মালখানকে ধরতে মালদহে পুরস্কার ঘোষণা পুলিশের
মালখান সিংহ ওরফে মাধব মণ্ডল-সহ ৩ জন কেএলও জঙ্গির হদিস দিলে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করল মালদহ জেলা পুলিশ। সম্প্রতি ওই ৩ জন সন্দেহভাজন জঙ্গির ছবি সম্বলিত পোস্টার মালদহের বিস্তীর্ণ এলাকার দেওয়ালে সেঁটেছে পুলিশ। সেখানে মালখান ছাড়াও যে দুজনের নাম ও ছবি রয়েছে, তাঁদের নাম হল, কুমদ মণ্ডল ওরফে ঝাকাসু ও নবানু বর্মন। সেখানে একটি ফোন নম্বরও (৯৬১৪৭-৬৮২৫১) পুলিশ দিয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ ওই তিনজনের সন্ধান দিলে তাঁর নাম গোপন রাখা হবে। মালদহের পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “আমরা মালখানকে ধরতে সব চেষ্টা করছি। আশা করি শীঘ্রই ধরা যাবে।” মূলত হবিবপুর, বামনগোলা, গাজল ও পুরাতন মালদহের গ্রামে পোস্টার সাঁটানো হয়েছে।
২০১১ সালে জেল থেকে জামিনে ছাড়া পায় মালখান। ২০১২ সালের জুলাই মাস নাগাদ মালখান বামনগোলা, হবিবপুর, গাজল ও পুরাতন মালদহে তোলা আজায় শুরু করে বলে অভিযোগ ওঠে। ব্যবসায়ী থেকে শিক্ষক, নানা মহল থেকে মালখানের বিরুদ্ধে রাজ্য পুলিশের ডিজির কাছে অভিযোগ জানানো হয়। এর পরেই সে আত্মগোপন করে।
গত ২৬ ডিসেম্বর রাত ৯টা নাগাদ হবিবপুরের কালীপুকুরে একটি বেসরকারি বাসে গুলি ছুড়ে হামলা হয়। পুলিশের সন্দেহের তির মালখানের দিকেই।
হামলায় তিন যাত্রী গুলিবিদ্ধ হন। তদন্তে পুলিশ জানতে পারে, মালখান দুটি মোটর সাইকেলে ছ’জনকে নিয়ে বেসরকারি বাসে হামলা চালিয়েছিল। ঘটনাস্থল থেকে পুলিশ স্বয়ংক্রিয় রাইফেল ও পিস্তলের ১৬ রাউন্ড ফাঁকা কার্তুজ পায়। ওই ঘটনায় কেপিপি নেতা ফলেন বর্মন ও সুভাষ বর্মনকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, তদন্তে জানা যায়, মালখানই বেসরকারি বাসে হামলা চালান। তাঁর দুই শাগরেদ কুমদ মণ্ডল ও নবানু বর্মনকে ধরতে এলাকায় তল্লাশি শুরু করে। তবে তদন্তে নেমে পুলিশ এটাও জানতে পেরেছে, মালখান সম্ভবত মাথার চুল কেটে ফেলেছে। ঘন ঘন বদলাচ্ছে মোবাইল নম্বরও। এই মুহূর্তে মালখান কোথায়? পুলিশের একটি সূত্রের ধারনা, মালদহ ও লাগোয়া এলাকাতেই মালখান লুকিয়ে রয়েছেন। তবে ওই জঙ্গি বারেবারে ডেরা পাল্টে ফেলছেন বলেও পুলিশ জানতে পেরেছে। মালখানের মতো জঙ্গিদের ধরতে পুলিশ জঙ্গলমহলে কাজের অভিজ্ঞতা রয়েছে এমন অফিসার-কর্মীদের কাজে লাগাচ্ছে। ইতিমধ্যে জঙ্গলমহলে কাজ করে আসা কয়েকজনকে নানা থানায় নিয়োগ করা হয়েছে। মালদহ রেঞ্জের ডিআইজি সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের অফিস বালুরঘাটে হলেও আপাতত তাঁকে মালদহেই থাকতে হচ্ছে। ডিআইজি বলেন, “মালখান ফের নাশকতা চালানোর ছক কষতে পারে। আমরা তা মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছি। সাধারণ মানুষের সাহায্য চাওয়া হয়েছে। শীঘ্রই মালখানকে ধরতে পারব বলে আশা করছি।”

পুরনো খবর:





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.