নাভ্রাতিলোভা-এভার্টকে ধরার দৌড় শুরু। ১৮ গ্র্যান্ড স্ল্যামের
খোঁজে অস্ট্রেলীয় ওপেনে নেমে পড়লেন সেরেনা। ছবি: এএফপি। |
প্লেয়ার্স বক্সে হাজির বেকারের সামনে বিশ্বের ৯৬ নম্বর স্লোভাক লুকাস লাক্কোকে এক ঘণ্টা ৫০ মিনিটে ৬-৩, ৭-৬ (৭-২), ৬-১ হারিয়ে জকোভিচ বলেন, “পাঁচ-ছ’সপ্তাহ বিশ্রামের পর এটাই আমার প্রথম প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ। যে জন্য প্রথম দু’টো সেটে কিছুটা অগোছালো খেলেছি। ব্যাকহ্যান্ড কোর্টে নিজের ছন্দ পেতে সমস্যা হয়েছে।” কয়েকটা দুর্দান্ত ভলিতে উইনার পেলেও পাশাপাশি ৩০টি আনফোর্সড এরর করেন তিনি। দ্বিতীয় রাউন্ডে জকোভিচের সামনে আর্জেন্তিনার লিওনার্দো মেয়ার। এ দিকে, সেরেনার সোমবারের সতেরো বছরের অস্ট্রেলীয় প্রতিপক্ষ বার্টি সম্পর্কে তিনি প্রশংসাও করেন, “ওর জন্য প্রস্তুত ছিলাম। জানতাম ও খুব ভাল প্লেয়ার। ভবিষ্যৎ উজ্জ্বল। এ বছরই প্রথম পুরো মরসুম ডব্লিউটিএ সার্কিট খেলবে। কিন্তু প্রথম সপ্তাহে ব্রিসবেন ওপেনে হান্টুকোভার মতো অভিজ্ঞকে হারিয়েছে। বাঁ-কাঁধে চোট পেয়েছিল। এ দিন বাঁ পায়ের উরুতে ব্যান্ডেজ ছিল। তবু ম্যাচের প্রথম গেমে ব্রেক পয়েন্ট বাঁচিয়ে সার্ভিস ধরে রেখেছে। কিন্তু পরের ন’টার মধ্যে আটটা গেমই আমি জেতায় ম্যাচটা একপেশে হল।”
প্রথম দিনের যাবতীয় নাটক অবশ্য মার্গারেট কোর্ট এরিনায়। যে কোর্টে সকাল থেকে বিকেল পরপর বিদায় নিলেন সাত গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন ভেনাস উইলিয়ামস, প্রাক্তন উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কিভিতোভা, প্রাক্তন ফরাসি ওপেন রানার্স সারা ইরানি। প্রথম দিনই ছিটকে গিয়েছেন পুরুষদের প্রাক্তন অস্ট্রেলীয় ওপেন রানার্স বাগদাতিস । দ্বাদশ বাছাই টমি হাস এবং মেয়েদের বিশ্বসেরা ডাবলস জুটি সারা-র সঙ্গী রবার্তা ভিঞ্চি-ও। দু’বিভাগ মিলিয়ে তারকাদের মধ্যে প্রথম রাউন্ডে জিতেছেন ফেরার, বার্ডিচ, ওয়ারিঙ্কা, ইভানোভিচ, না লি, কের্বার, লিসিকি, স্তোসুর। যাঁদের মধ্যে প্রাক্তন বিশ্বসেরা ইভানোভিচের বিরুদ্ধে ম্যাচে ডাচ মেয়ে কিকি বার্টেন্সের জন্য এ বারের অস্ট্রেলীয় ওপেনে প্রথম বরফের ব্যাগ বেরোয়। মেলবোর্নের গ্র্যান্ড স্ল্যাম শহরের প্রচণ্ড তাপমাত্রার জন্য প্লেয়ারদের কাছে বরাবর বাড়তি চাপের। শোনা যাচ্ছে, কালই মেলবোর্নের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে।
মঙ্গলবার ফ্লিন্ডার্স পার্কের ১৯ নম্বর কোর্টে নামবেন সিঙ্গলসে ভারতের একমাত্র প্রতিনিধি সোমদেব দেববর্মন। সামনে বিশ্বের ২৭ নম্বর এবং টুর্নামেন্টের ২৬ নম্বর বাছাই ফেলিসিয়ানো লোপেজ। ২২ বছরের স্প্যানিশের সঙ্গে বিশ্বের ৯৩ নম্বর সোমদেবের এটাই প্রথম সাক্ষাত। যা নিয়ে তাঁর মন্তব্য, “সুস্বাদু ওপেনার!” |