইন্দ্রজিৎ সরকার, সিআই রাকেশ মিশ্র, কালনা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল প্রমুখ।
|
জয়ী এনএসসি
নিজস্ব সংবাদদাতা • হিরাপুর |
নওজওয়ান ক্লাব আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে জয়ী হল এনএসসি। তারা বার্নপুর বয়েজস্কুল মাঠে ইলাহাবাদ ক্লাবকে ৪ উইকেটে হারিয়ে দেয়। এ দিন তৃতীয় কোয়ার্টার ফাইনালে এমআরসি ৪৬ রানে সারদা সঙ্ঘকে হারায়। প্রথমে ব্যাট করে এমআরসি ৬ উইকেটে ১৪৫ রান করে। জবাবে সারদার ইনিংস মাত্র ৯৯ রানে শেষ হয়ে যায়।
|
হারল আমরা ক’জন
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
গৌরীবালা মিত্র, কাননকুমার মিত্র ও দীপক কুমার মিত্র স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতার বুধবারের প্রথম সেমিফাইনালে বিজয়ী হল অনন্যা একাদশ দুর্গাপুর। বীরভানপুর লাগোয়া ওল্ড জিটি মাঠে তারা বাঁকুড়া আমরা ক’জনকে ২ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে আমরা কজন সব উইকেট হারিয়ে ১১৩ রান করে। জবাবে অনন্যা ৮ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়। ব্যাট হাতে ২৫ রান ও বল হাতে দুটি উইকেট নিয়ে ম্যাচের সেরা বিজয়ী দলের কামরুল।
|
জয়ী হরিপুর সিএ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতার আসানসোল স্টেডিয়ামের খেলায় জয়ী হয় হরিপুর সিএ। তারা বার্ণপুর স্কুল অব ক্রিকেটকে ৩৪ রানে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে হরিপুর ৩০ ওভারের খেলায় ১৩৫ রান করে। জবাবে বার্নপুরের ইনিংস ১০১ রানে শেষ হয়ে যায়।
|
রানিগঞ্জে ফুটবল
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
স্বরাজ স্মৃতি সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতার বুধবারের খেলায় জয়ী হয় সিহারশোল বাহিনী সঙ্ঘ। তারা খাড়শুলি মাঠে রানিগঞ্জ জুনিয়র সিসিকে ২-০ গোলে হারায়। |