সারা বিশ্বের কাছে সেরা এখন তিনি। চার বছর পর সিংহাসনে ফিরে আবার ফুটবল সম্রাটের শিরোপা চলে গেল তাঁর দখলে। কিন্তু ব্যালন ডি’অর অনুষ্ঠানের চব্বিশ ঘণ্টা পরেই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে গোটা ফুটবলমহলে। পর্তুগাল অধিনায়ক হিসাবে স্বয়ং বিশ্বসেরার প্রথম পছন্দ কে ছিলেন? অর্থাৎ ক্রিশ্চিয়ানোর রোনাল্ডোর চোখে বিশ্বের সেরা ফুটবলার কে?
অনেক বিশেষজ্ঞই অনুমান করেছিলেন, নিশ্চয়ই রোনাল্ডো নিজের কোনও রিয়াল মাদ্রিদ সতীর্থকেই ভোট দিয়েছেন। অথবা কোনও পর্তুগিজ তারকাকে। কিন্তু সবাই চমকে দিয়ে রোনাল্ডোর চোখে বিশ্বের সেরা ফুটবলার কলম্বিয়া ও মোনাকোর তারকা স্ট্রাইকার রাদামেল ফালকাও। এক ব্রিটিশ দৈনিক ফাঁস করে দিয়েছে যে সিআর সেভেন তাঁর প্রথম ভোট দিয়েছিলেন প্রতিদ্বন্দ্বী ক্লাব আটলেটিকো মাদ্রিদের প্রাক্তন ফুটবলার ফালকাওকে। |
নতুন মরসুমের শুরুতে জল্পনা তুঙ্গে ছিল যে রোনাল্ডোর ইচ্ছা ফালকাও রিয়ালে সই করুক। এমনকী কলম্বিয়া তারকাকে বের্নাবাউয়ে আনার জন্য ফালকাওর এজেন্টের সঙ্গে ব্যক্তিগত ভাবে কথা বলেন রোনাল্ডো। কিন্তু রোনাল্ডোর শত চেষ্টাতেও কোনও লাভ হয়নি। শেষমেশ ফরাসি ক্লাব মোনাকোতে সই করেন ফালকাও। কিন্তু আবার ব্যালন ডি’অরের পরে বিশ্বের সামনে রিয়াল মহাতারকার ফালকাও-প্রীতি ফাঁস হল। ব্যালন ডি’অরের প্রথম রাউন্ডের ভোটে ফালকাওকেই সেরা বেছেছিলেন রোনাল্ডো। |
পাশাপাশি আবার রোনাল্ডো প্রসঙ্গে ব্রাজিল কিংবদন্তি পেলে বলেছেন, “আমার মতে ফুটবলবিশ্বের শেষ বড় প্রতিভা ছিল জিনেদিন জিদান।” সিআর সেভেনের মধ্যেই পর্তুগালের মহাতারকা ইউসেবিওর ছায়া দেখতে পান সেই কথা জানিয়ে পেলে যোগ করেন, “রোনাল্ডোকে দেখলে আমার ইউসেবিওর কথা মনে পড়ে। ইউসেবিওর মতোই রোনাল্ডো কিন্তু ফুটবল নিয়ে সব কিছু করতে পারে। যা একটা বড় ফুটবলারের প্রধান গুণ।” শুধু মাত্র রোনাল্ডো প্রসঙ্গ নয়। বর্তমান ফুটবলে চ্যাম্পিয়ন্স লিগও ফিফা বিশ্বকাপের মতোই প্রাধান্য পায় সেই কথা জানিয়ে পেলে বলেন, “আমি বলছি না যে বিশ্বকাপ জেতা জরুরি নয়। কিন্তু এখন চ্যাম্পিয়ন্স লিগ জেতাও বিশ্বকাপ জেতার মতোই প্রচার পায়।” এ ছাড়াও সিআর সেভেনকে একপ্রকার সতর্ক করে সংযোজন, “আমার দেখা শেষ মহাতারকা কিন্তু জিদান। তবে রোনাল্ডো সঠিক পথেই এগোচ্ছে।”
|
তারকাদের ভোট |
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (পর্তুগাল অধিনায়ক)
রাদামেল ফালকাও, গ্যারেথ বেল, মেসুট ওজিল |
লিওনেল মেসি (আর্জেন্তিনা অধিনায়ক)
আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি, নেইমার |
জ্লাটান ইব্রাহিমোভিচ (সুইডেন অধিনায়ক)
ফ্রাঙ্ক রিবেরি, লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো |
|
কোচেদের ভোট |
আলেহান্দ্রো সাবেয়া (আর্জেন্তিনা)
মেসি, রিবেরি, রোনাল্ডো |
ভিসেন্তে দেল বস্কি (স্পেন)
জাভি, ইনিয়েস্তা, রিবেরি |
পাওলো বেন্তো (পর্তুগাল)
রোনাল্ডো, ফালকাও, রবেন |
|
ভারতীয়দের ভোট |
সুনীল ছেত্রী
রিবেরি, রোনাল্ডো, ইনিয়েস্তা |
কোভারম্যান্স
ইনিয়েস্তা, ফান পার্সি, মেসি |
|
|